নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি উন্মাদ। আর জানেনই তো উন্মাদ কি করে ....

আহনাফ আহমেদ আবির

আমার সম্পর্কে আমি নিজে যেদিন জানব সেদিন আপনাদের বলব

আহনাফ আহমেদ আবির › বিস্তারিত পোস্টঃ

কিছু অনুকাব্য(হয়তো নয়)

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪০

১। মেঘ কে বলে দেবো

সূর্যকে আড়াল করতে

বাতাসকে বলব

তোমার দেহ শীতলতয়া জুড়াতে

আর তোমায় বলছি

আমার পাশে থাকতে।।।

২। কল্পনায় তুমি আমি এক সাথে

বাস্তবতায় অনেক দুরে

হাজার রঙের স্বপ্নমাখা

তুমি আমার অসীম সখা।।।



৩। সম্ভাব্যতার সুত্রকে নতুন করে লিখব আমি

সাজাবো সব নতুন করে

জানিনা কি হবে এই জীবনে??

জানে শুধু ওই অন্তর্যামী।।।



৪। বাস্তবে যা পাওয়া যায় না

কল্পনায় তা পাবে তুমি

হারাবে না কোন কিছুই

চাইতে পারো অনেক কিছুই



৫। বিছানায় শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে

চোখ জুড়ে অসীম শুন্যতা

সেই শুন্যতায় এক বিন্দু আলো মিটিমিটি জ্বলে

এই মন শুধু তোমারই কথা বলে।।।



৬। এখন আর জানালার ফাক গলে

রাতের ওই তারাময় আকাশটা দেখা হয় না

হয়না ভরা পূর্ণিমায় চাঁদের কলঙ্ক খোজা

জোনাকির আলোতেও আর

আমার ঘরটি ভরে ওঠে না

এখন আমি শুধু তোমায় নিয়ে মেতে রই।।।



৭। হয়ত চরন গুলো এমনি লেখা

তবে তোমার ওই মুখটি হৃদয়ে আকা

চেয়ে আছি সেই মুখের পানে

আমার এই মন শুধু তোমাকেই টানে।।।



৮। হব এখন পথিক আমি

তৈরী কর পথ

মাখবো কাদা দুই পায়েতে

বদলাবে না মোর মত।।।



৯। নিদ্রাহীন রজনী আমার

কাটিছে নিরবে

ঘুমিয়ে তুমি বন্ধ দু চোখ

কাথা বালিশ মুড়িয়ে।।।



১০। কিছুই তুমি পাবে না আমার

চাওনা যতই মন দেহ

দুচোখ জুড়ে ঘুম এসেছে

নেই তাতে কোন সন্দেহ।।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩০

তরিকুল ইসলা১২৩ বলেছেন: ভালো লাগছে

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

আহনাফ আহমেদ আবির বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:০৬

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.