![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শত সহস্র শ্রেষ্ট সব স্বত্ত্বার ভীড়ে আমি কেউ ই না। ভালোবাসি ফুটবল। ফুটবল ফ্যান- এটাই সময়োপযোগী সেরা পরিচয় ধরা যেতে পারে।
ময়লার গাড়িটা সারাদিনের কাজ শেষে নিজের গন্তব্যে ফিরে যাচ্ছে। গাড়িতে বসে আছে একটা মেয়ে আর গাড়িটা চালাচ্ছে মেয়েটার স্বামী। দুইজন মিলে হাসতে হাসতে সারাদিনের ক্লান্তি ভুলে যাচ্ছে। এটাই ভালোবাসা -
গার্মেন্টস থেকে ফিরে যাচ্ছে ছেলেটা। বার বার আড়চোখে তাকাচ্ছে মেয়েদের জটলার দিকে। মেয়েটাও সুযোগ খুঁজতেছে ছেলেটার সাথে কথা বলার। এটাই ভালোবাসা
টিএসসির মোড়ে দাড়িয়ে আছে ছেলেটা। অপেক্ষায় মেয়েটির জন্য। মেয়েটির ছুটি হলেই দেখে নিবে একপলক। এটাই ভালোবাসা
ফুটপাথের চায়ের দোকানে দাড়িয়ে আছে মেয়েটি। ছেলেটি এক কাপ চা ভাগ করে এনে মেয়েটির হাতে একভাগ দিল। এটাই ভালোবাসা
ক্লাসের মধ্যে আজ আসেনি মেয়েটি। ছেলেটার আজ তাই ক্লাসে কোন মন বসতেছেনা। এটাই ভালোবাসা
ক্যান্ডেল লাইট ডিনারে মেয়েটিকে হঠাত করেই অবাক করে দিল ছেলেটি। তারপর তার হাত ধরে তাকিয়ে রইল বিস্ময়ে। এটাই ভালোবাসা
৯.৩০ টায় বারান্দায় দাঁড়ানোটা অভ্যাস হয়ে গেছে মেয়েটির। কারন ঠিক এই সময়ের আশেপাশেই ছেলেটি কলেজে যায়। একনজর দেখা হয়ে যাবে এখনই। এটাই ভালোবাসা
ওয়েস্টিনের বল রুমে ছেলেটি মেয়েটিকে হীরার আংটি গিফট দিয়ে নিজের অনুভুতিটা প্রকাশ করে দেয়। এটাই ভালোবাসা
দামি গাড়িতে চড়ে লং ড্রাইভে চলে যায় ছেলেটি। পাশে বসিয়ে রাখে মেয়েটিকে। বাজতে থাকে রোমান্টিক গানগুলা। এটাই ভালোবাসা
রাস্তায় বসে বাদাম খেতে খেতে মেয়েটির হাত ধরে বসে থাকে ছেলেটা। মাঝে মাঝে নিজ হাতে বাদাম তুলে দেয় মেয়েটির মুখে। এটাই ভালোবাসা
অনেক ভিড়ের মাঝে নিজের হাত দিয়ে মেয়েটিকে যতটা সম্ভব আড়াল করে রাখে ছেলেটি। চারপাশে নজর রাখে কেও যেন মেয়েটিকে বিরক্ত না করতে পারে। এটাই ভালোবাসা
কারো ভালোবাসা ময়লার গাড়ীতে আবার কারো ভালোবাসা মার্সিডিজ বেঞ্জে। কারো ভালোবাসা ফুটপাথে আবার কারো ভালোবাসা পাচ তারকা হোটেলে। কারো ভালোবাসা কলেজের ক্লাসরুমে আবার কারো ভালোবাসা রাস্তার পাশের বারান্দায়। কারো ভালোবাসা হীরার আংটিতে আবার কারো ভালোবাসা কাগজের চিরকুটে। দিনশেষে সবকিছুই ভালোবাসা। চোখের বিচারে ছোট বড় হতে পারে কিন্তু মনের দিক থেকে প্রতিটা ভালোবাসাই বিশাল সবাই ভালোবাসতে পারেনা। কারন সেই যোগ্যতা সবার নাই
২| ২৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১২
কানিজ রিনা বলেছেন: ভালবাসা গুল যখন একের অধিক হয়
সেই ভালবাসা নর্দমায় ভেসে যায়।
বিশ্বাসী ভালবাসা অনেক রকম একজনের
সাথে হৃদ্যতা আন্তরিকতা মায়া মমতা স্নেহ
আদর বিশ্বস্থতা সব রকম ভালবাসা দিয়েই
একটি প্রেম হয়। আজকাল সস্তা ভালবাসা
বিশ্বাস থাকেনা একটা ছেরে একটা শেষে
এসে দেখা যায় দৈহিক চাহিদা ছারা সেখানে
কোনও ভালবাসা ছিলনা। আর তাই পাপের
কলংক ঢেকতে রাস্তা ঘাটে নিঃপাপ শিশু
পড়ে থাকে। ধন্যবাদ,
৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৫
ধ্রুবক আলো বলেছেন: ভালোবাসা হলো মনে, ভালোবাসতে মন লাগে
০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৫৫
আহমদ আতিকুজ্জামান বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩৩
ব্লগ সার্চম্যান বলেছেন: কিন্তু মনের দিক থেকে প্রতিটা ভালোবাসাই বিশাল
খাটি কথা।