![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাষ্ট্রীয় আমন্ত্রণে চীন গেছেন মুজিব। ইন্টারপ্রেটারকে বললেন- ধূর, এরা তো বেছে বেছে পজেটিভ বিষয়গুলো দেখাচ্ছে। তারচে আমায় এই কলোনীর যে কোনো একটা বাড়িতে নিয়ে চলো। চীনে ঘরের ভেতরের অবস্থা আমি দেখতে চাই।
মুজিব যে বাড়িতে গেলেন সেই বাড়ির মালিক মাত্র এক মাস আগে বিয়ে করেছেন। সুন্দরী নতুন বউ তাদের অভ্যার্থনা জানালেন।মহিলার স্বামী বাসায় নেই, কাজে গেছেন।
সবাই চা খেলেন। চীনের চা আর চীনের চিনি। ততক্ষণেও মুজিব জানতেন না মহিলার মাত্র এক মাস আগে বিয়ে হয়েছে। শুনেই চিন্তায় পরলেন বঙ্গবন্ধু।
সাথে থাকা ইলিয়াসকে বললেন, নতুন বউ দেখলাম, কিন্তু কোনো উপহার না দিলে কেমন দেখায়!! বলতে বলতে নিজের আঙ্গুলে থাকা স্বর্ণের আংটি খুলে ইন্টারপ্রেটারকে দিয়ে বললেন- ভদ্র মহিলাকে দিয়ে বলো, এটা বাংলাদেশের পক্ষ থেকে তার উপহার।
ভদ্রমহিলা নেবেনই না। বঙ্গবন্ধু তাকে বোঝালেন, এটা বাংলাদেশের রেওয়াজ। নতুন বউ দেখলে কিছু না কিছু উপহার দিতে হয়।
উপহারটি ছোট হলেও ত্যাগটি বিশাল ছিলো। আমি শতভাগ নিশ্চিত এমন ত্যাগী নেতা এ যুগে নেই। তার মৃত্যুবার্ষিকী পালনের নামে চান্দা তোলার ধান্দাবাজরাই এখন রাজনৈতিক নেতা।
গাজীপুর থেকে আসার সময় দেখলাম তুরাগ নদীর মাঝখানে বিশাল নৌকায় যুবলীগের ব্যানারে উচ্চ স্বরে গান বাজছে, আর চাম্পু ড্যান্সে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করছে দলটি।
যুবলীগ অবশ্যই মুজিবের নাম ভাঙ্গিয়ে এই নাচের টাকা জোগার করেছে এদেশেরই কোনো নাগরীকের পকেট থেকে । এতসব দেখে মনে হয়, নাম ভাঙ্গানো বঙ্গবন্ধুব্যবসায়ীরা দেশজুড়ে দোকান খুলে বসেছে।
এদের কাছ থেকে সাবধান!! মাননীয় প্রধানমন্ত্রী এদের কাছ থেকে আপনারও সাবধান থাকা জরুরী। সত্যি জরুরী।
২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: এরাই বঙ্গবন্ধুকে নিঃশেষ করে দিয়েছে । এদের কারণেই বঙ্গবন্ধু সম্পর্কে তীর্যক মন্তব্য শোনা যায়!
৩| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৪
সাদী ফেরদৌস বলেছেন: বর্তমান আওয়ামীলীগ কখনোই বঙ্গবন্ধুর আদর্শের দল না । যেমন আই এস কে ইসলামি আদর্শের দল বলা যাবে না ।
৪| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৭
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো লিখছেন। এইখানে সেইখানে শেখ মুজিবের বিশাল পোস্টার দেখবেন আজকে, নীচে দেখবেন লেখা এই শোকাবহ দিনে অমুক ভাই তমুক ভাই কিংবা অন্য কারো বুক ফেটে যাচ্ছে, কিন্তু পোস্টারে সেই ভাইয়ের ছইটা হাসি হাসি। মনে হয় যে ব্যাঙ্গ করতেছে।
৫| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৬
হেলাল উদ্দিন,ঢাকা বলেছেন: ঠিক বলেছেন।
৬| ১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৯
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভদ্রমহিলা নেবেনই না। বঙ্গবন্ধু তাকে বোঝালেন, এটা বাংলাদেশের রেওয়াজ। নতুন বউ দেখলে কিছু না কিছু উপহার দিতে হয়।
এই ছিলেন আমাদের বঙ্গবন্ধু
আর আজকে তার তথাকথিত অনুসারিরা..........এমনকি পরিবার পরিজনরাও...............
৭| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন নতুন বউএর হাত থেকে আংটি ছিনিয়ে নেয়াই তেনাদের রেওয়াজ ।
৮| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৮
হাসান মাহবুব বলেছেন: জুতানো উচিত এইগুালারে।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩০
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবের পার্টিতে এখন ডাকাতেরা স্হান করে নিয়েছে।