![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত সহস্র শ্রেষ্ট সব স্বত্ত্বার ভীড়ে আমি কেউ ই না। ভালোবাসি ফুটবল। ফুটবল ফ্যান- এটাই সময়োপযোগী সেরা পরিচয় ধরা যেতে পারে।
বিখ্যাত মানুষদের বিখ্যাত হওয়ার পিছনের গল্পগুলো কি আমরা জানি? ক্ষুদ্র থেকে যারা বিরাট সমুদ্রসম মানুষ হতে পেরেছিলেন তাদের কয়েকজনের কথা বলছি-
মহাকবি শেক্সপিয়ার প্রথম জীবনে ছিলেন থিয়েটারের সামান্য একজন হেল্পার!
মার্কিন উপন্যাসিক উইলিয়াম ফকনার প্রথম জীবনে ছিলেন রংমিস্ত্রী!
গল্পকার 'ও হেনরি প্রথম জীবনে ছিলেন রাখাল বালক!
মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান প্রথম জীবনে ছিলেন কাপড়ের দোকানদার!
মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান প্রথম জীবনে ছিলেন মডেল ও অভিনেতা!
ইসরাইলী প্রেসিডেন্ট মিসেস গোল্ডা মায়ার প্রথম জীবনে ছিলেন একজন স্কুল শিক্ষিকা!
মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড আর ফোর্ড প্রথম জীবনে ছিলেন পুরুষ মডেল!
ইতালির জনক গিউসেপ গ্যারিবল্ডী প্রথম জীবনে ছিলেন একজন সাধারন নাবিক!
গান্ধী প্রথম জীবনে ছিলেন বৈমানিক!
ইংরেজ কবি রবার্ট বার্নস প্রথম জীবনে ছিলেন একজন বর্গাচাষী!
বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন প্রথম জীবনে ছিলেন অতি সামান্য বেতনের এক পেটেন্ট অফিসের কেরানী!
বিশ্ববিখ্যাত হেভিওয়েট মুষ্টিযোদ্ধা জর্জ ফোরম্যান প্রথম জীবনে ছিলেন ইলেক্ট্রনিক্স কারখানার মিস্ত্রি!
বিখ্যাত চিত্রশিল্পী পল গগ্যা প্রথম জীবনে ছিলেন মাটি কাটার শ্রমিক, যিনি পানামা খাল খননে খাল কেটেছিলেন!
অভিনেত্রী মেরিলিন মনিরো প্রথম জীবনে ছিলেন কারখানা শ্রমিক
বিখ্যাত গায়ক এলভিস প্রিসলি প্রথম জীবনে ছিলেন ট্রাক ড্রাইবার!
এবার ভেবে দেখো, কেন তুমি ওদের মতো হতে পারবেনা? শুধু ওদের মতোই না, ওদের চেয়েও
ভালো অবস্থানে যাওয়ার ক্ষমতা তুমি রাখো। ওরা অনেকেই দারিদ্র্যের জন্য শিক্ষার সুযোগ পাননি। কিন্তু পৌঁছাতে পেরেছিলেন সাফল্যের সর্বোচ্চ শিখরে। তুমিও পারবে। আজই লেগে পড়ো বড় হওয়ার চেষ্টায়। তুমি পারবেই....
© আহমদ আতিকুজ্জামান।
২| ১৮ ই মে, ২০১৬ রাত ১:৩৬
আহমদ আতিকুজ্জামান বলেছেন: হা হা হা! ছোট মানুষেরও দরকার আছে ভাই। আপনি না হয় সেই দলেই থাকুন।
ধন্যবাদ পড়ার জন্যে।
৩| ১৮ ই মে, ২০১৬ রাত ১:৫৫
অজ্ঞাত অন্বেষা বলেছেন: আমি তো মনে করি তারা এতটা ছোট ছিলো বলেই এতটা বড় হতে পেরেছে।যাদের কোনো কিছু হারানোর থাকেনা, তারই সবকিছু জয় করতে পারে। আমরা আছি মধ্যম অবস্থায়। এই অবস্থায় থাকাটা ক্ষতকর। না সবকিছু ছেড়ে দিয়ে একাগ্রচিত্তে কিছু করা যায়, আবার না সবকিছু কেই সমান প্রাধান্য দেয়া যায়।
ভালো লিখেছেন।
১৮ ই মে, ২০১৬ রাত ২:৩২
আহমদ আতিকুজ্জামান বলেছেন: thanks for reading ...
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৬ রাত ১:৩৪
পূবাল হাওয়া বলেছেন: সবাই বড় হলে, ছোট হয়ে তো কেউ থাকবে না। আমি ছোট হয়ে থাকার তালিকায়,
ভালো লেখা, ভালো থাকবেন।