নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুসলিম

আহমেদ ফিরোজ.

“সত্য সমাগত মিথ্যা অপসৃত”

আহমেদ ফিরোজ. › বিস্তারিত পোস্টঃ

২৮ অক্টোবরের পৈশাচিকতাও কি খালেদার সন্ত্রাসী কান্ডের প্রভাব?

১৪ ই জুলাই, ২০১৫ রাত ১:১১


এরা মানুষ না অমানুষ।।
এরা সব যায়গায় রাজনৈতিক ফায়দা লুটার ধান্ধায় থাকে। সেটা যত অরাজনৈতিক আর অমানবিকই হোকনা কেনো!!
অনেকদিন আগে তথ্যমন্ত্রী ইনুকে দেখলাম, জলবায়ু পরিবর্তনের জন্য জামায়াতকে দায়ী করতে!!
আজকে দেখলাম, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ সিলেটের নৃশংস রাজন হত্যার জন্য খালেদাকে দায়ী করতে!!

এসব কথা শুনলে এদেরকে স্বাভাবিক কোনো মানুষ বলে মনে হয়না। বোতল আশরাফের বোতল খেতাব এরাই বেশি পাওয়ার যোগ্য।

তিনি বলেছেন, খালেদার সন্ত্রাসী কাণ্ডেই প্রভাব পড়েছে সমাজে। খালেদার সন্ত্রাসে উজ্জীবিত হয়েই সিলেটের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’


জনাব হাসান মাহমুদ সাহেবের কাছে প্রশ্ন, এটা যদি খালেদার সন্ত্রাসী কর্মকান্ডের প্রভাব হয়, তবে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি বৈঠার পৈশাচিক হত্যাকান্ড কার সন্ত্রাসী কর্মকান্ডের প্রভাব?? একটু বলবেন কি??


রাজন হত্যাকে যদি বায়বীয় প্রভাবও ধরে নেই, লগি বৈঠার নৃশংসতা তো সরাসরি নির্দেশ!! একটা লাশের পরিবর্তে দশটা লাশ!! লগি বৈঠা নিয়ে রাজপথে আসার আহ্বান জানিয়েছেন কোন নেত্রী??


রাজন হত্যা যতটানা নৃশংস, হাবীব-জসিম-শিপন-মুজাহিদদের সাপের মত পিটিয়ে হত্যা তার চেয়েও নৃশংস ছিলো। মৃত লাশের ওপর হায়েনার মত উল্লাশ!! টিভিতে লাইভ দেখেছে সারাবিশ্ব। নৃশংসতার লিমিটলেসে মানুষ হয়েছে বাকরুদ্ধ!!


এই হত্যাকান্ডের বিচারে নিশ্চেই প্রভাব তত্তের প্রয়োগ করা লাগবে না। যুদ্ধাপরাধের বিচারের মত বাহিনীর কর্মকান্ড কল্পিত বাহিনী প্রধানের উপর বার্তায় তত্তেরও প্রয়োজন পড়বেনা। সরাসরি নির্দেশের দায়েই আপনার নেত্রীর বিচার হবে।


পুলিশ বিজিবি র‌্যাব দিয়ে শত শত বিরোধী নেতাকর্মীদের নৃশংস হত্যা, গুম, নির্যাতন কার সন্ত্রাসের প্রভাব?? নাকি আপনার নেত্রীর নির্দেশ??



ছাত্রলীগ কর্তৃক নৃশংসভাবে বিশ্বজিৎ হত্যাকান্ড কার সন্ত্রাসের প্রভাব??


শত শত রাজনদের পরিবার আজ চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারেনা চিৎকার!!!

এই পরিবারগুলোর লাইন যত দীর্ঘ হচ্ছে, আপনাদের পরিণতি ততই ত্বরাণ্বিত হচ্ছে।। এই করুন পরিনতি হবে প্রভাবে নয়, সরাসরি নির্দেশের দায়ে!!

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৭

মুদ্‌দাকির বলেছেন: এই খানে পলিটিক্স না আনলেও পারতেন!!! :(

১৪ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪৯

আহমেদ ফিরোজ. বলেছেন: নোংরা রাজৈনতিক মন্তব্যের জবাবমাত্র এটা ভাই। আমিতো রাজন হত্যা নিয়ে রাজনীতি করিনি।

২| ১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:০০

এসব চলবে না..... বলেছেন: আপনে যেহেতু এইখানে ও রাজনীতি টাইনা নিয়া আসছেন সুতরাং আপনে একটা ৩য় শ্রেনীর আবাল।
রাজনীতির আপনে বুঝেন বাল। দৌড়ের উপ্রে থাকেন।

১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ২:২৬

আহমেদ ফিরোজ. বলেছেন: সমস্যা সেটাই, রাজন হত্যায় খালেদাকে দায়ী করে বন বাদাড়ের হাসান মাসুদরা বক্তৃতা দিলে রাজনীতি হয়না, সেটার বিরোধীতা করে লিখলেই রাজনীতি হয়, আবাল হলে যা হয় আরকি। আবালে আবালে মাসতুতো ভাই।

৩| ১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৯

কানাই স্যার বলেছেন: আহমেদ ফিরোজ. রাজন হত্যা নিয়ে রাজনীতি কইরাও কন করিনি। হালায় আপনি একটা জামাতের পাকা বাল।

১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৪

আহমেদ ফিরোজ. বলেছেন: রাজনীতি করছে আপনাদের আBAL সম্প্রদায়ের নেতা হাসান মাসুদ। সেইটা টিনের চশমায় ধরা পড়েনা, পড়ে কেবল সেটার প্রতিবাদেরটা???? কানা হলে যা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.