নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তেমন কেউ নই । জানি আমি মানুষ আর বাচতে চাই মানুষের মত মানুষ হয়ে..................

আহমাদ জামীল

অন্ধকারে খুজে বেড়াই আলোর দিশা

আহমাদ জামীল › বিস্তারিত পোস্টঃ

কই আছি?

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৪

কিছু একটা লিখতে মন চাচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু মাথায় কিছু আসতেছেনা । মনে হচ্ছে দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছি । ভিতর থেকে আরেক আমি যেন এ কথাগুলোই বারবার বলছে । দিনশেষে মনের ভিতর অজান্তেই এক প্রশ্ন চলে আসে, কি করলাম এ জীবনে? কিছুই তো করতে পারলামনা । কেন? এরকম প্রশ্ন তো আসার কথা ছিলনা । আমাদের দেশেরই যখন কলেজে পড়ুয়া এক ছেলে যখন এসব চিন্তায় ব্যস্ত তখন দেখা যাবে পার্শ্ববর্তি দেশগুলোয় সমবয়সী ছেলেগুলাই অনেক এগিয়ে । এখানে বিভিন্নতা হল মন মানসিকতার ।

আমাদের দেশের একটু খানি শিক্ষা বিশ্লেষণ এ আসি, নবম দশম শ্রেণীতে থাকাকালীন অবস্থায় একজন ছাত্রকে পড়তে হয় কমপক্ষে ১৫ টি বিষয় । এগুলো একদম বাধ্যতামূলক বলা চলে । যদিও দেখা যায় এসএসসি পরীক্ষা ১২০০ নম্বরের কিন্তু ভেতর থেকে দেখলে ঠিকই মনে হবে ব্যাপারটা কত কঠিন । এই এতগুলা বিষয় পড়ার পাশাপাশি শিক্ষার্থীকে আরেক ধরনের হীনমন্যতায় ভুগতে হয় । আর তা হল এ+ পাওয়া । আমি অবশ্য এটার বিপরীত কিছু বলছিনা । বলছি পাশের বাড়ির ভাবি সম্পর্কে । শিক্ষার্থীদের অভিভাবক বিশেষ করে মা দেরকে তারা অন্যরকম এক চাপে রাখে । যেন মায়ের চেয়ে তার টেনশন বেশি ।

এরকম চলতে থাকলে দেখা যাবে ছাত্র ছাত্রী সবাই এক ধরনের ডিপ্রেসন এ ভূগবে । তাদের এরকম পরিস্থিতি কোন ভাল ফল আনবেনা ।
পাশের দেশের সাফল্যের দিকে চেয়ে থাকতে হবে আর কিছুই হবেনা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.