![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত সহস্র শ্রেষ্ট সব স্বত্ত্বার ভীড়ে আমি কেউ ই না। ভালোবাসি ফুটবল। ফুটবল ফ্যান- এটাই সময়োপযোগী সেরা পরিচয় ধরা যেতে পারে।
গতকাল তার জন্মদিন ছিলো, অথচ তাকে নিয়ে ব্লগে
কিসসু লিখতে পারিনাই! তাই বলে লিখবো না?
গজব আপনা আপনিই পড়ে যাবে নইলে গুলিস্তানে ২ ট্যাকায় ওজন মাপানোর কাজে লাগায় দিবো। :v
"বলা হয়ে থাকে" মূলক কিন্তু সত্যি ফ্যাক্ট দিইই আগেঃ
১] বলা হয়ে থাকে তিনি যখন চিনি খান, চিনিরও তখন ডায়াবেটিস হয়।
২] বলা হয়ে থাকে, কোচ যখন তাকে প্রশ্ন করে কোচ নিজেই অনুমতি নেয়া লাগে।
৩] বলা হয়ে থাকে, তিনি যে লীগেই খেলেন লীগ কাপ ছাড়া তিনি কফি পান করেন না।
৪] বলা হয়ে থাকে, তিনি এতটাই ব্যাক্তিত্ব সম্পন্ন লোক যে, রিদ্মিক কীবোর্ড তার পুরো নাম লিখতে আত্মসমর্পণ করে। (চেষ্টা করে দেখেন)।
৫] বলা হয়ে থাকে, তার জন্মদিনের রাত কোনো ফ্যাভরিট টিম জিততে পারে না ( পরশু রাতেই প্রমাণ) জন্মদিনের
কেক কাটার রাতে তিনি অন্য কারো উয্যাপন পছন্দ করেন না তাই!
এই কটাই দিলাম।এমন হাজার হাজার ফ্যাক্ট আছে তার।
জীবনে অনেক প্লেয়ারের ফ্যান হইসি, অবশ্যই আগে খেলা দেখে। কিন্তু একমাত্র তার ফ্যান হইসি প্রথমে ব্যাক্তিত্ব তারপর খেলা দেখে।
ও হ্যাঁ, তিনি জলাতন ইব্রাহিমোভিচ। দ্যা কিং
ইব্রাহিমোভীচের কয়েকটা ফ্যাক্ট তুলে ধরলাম, মিলিয়ে নিয়েন-)
১) বেল টেলিফোন আবিষ্কারের পরমূহুর্তেই ইব্রাহিমোভিচের মিসকল পেয়েছিলেন ...
২) ইব্রাহিমোভিচ যেদিন গ্রামাটিক্যাল মিসটেক করেন, সেদিনই ডিকশনারি আপডেট হয়...
৩) ইব্রাহিমোভিচের বাবা মা ভুতের ভয় পেলে ইব্রাহিমোভিচের কাছে গিয়ে শুতেন...
৪) ইব্রাহিমোভিচ একদিন স্কুলে দেরি করে এসেছিলেন... সেদিন বাকি সবাইকে শাস্তি দেয়া হয়েছিল আগেভাগে চলে আসায়...
৫) ইব্রাহিমোভিচ ঘুম থেকে উঠে এলার্ম ক্লককে জাগিয়ে তোলেন...
৭) ইব্রাহিমোভিচের কিবোর্ডে ডিলিট বাটন নেই, কারণ তিনি ভুল করেন না...
৮) ইব্রাহিমোভিচ যেদিন আপনার বাড়িতে আসবে, সেদিন আপনি আপনার বাড়িতে গেস্ট...
৯) মার্ক জুকারবার্গ ফেসবুক আবিস্কারের পরপরই ইব্রাহিমোভিচের নিকট থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট পেয়েছিলেন..
১০) ইব্রাহিমোভিচের কিবোর্ডে কন্ট্রোল বাটন নেই... কারণ কোন কিছুই ইব্রাহিমোভিচকে কন্ট্রোল করতে পারেনা...
১১) যে ব্যক্তি প্রথম আগুন আবিস্কার করেন, তিনি দৌড়ে আবিস্কারের কথা বন্ধুদের জানান দিতে গিয়ে দেখেন,
ইব্রাহিমোভিচ বার্বিকিউ পার্টি করছেন...
১২) ইব্রাহিমোভিচের বাবার নাম ইব্রাহিমোভিচ জুনিয়র..
১৩) স্কুলে ইব্রাহিমোভিচের সাথে কথানবলতে তার শিক্ষকেরা ক্লাসে হাত তুলতেন...
১৪) ইব্রাহিমোভিচ একদিন রবিবার স্কুলে আসতে পারেননি, সেদিন থেকে বিশ্বের বেশিরভাগ দেশেই রবিবারে সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়...
১৫) ইব্রাহিমোভিচ আয়নার সামনে দাঁড়ালে কিছুই দেখা যায়না, কারণ পৃথিবীতে ইব্রাহিমোভিচ একজনই...
১৬) হার্ট এটাকে ইব্রাহিমোভিচের মৃত্যু অসম্ভব। কারণ পৃথিবীতে এমন কিছু নেই, যা ইব্রাহিমোভিচকে এটাক করে!
নেইমার, রোনালদো, মেসির হ্যাটার থাকতে পারে, কিন্তু ইব্রাহিমোভিচকে সবাই সম্মান করে... করতে বাধ্য। কারন ইব্রাহিমোভীচ শুধু একটা নাম ই নয়, একটি ব্রান্ড!
ইউ হ্যাভ টু বুঝতে হবে ম্যান..!
© আহমদ আতিকুজ্জামান।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৫
এ কে এম রেজাউল করিম বলেছেন:
ভক্ত !!!