![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ একজন যে অসাধারণ সাধারণ হতে চায় ।প্রাচীন ইতিহাস , আন্তর্জাতিক রাজনীতি , সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি , বিশ্ব সাহিত্য আগ্রহের বিষয় । ভাল লাগে চারপাশের প্রকৃতি দেখতে এবং চারপাশের মানুষ পর্যবেক্ষণ করতে
আজ হতে ১৫৬ বছর আগে এই দিনে দখলদার ব্রিটিশ সেনারা ভারতবর্ষের জনপ্রিয় স্বাধীনতা আন্দোলন দমন করার লক্ষে পুনরায় দিল্লি দখল করে এবং ঠাণ্ডা মাথায় বহু ভারতীয় নাগরিককে হত্যা করে।
বাংলাদেশসহ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে পরাজিত বিদ্রোহী সেনাদের গ্রেফতার ও হত্যা করে ব্রিটিশরা। তারা ঢাকার বর্তমান বাহদুর শাহ পার্কের কাছে ফাঁসি দিয়ে হত্যা করেছিল বহু স্বাধীনতাকামী স্থানীয় সেনাকে।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনারা ভারতের শেষ মোগল সম্রাট বাহদুর শাহ জাফরকে ক্ষমতাচ্যুত করে। ব্রিটিশরা বাহদুর শাহকে বার্মা বা বর্তমান মিয়ানমারের রাজধানী রেঙ্গুনে (ইয়াঙ্গুন) নির্বাসন দেয়।
নির্বাসন দেয়ার আগে তারা নৃশংসভাবে হত্যা করে বাহদুর শাহর পুত্র ও নাতিদেরকে। এরপর তারা চরম বর্বরতা দেখিয়ে বাহদুর শাহের কয়েকজন পুত্র ও নাতিদের ছিন্ন মাথাগুলো একটি ট্রেতে সাজিয়ে সেগুলোকে নওরোজ বা নববর্ষ উতসবের উপলক্ষে বাদশাহর কাছে উপহার হিসেবে পাঠিয়ে তাকে উপহাস করে!
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯
বিজন শররমা বলেছেন: এ ধরনের উপহার সম্রাট শাহজাহান পেয়েছিলেন তার প্রিয় পুত্রের কাছ থেকে । আর শিখেরা তাদের গুরু, গুরুগোবিন্দের মাথা আর ফেরতই পায়নি ।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৩
খেয়া ঘাট বলেছেন: কতবড় বর্বরতা, কত বড় নৃশংসতা।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৬
ইয়ার শরীফ বলেছেন: আর এখন এই ব্রতিশ রাই মানবতার মহান কাণ্ডারি
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৮
ঢাকাবাসী বলেছেন: এসবই অতীত ইতিহাস। এগুলো পড়া আর জানা ভাল এটা নিয়ে আবেগের কিছু নেই।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৩
আহসান ০০১ বলেছেন: ইংরেজ রা কিন্তু অনেক আগে থেকে এমন বরবর এখন এমন বর্বর , আবেগ থাকবেই, আবেগ না থাক্লে আর অতিত থেকে শিক্ষা না নিলে কেমন মানুষ আমরা
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৭
ভোরের সূর্য বলেছেন: ভাই।ছোট্ট একটা কারেকশন। এখন মিয়ানমারের রাজধানীর নাম নেপিডো( Naypyidaw)২০০৫ সালের ৬ই নভেম্বর থেকে থেকে চালু হয়।