নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তেমন কেউ নই । জানি আমি মানুষ আর বাচতে চাই মানুষের মত মানুষ হয়ে..................

আহমাদ জামীল

অন্ধকারে খুজে বেড়াই আলোর দিশা

আহমাদ জামীল › বিস্তারিত পোস্টঃ

প্রেম আজকাল

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩০

একটা সময় ছিল যখন প্রেমিক প্রেমিকারা গোপনে আড়ালে গিয়ে দেখা সাক্ষাৎ করতো। চিঠি আদান প্রদানের মাঝে বোঝা যেত প্রেমের গভীরতা। লুকিয়ে দেখা করে যখন ধরা খেত তখন প্রেমটা ফুটে উঠতো সুন্দরভাবেই।
সময় বদলালো, বদলে গেল অনেক কিছুই। ভারচুয়াল নামে এক জগতের সৃষ্টি হল। সেখানে কয়দিন পর পর যুগল দ্বয়ের পরিবর্তন ঘটতো। কিন্তু কেউ কাউকে অবিশ্বাস করতে পারতোনা। কারণ সবাইতো একই জগতের বাসিন্দা।
এককালে এলাকার ভদ্র ছেলে যাদের মাথার চুল থাকতো সিথি করা, স্বভাব যার ছিল অনেক ভাল, এলাকার মুরুব্বীদের সম্মানের চোখে দেখতো তাদের কদর ছিল নারী জগতের কাছে।
এখন সময় বদলেছে, থুতনির নিচে ছাগলের দাড়ি, হাতে রংবেরঙ এর চুরি, গলায় চেইন, নামী দামী বাইক থেকে নামা ছেলেটিই হয় সবচেয়ে সাহসী। বাজারে এখন তাদের চাহিদা প্রচুর।
ওহ, ভারচুয়াল জগত আমাদের আরেকটি জিনিসের উপহার দিয়েছে। আজকালকার ছেলে মেয়েরা ক্রাশ খায়। তারা প্রেমে পড়েনা। খালি খেয়ে যায়। দেখে কার ফেইসবুক ফলোয়ার বেশি। কে ভারচুয়াল জগতে সবচেয়ে বেশী ফেমাস।
আগে যেখানে দিনে একটি চিঠি প্রদান হত, এখন মিনিটের মধ্যে শত শত বার্তা পৌছে যায়। আগে মন খারাপ থাকলে শত কান্নাকাটি হত, আর এখন মন খারাপ আর ভাল হোক, হাসির একটা ইমো দিয়ে দিলেই কুল্লু খালাছ।
এখনকার প্রেমগুলো হয় ভারচুয়াল, তাই আবেগগুলাও ভারচুয়ালে রূপ নিচ্ছে।






মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০০

হাবিব বলেছেন: আগে ফর্মালিন ছিল না,এখন সব কিছুতেই ফর্মালিন।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

আহমাদ জামীল বলেছেন: ফরমালিন টাই এখন বিশুদ্ধ মনে হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.