নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন স্বপ্নচারী

আহসান ০০১

সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে

আহসান ০০১ › বিস্তারিত পোস্টঃ

শাবাশ বাংলাদেশ , আরেকটি গর্বের খবর ,যাত্রীর ফেলে যাওয়া দুই লাখ নগদ দিরহাম এবং ১০ লাখ দিরহাম (সব মিলিয়ে প্রায় দুই কোটি ৫২ লাখ টাকা) মূল্যমানের অলঙ্কার ফেরত দিয়ে অনন্য নজির গড়েছেন দুবাইয়ে ট্যাক্সি ক্যাব চালক বাংলাদেশি আব্দুল হালিম

১৫ ই জুন, ২০১৩ ভোর ৫:৩৮



বাংলাদেশিদের দুর্নাম আছে চোর দুর্নীতিবাজ হিসেবে, যদিও সব দেশেই এমন আছে কিন্তু আমাদ্র নিয়ে দুর্নাম বেশি । তারপর ও মাঝে মাঝে আমরা সততার এমন কিছু ঘটনার কথা জানতে পারি ( কয়েক মাস আগেও খুব সম্ভবত নিউ ইয়র্ক এক ট্যাক্সি ক্যাব চালক লাখ ডলার এঁর হিরা/ টাকা ফেরত দ্বয়ীয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন) যেটা আমাদের গর্বিত করে, আমাদের জাতিকে সবার সামনে মাথা উঁচু করে তুলে ধরে । এবার তেমন ই একটা খবর ।



যাত্রীর ফেলে যাওয়া দুই লাখ নগদ দিরহাম এবং ১০ লাখ দিরহাম (সব মিলিয়ে প্রায় দুই কোটি ৫২ লাখ টাকা) মূল্যমানের অলঙ্কার ফেরত দিয়ে অনন্য নজির গড়েছেন দুবাইয়ে ট্যাক্সি ক্যাব চালক বাংলাদেশি আব্দুল হালিম (৩১) ।



যাত্রীর ফেলে যাওয়া নগদ অর্থ ও মূল্যবান অলঙ্কার ফেরত দিয়ে অনন্য নজির গড়েছেন দুবাইয়ে ট্যাক্সি ক্যাব চালক বাংলাদেশি আব্দুল হালিম (৩১)। এজন্য স্থানীয় কর্তৃপক্ষ তাকে ‘দুবাই এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দিয়েছে।



আব্দুল হালিম জানান, এক যাত্রী তার ট্যাক্সিতে দুই লাখ নগদ দিরহাম এবং ১০ লাখ দিরহাম (সব মিলিয়ে প্রায় দুই কোটি ৫২ লাখ টাকা) মূল্যমানের অলঙ্কার ফেলে যান। তিনি বলেন, “আমার মনে হয়েছিল, এগুলো কারো কষ্টার্জিত অর্থ ও অলঙ্কার। এতে আমার কোনো অধিকার নেই।”



জুমিরা লেক টাওয়ারস (জেএলটি) এলাকার আল মাস টাওয়ার থেকে দুইজন যাত্রী ওঠেন তার ট্যাক্সিতে। এদের মধ্যে একজন মিশরের ব্যবসায়ী, তিনিই ট্যাক্সি ক্যাবে ব্যাগ দুটি ফেলে যান।



হালিম বলেন, “বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে আমি আমার ডিউটি শেষ করে ক্যাবটি পরিষ্কার শুরু করি। এ সময় আমি ট্যাক্সির ভেতর ব্যাগ দুটি দেখতে পেয়ে কৌতুহলবশত ব্যাগ দুটি খুলি এবং এগুলো দেখতে পাই।”



হালিম গত দুই বছর ধরে দুবাই রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের (আরটিএ) হয়ে কাজ করছেন। মূল্যবান এই জিনিসগুলো পাওয়ার পর হালিম দ্রুত নাইফ পুলিশ স্টেশনে চলে যান এবং সেখানে হস্তান্তর করেন।



হালিম বলেন, “দুবাইয়ে ট্যাক্সির নিয়ম হলো যদি আপনি গাড়িতে মূল্যবান কিছু পান তবে তা আপনার পার্শ্ববর্তী পুলিশ স্টেশনে হস্তান্তর করার।”



জিনিসগুলো হারানোর পর ওই যাত্রী দ্রুত পুলিশ স্টেশনে যান এবং তার হারানো জিনিসগুলোর বিষয়ে পুলিশকে অবহিত করেন। হারানো অর্থ ও অলঙ্কার ফিরে পেয়ে যাত্রী খুশি হন। এতে হালিমের মন আনন্দে ভরে যায়।



হালিমের এই সততার কৃতিত্ব হিসেবে তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং দুবাই ট্যাক্সি কর্তৃপক্ষের পক্ষ থেকে আর্থিক সহায়তাও পেয়েছেন। এছাড়া দুবাই রোড ট্রান্সপোর্ট কর্তৃপক্ষর (আরটিএ) চেয়ারম্যান মাত্তার আল তায়েরও তাকে অর্থ সহায়তা দেন।




দুবাইয়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও তাকে পুরস্কৃত করেছেন। কৃতিত্ব স্বরূপ হালিমকে ‘দুবাই এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।



দুই সন্তানের বাবা হালিম ট্যাক্সি ড্রাইভারদের জন্য একটি বার্তা দিয়েছেন, “সৎ হোন, তাহলে সব ভালো আপনার সঙ্গে থাকবে। আমাকে দেখুন, ব্যাগগুলো ফিরিয়ে দিয়েছি, তাই আমি পুরস্কৃত হয়েছি।”



দুবাই ট্যাক্সি করপোরেশনের ভারপ্রাপ্ত পরিচালক মারওয়ান ওসমান আব্দুল কাদের বলেন, “আমরা তার জন্য গর্বিত।”



সবশেষে বলতে চাই আমরা যা করব তা দিয়েই আমাদের দেশের পরিচিতি হবে । যদি ভাল সততার সাথে থাকতে পারি তাহলে দেশের সুনাম ত হবেই সাথে এত দুর্নীতি থাকবেনা বেক্তিগত পর্যায়ে যেটাও দেশকে অনেক এগিয়ে নিয়ে যাবে ।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ ভোর ৬:৫৭

ভিটামিন সি বলেছেন: দুবাইয়ের মানুষ গরীব না বেক্কল বুঝি না। গরীব বলছি এই কারণে যে তারা ট্যাক্সি চড়ে বেড়ায়; নিজে গাড়ি কিনে চলার টাকা নেই। আর বেক্কল বলছি যে কারণ তারা তাদের মুল্যবান জিনিস খালি বাঙ্গালীদের ট্যাক্সিতেই ফেলে যায়।
মনে হয় তারা বাঙ্গালীদের পরীক্ষা করে।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২৩

আহসান ০০১ বলেছেন: আপনি ঠিক বুঝেন নাই । যার টাকা হারাইসে সে দুবাই এঁর না মিশরীয় এক বেবসায়ি , সে বেবসার কাযে দুবাই আসছে তাই তার কাসে নিজের গাড়ি নয়া থাকাই স্বাভাবিক । আর সবাই ত আর বেক্কল না যে কোটি কোটি টাকার জিনিস দ্বয়ীয়ে পরীক্ষা করতে যাবে সে কেমন লোক , পরে যদি বাংলাদেশি ট্যাক্সি চালক অস্বীকার করত কোন প্রমাণ ছিলনা যে দাবি করতে পারত । আপনি এই কমেন্ট করে দেশের মানুষের সততাকে ছোট করেছেন

২| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৬

শ্রাবণধারা বলেছেন: ইয়াহু নিউজে খবরটা পরেছিলাম। হালিম ভাইকে প্রধানমন্ত্রী পদে ভোটে দাঁড়াতে বলেন, তাকে ভোট দিয়ে মরতে চাই। এই চোরচোট্টা শয়তান বদমাশ গুলার থেকে দেশ জাতিকে মুক্ত করতে হালিম ভাইদের মত লোকদের খুব দরকার....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.