নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজব অহন

আজব অহন › বিস্তারিত পোস্টঃ

হাতটি বাড়াও প্লিজ, আমি আঙ্গুল ধরে বাঁচতে চাই

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১১

রংপুর বিভাগের গাইবান্ধার গোঘাট, কামারজানি, গিদারী, মালিবাড়ী ও কাপাসিয়া ইউনিয়ন হুমকির মুখে। অনবরত ভাঙ্গছে নদী, ভাঙ্গছে হাজার স্বপ্ন।
ওই এলাকার শত শত গ্রাম, হাজার হাজার বিঘা জমি, স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারী বেসরকারী অনেক প্রতিষ্ঠান নদী গর্ভে চলে গেছে। নদী আর আধা কিলোমিটার এগুলেই ওয়াপদা ভেরী বাঁধ থাকবে না। আর এই ভেরী বাঁধ না থাকার মানে যে কি তা আর বলার অপেক্ষা রাখে না। হাজার হাজার হেক্টর জমিতে ফলানো যাবে না ফসল ।

দ্রুত ভাঙ্গন রোধ করা না গেলে পথে বসবে শত শত পরিবার। থাকবেনা ঐতিহ্যবাহী কামারজানী বন্দর, স্কুল, ডাকঘর, ভূমি অফিস, হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকসহ অনেক স্থাপনা।

আপনাকেই বলছি। আপনার অবস্থান থেকে আপনার বিন্দুমাত্র সহযোগিতাও যদি সরকারের দৃষ্টি আকর্ষণ করে এই ভাঙ্গন রোধ করে, তবে একটু এগিয়ে আসুন। রংপুর বিভাগের একটা অংশ পঙ্গু হতে যাচ্ছে তা থেকে বিভাগকে রক্ষা করুন। গাইবান্ধার নদীভাঙ্গন রোধে আপনার সহযোগীতা দাবি করছি। আপনার বাড়িয়ে দেয়া সহযোগিতার হাত আকড়ে ধরেই বেঁচে থাকতে চায় শত পরিবারের হাজার স্বপ্ন।







ছবি: মাহবুবুর রহমান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.