![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত সহস্র শ্রেষ্ট সব স্বত্ত্বার ভীড়ে আমি কেউ ই না। ভালোবাসি ফুটবল। ফুটবল ফ্যান- এটাই সময়োপযোগী সেরা পরিচয় ধরা যেতে পারে।
আজ সারাদিন অনেক বৃষ্টি হয়েছে। ক্লাস শেষে বৃষ্টিতে ভিজে ভিজে যখন বাসায় আসছিলাম তখন রাজকন্যার কথা খুব মনে পরছিল।
একদিন রাজকন্যা আমাকে বলে- "বৃষ্টি আমার কেন ভালোলাগে যান?"
আমি বললাম "কেন ভালোলাগে? "
রাজকন্যা বলল "বৃষ্টি তোমাকে আর আমাকে অনেক কাছাকাছি নিয়ে আসে, একেবারে একি ছাতার নিচে। এজন্য বৃষ্টি আমার এতো ভালোলাগে। "
আমি বললাম "বুঝেছি, এবছরও তুই ছাতা কিনবি না। আমার ছাতা দিয়েই চালিয়ে দিবি। তুই এতো কৃপণ কেনরে? "
আমার কথা শুনে রাজকন্যা ভিষণ ক্ষেপে গিয়েছিল। এতটাই ক্ষেপে গিয়েছিল যে রাগে একমুঠ চুল তুলেফেলে ছিল ; তার মাথার না আমার মাথার।
রাজকন্যা কৃপণ ছিলনা, সে সত্যি সত্যি আমার সাথে একই ছাতার নিচে হাটতে পছন্দ করত।
এক দিন মেঘলা আকাশ, থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। রাজকন্যা আমাকে ফোন করে বলে "চলো ঘুরতে যাই। "
আমি বললাম "এখন ঘুরতে যাবি? দেখছিসনা আকাশ মেঘলা?" ও বলে "এজন্যই তো ঘুরতে যাব। বৃষ্টি এলে তুমি আর আমি এক ছাতার নিচে ভেজা রাস্তায় হাটব। "
আমি বললাম "ঠিক আছে। তুই হলুদ জামা আর হলুদ স্যান্ডেল পরে আয়। হলুদ জামায় তোকে হলুদ পরির মত লাগে। "
রাজকন্যা তো মহা খুশি। আসলে মেয়েদের সৌন্দর্যের প্রশংসা করলে মেয়েরা অনে খুশি হয় ; বোকা তো!
আমার আসল উদ্দেশ্য ছিল হলুদ স্যান্ডেল। একবার হলুদ স্যান্ডেল পরে রাজকন্যা পিছলে পরে গেছিল প্রায়, আমি সময় মত হাতটা ধরেছিলাম। পিছলে যাওয়ার কারণ খুজতে গিয়ে সেদিন দেখেছিলাম তার হলুদ স্যান্ডেলের তলাটা খুব পিচ্ছিল।
রাজকন্যা কে নিয়ে ঘুরতে বের হলাম। কিছুক্ষণ পরে শুরু হলো বৃষ্টি। আমি আর রাজকন্যা একই ছাতার নিচে হাটছি। পিচ্ছিল স্যান্ডেল পায়ে ভিজা রাস্তায় হঠাৎ রাজকন্যে পরে গিয়ে কাদায় গরাগরি! আমিতো আর হাসি আটকে রাখতে পারলাম না। আমিযে কেন তাকে হলুদ স্যান্ডেল পরে আসতে বলেছিলাম তা সে বুঝতে পারেনি। বোকা তো!
রাজকন্যা সেদিনও রাগে একমুঠো চুল ছিড়েছিল ; আমার মাথার।
আরেকদিন ক্লাস করে বের হয়েছি, আকাশও মেঘলা, বর্ষাকাল, যেকোন সময় বৃষ্টি নামতে পারে। ভাবছি তারাতারি বাসায় ফিরব। হঠাৎ কোথাথেকে যেন রাজকন্যা এসে আমার ঘারে ভর করল, বলে চটপটি খাবে।
আমি জানতাম ও আজ ইচ্ছে করেই দেরি করবে। তারপর বৃষ্টি এলে আমার সাথে একই ছাতার নিচে হাটতে হাটতে বাসায় যাবে।
তাই হলো, চটপটি খাওয়া শেষ হতে নাহতেই আকাশ কালো হয়ে এলো।
রাজকন্যা বলে "আজ বৃষ্টিতে একই ছাতার নিচে দুজনে হাটব। "
আমি ব্যাগ থেকে দুটি ছাতা বের করে একটি ছাতা রাজকন্যার হাতে দিয়ে বললাম "আমি জানতাম তুই বৃষ্টির দিনে এমন করবি তাই এবার দুটি ছাতা কিনেছি। "
রাজকন্যা সেদিনও রাগে একমুঠো চুল ছিরেছিল ; আমার মাথার।
মাঝে মাঝে যখন মাথাটা খুব চুলকায় তখন রাজকন্যার কথা মনে পরে।
আর আজ বৃষ্টিতে ভিজে ভিজে যখন বাসায় ফিরছি তখনো রাজকন্যার কথা খুব মনে পরছে ; রাজকন্যার সাথে একই ছাতার নিচে হাটার জন্য না, রাজকন্যার পিছলে পরার দৃশ্যটা আরেকবার দেখার জন্য।
©somewhere in net ltd.