নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নরকের রাজপুত্তর

অলস, স্বার্থপর, উদ্ধত, নিঃষ্কর্মা, কুৎসিত, রোগা ছেলে আমি একজন । ইন্টারমেডিয়েট ফেল মেরে পড়াশোনার পাঠ চুকেছে । কাজ হলো ঢাকা শহরের পথে পথে ফাও ফাও হাঁটা আর বিড়বিড় করে বলা `মনে হয় এরচেয়ে অন্ধকারে ডুবে যাওয়া, এই খানে ... ` ঘরে থাকলে ডোরেমন দেখি আর ঘুমাই কি লিখি নিজেও জানি না, যার মন চায় কপি পেস্ট মারেন, আমি কোন জায়গার হরিদাস পাল না যে কিছু মনে করব । পুনশ্চঃ আমি অতি নিরীহ একটা ছেলে । কেউ কামড় না দিলে আমিও কামড় দেই না

নরকের রাজপুত্তর › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত সব কান্ড কারখান

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩

ইংরেজি তে একটা ফ্রেইজ আছে, 'jumping to a branded wagon '

একটা জিনিস নাম ধামে যশ ছড়ানোর পরে নির্লজ্জ্বের মত ব‍্যাপক উৎসাহ উদ্দীপনায় তা নিয়ে মাতামাতি করা । এবং এর পূর্বে কালে এটা নিয়ে যে সব কটুবাক্য, উপহাস ও অবজ্ঞা করা হয়েছে তা সাদা মিথ‍্যায় অস্বীকার করাই হচ্ছে এই ফ্রেইজটির অর্থ ।

মানেটা অতি পরিস্কার । ভোগবাদী চেতনার অতি নিরীহ বৈশিষ্ট্য ।



আমাদের চারপাশেই অহরহ উদাহরণ । যারা প্রগতিশীল, মনে চেতনায় স্বত্তায় ; তারা ব‍্যাপারটার সাথে সম‍্যক পরিচিত। তারপরেও মাত্রাগত একটা ব‍্যাপার থাকে ।



বই মেলা আমার কাছে অতি পরিচিত ও অসম্ভব গুরুত্ববহ একটা আয়োজন। সারাবছর অপেক্ষায় থাকি এই মাসটার জন‍্য।



বই বই আর বই



এরচেয়ে আনন্দের আর কি হতে পারে !



আমরা যারা পোকা, তাদের আশা নিতান্তই অপড়ুয়ারাও বইয়ের বনের সৌরভ, বর্ণালি আর লালিতে‍্য আকৃষ্ট হয়ে দিনের শেষে আমাদের একজন হয়ে উঠবে । তাই তাই মেলা নিয়ে আমাদের এত আশা ভরসা।

কিন্তু কিসের কি !

ফুটু উত্তোলন , ফেচবুকে গিট্টু মারা আর সাজুগুজু করে অভিষার ( ডেটিং এর বিকল্পিত) এর মধে‍্যই প্রাণের মেলা সীমাবদ্ধ । এবং আমরা যথেষ্ট অভ‍্যস্ত ।



কিন্তু বিরক্ত লাগে আয়োজক গো ভীমরতি দেখলে ..



সোহরাওয়ার্দি উদ‍্যানে নাকি বর্ধমান হাউসে তা নিয়া দেখলাম একজন আরেকজনের মাথা ভাঙতাছে । ঐতিহ্য রাখা নিয়া আমার দ্বিমত নাই কিন্তু সম্প্রসারণ তো সময়ের দাবী। একাডেমীর গেটের সামনেই তো কালী মন্দিরের গেট । তো এই পাশটা দিয়ে সম্প্রসারণ করলেই তো হয়।



ফিরে আসি ফ্রেইজের প্রাসংগিকতায়, শুনলাম মেলায় উন্মাদরে স্টল বরাদ্দ দেয় নাই ; তারা নাকি প্রকাশক না !

বসুন্ধরা টিস‍্যু, রেডিও আর ব‍্যাংক তো খুউব বড় প্রকাশক, তাই না ?



কইত্তন আইয়া জুটো এইসব অর্থহীন কর্তাব‍্যাক্তিবর্গ !!

অন‍্যতম আয়োজক ব্রাক ব‍্যাংক এক কর্তা কালকে কাগজ থেকে দেইখা পরে তোতলাইয়া তোতলাইয়া মেলার কীসব স্তুতি পাঠ করলো । এই গুলার জন‍্যই এ অবস্থা। সবগুলারে নজরুল মঞ্চে কানে ধইরা উঠবস করানো উচিৎ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.