![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গলিপথে হাটি, কুকুরের তাড়া খাই। হাটতে হাটতে একদিন হাটার শেষ দেখতে চাই।
একদিন হুড খোলা রিকসায় বসবো
চেরাগি পাহাড়, কাজির দেউরি, জিইসির মোড় দেখুক,
দেখুক সুনীল আকাশ, নিষ্ঠুর রোদ আর ল্যাম্পপোস্টে বসা সব অলস পাখি।
দেখুক মার্সিডিজে বসা নীল চশমার তরুণীরা
বেকার যুবকেরা সিগারেটের ধোয়া তুলতে তুলতে দেখুক,
ভবঘুরে ভিক্ষুক আর টহল পুলিশেরাও দেখুক
পতেঙ্গার পাথরেরা দেখুক।
সব লোকে দেখুক,
এ হাত রাখা আছে স্রেফ কারো হাতে নয়,
এ হাত বন্ধক দেয়া এক ট্রাজেডির হাতে।
রিকসায় পায়ের উপর পা তুলে বসা যুবকটিও স্রেফ কোন যুবক নন,
সদ্য ক্ষমতা পাওয়া গ্রীক রাজপুত্র আমি।
অকাতরে তাই পৃথিবীর উদোম বুকে করি চুম্বন।
২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৪
এহসান জুয়েল বলেছেন: কম কোথায়..........কবিকি সব পেয়েছে নাকী?
২| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১১
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।
শুভেচ্ছা
২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৫
এহসান জুয়েল বলেছেন: ধন্যবাদ।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৮
একনীল বনসাই বলেছেন: এ হাত বন্ধক দেয়া এক ট্রাজেডির হাতে।
মনের কখা বলে দেয়া লাইন......
ভাল।
২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫
এহসান জুয়েল বলেছেন: মনের কথা পরে জানলো কেমনে?
৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪
বলেছেন: ++++
২৮ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬
এহসান জুয়েল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯
সত্যের পথে আরিফ বলেছেন: কিছু যেন কম কম লাগছে!! যাক কবিই ভাল যানেন।