![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a man with too many dreams; I know all of them could not come to the light but my process are continuous.
বাংলাদেশের হিন্দুদের কি মাথায় দোষ ধরল ? তাও সাধারণ হিন্দু হলে একটা কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে অপকর্মগুলার সাথে অধিকাংশ ক্ষেত্রে "হিন্দু শিক্ষকদের" সংযোগ ! নাকি এটা সূদুরপ্রসারী কোন চক্রান্তের ধারাবাহিক মঞ্চায়ণ ? এজাতীয় কর্মকান্ড ত এদেশে এর আগে কখনই দেখা যায়নি । হঠাত্ করে বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলেই কেন এরা এমন আচরণ করছে ? এরা কি বুঝেনা যে বাংলাদেশই তাদের দেশ এবং যুগ যুগ ধরে তারা এ ভূখন্ডের সংখ্যাগরিষ্ট মুসলিম জনগোষ্ঠীর প্রতিবেশী ! নাকি বর্তমান আওয়ামী আমলে এরা ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছে এবং আওয়ামী সরকারকে হিন্দুদের সরকার ভাবছে ? কোনটা ? হিন্দুরা কি মনে করছে আওয়ামী সরকারই এদেশে চিরস্থায়ী সরকার যার কোন পতন হবেনা এবং এর পরে আর কোন সরকার আসবে না ? নাকি তারা এ দ্বিবা স্বপ্ন দেখছে যে বাংলাদেশ এখন ভারতের একটা অংশ হয়ে গেছে অথবা শীঘ্রই হতে যাচ্ছে ? নাকি তরবারির নীচে থেকে তরবারির ধার পরীক্ষা করছে ? কিন্তু এটা যে এদেশের উভয় সম্প্রদায়ের জন্য কতটা বিপজ্জনক তারা কি একবারও ভেবে দেখেছে ? বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর পরই এক হিন্দু মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের সংশোধন চেয়ে বাংলাদেশের হাইকোর্টে রিট করার মত দূঃসাহস দেখায় । যা ছিল এ দেশের মুসলিম জনগোষ্ঠীর প্রতি এক চরম উস্কানী । কিন্তু এ দেশের মানুষজন অসাম্প্রাদায়িক বলে এবং আদালত রিটটি খারিজ করে দেয়ায় সে যাত্রায় রক্ষা । এর পর কি হল ? দেখা গেল সারা দেশে এখন এ প্রান্তে ত তখন ওপ্রান্তে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হিন্দু শিক্ষকরা আল্লাহ, ইসলাম, রাসূল, রাসূলের স্ত্রী বর্গ, সাহাবায়ে কেরাম, আল কোরআন এবং বিভিন্ন ইসলামী রীতি নীতি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও অশোভন কথাবার্তা বলছেন । তাও আবার প্রকাশ্য দিবালোকে জনসমাগম স্থলে ! এর ধারাবাহিকতা যেন শেষ হবার নয় ! আজকের পত্রিকায় পড়লাম এক হিন্দু শিক্ষক বলেছেন "আল্লাহ ডিম পাড়ে নামায পড়ার দরকার নাই" (নাউজুবিল্লাহ) । সূদুর প্রসারী কোন লক্ষ্য ব্যতীত একজন শিক্ষক এ জাতীয় কথাবার্তা কিভাবে বলতে পারেন ? অন্যদিকে সরকার বাহাদুর কি করছেন মনে হচ্ছে বসে বসে আঙ্গুল চুষছেন এবং ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রীয়তা প্রদর্শন করছেন । ফলে যা হবার তাই হচ্ছে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসের অবমাণনা ও তুচ্ছ তাচ্ছিল্যের গতি ফোর জির স্পীড লাভ করেছে । একদিকে মুসলিম নামধারি নাস্তিকরা অপরদিকে সাম্প্রদায়িক মৌলবাদী হিন্দুরা একের পর এক অবলীলায় ইসলাম ধর্মের অবমাণনা করছে । আর সরকার ধর্ম অবমাণনাকারীদের বিচার ও শাস্তির মুখোমুখি না করে বরং এসব অপকর্মের বিরুদ্ধে যারা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছে তাদেরকে গুলি করে হত্যা করছে অপরদিকে ধর্ম অবমাণনাকারীদের রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদান করছে । পরিস্থিতি এমন যে আজ আমরা যেণ স্বদেশে, নিজ গৃহে পরবাসী ! এটা কিসের লক্ষ্যণ ? এজাতীয় কর্মকান্ডের পরিণতি কিন্তু কখনই ভাল হয়নি আর আগামীতেও হবে না । কারো অধিকার নেই অন্যের ধর্ম বিশ্বাসকে নিয়ে কটাক্ষ্য করার, চাই সে হিন্দু হোক বা মুসলিম অথবা অন্য যেকোন ধর্মবিশ্বাসী ? তাই এসমস্থ অপকর্ম অচিরেই বন্ধ হওয়া উচিত ।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮
আহমেদ রিজভী বলেছেন: কোনটা পড়ব একটু বলে গেলে ভাল হত !
২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯
কানা ফকীর বলেছেন: ""বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর পরই এক হিন্দু মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের সংশোধন চেয়ে বাংলাদেশের হাইকোর্টে রিট করার মত দূঃসাহস দেখায়""-----সত্যি নাকি? কবে হলো?
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭
আহমেদ রিজভী বলেছেন: ভাইছাব বুজি এই মাত্র মর্ত্যে নাযিল হইলেন ?
৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৭
প্রচুর বলেছেন: মতিগতি মোটেও ভাল নয়।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১
আহমেদ রিজভী বলেছেন: কি মনে হয় ?
৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
তথই বলেছেন: মুসলিম সংখ্যালঘুদের এই দেশে এমন হতেই পারে ..... এখন আর অবাক হই না .... কারন প্রতিবাদ করলেই আপনে রাজাকার/ জামাত-সিবির হয়ে যাবেন
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৫
আহমেদ রিজভী বলেছেন: তাই বলে কি প্রতিবাদ বন্ধ করে দিতে হবে ? কখনই না । এরা মূলত চায়ই যে আমরা নিবীর্য আর নিষ্প্রাণ হয়ে পড়ি । কিন্তু তা কি কখন সম্ভব ? এ যে আমাদের অস্থিত্বের প্রশ্ন ।
৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৬
বজ্জাদ সাজ্জাদ বলেছেন: বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর পরই এক হিন্দু মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের সংশোধন চেয়ে বাংলাদেশের হাইকোর্টে রিট করার মত দূঃসাহস দেখায়
---লিঙ্ক দেন পিলিজ
আর আজকের পেপার এর কাহিনিটাড় ও লীণক ডেণ
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:১২
আহমেদ রিজভী বলেছেন: লেখক বলেছেন: ভাইছাব বুজি এই মাত্র মর্ত্যে নাযিল হইলেন ?
তারপর এইলও Click This Link
৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৩১
অকিঞ্চনের বলেছেন: ইয়ার্কি হচ্ছে, না? এই সব ভুয়া সংবাদ পরিবেশেন করে আপনি আপনার পরিচয় দিলেন।
আপনার লিঙ্কে কোন খবর নেই।
মনে রাখবেন ল্যঞ্জা ইজ এ টাফ থিং টু হাইড
৭| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬
নিয়েল ( হিমু ) বলেছেন: কিরে ১০মাসের জামাতি কি ?
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৫
বাগসবানি বলেছেন: পত্রিকার নাম উল্লেখ না করলেও চোখ বন্ধ করে বলতে পারি ঔটা নয়া দিগন্তের । যাই হোক, এইসব পত্রিকা পড়া বন্ধ করেন - ভাল থাকবেন, সুস্থ থাকবেন ।