![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলিশ প্রধানের সখ হলো তার ছবি সম্বলিত ডাকটিকেট বের করবেন। ডাক মন্ত্রীকে কইলেন, আপা আমার ছবি দিয়ে ডাক টিকেট বের করার ব্যবস্থা করুন। তাই করা হলো।
কিছুদিন পর ডাক মন্ত্রীর সাথে পুলিশ প্রধানের দেখা। পুলিশ প্রধান জিজ্ঞ্যেস করলেন, টিকিট কেমন বিক্রি হচ্ছে।
-বিক্রি তো বেশ হচ্ছে, কিন্তু টিকিট নাকি কেউ লাগাতে পারছে না।
- বলেন কি আপা, কোনো সমস্যা?
- হ্যা, সমস্যা তো আছেই। ডাক টিকেটের পেছনে থুথু দিয়ে লাগানোর নিয়ম। কিন্তু ক্রেতারা উল্টোদিকে থুথু না দিয়ে আপনার ছবি যেদিকে সেদিকে থুথু দিয়ে লাগানোর চেষ্টা করছে।
এই শুনে পুলিশ প্রধান বললেন, ব্যাপার না, এবার অপর পাশে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি দিয়ে দেন, সমাস্যার সমাধান হয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৫
অতীত কাল বলেছেন: হা হা হা হা হা হা হা হা ....