নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

আ.লীগের মত বিএনপি কেউ নিষেধাজ্ঞা দেয়ার সময় ঘনিয়ে আসছে

১৫ ই মে, ২০২৫ দুপুর ১২:২৫

ক্ষমতায় না বসতেই যা শুরু করেছে বিএনপি, মনে হয় না তারা তাদের যোগ্যতা বা উপযোগিতা ধরে রাখতে পারছে। এত এত করাপশন গত আগস্ট থেকে যে, এমন কোন সেক্টর নাই যে তারা থাবা দিচ্ছে না।

বালু মহালে, ইটের ভাটায়, খাস জমি দখলে, সরকারী কাজে বাধা দেয়ায়, প্রতিবেশিদের হেনেস্তা করতে, চাঁদাবজিতে, খুন করতে, পুলিশ কে পেটাতে এমন কি আজ দেখলাম প্রথম আলো তে প্যারবন দখলের খবর।



সোনাদিয়া দ্বীপে প্যারাবন পুড়িয়ে নতুন চিংড়িঘের

আর কত? বিএনপি আর কি দেশ গড়বে। আখের গোছাতে ব্যস্ত। দেরি সইছে না আর। যে লাউ সেই কদু... শুধুু আ.লীগের দোষ।বাংলাদেশের কোন রাজনৈতিক দলই ভাল না। ক্ষমতার লোভে এরা নিজের মায়ের পেটের ভাইকেও খুন করে। ভাই তো দূরের কথা, নিজের জন্মদাতা বাবাকেও খুন করার খবর দেখেছি।

বাঙ্গালি কখনও সোজা হবার না...এরা ভাবে, নিজে বাঁচলে বাপের নাম। অথচ নিজেই জানে না, জন্মদাতা কে? আফসোস...

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২৫ দুপুর ১২:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক কথা। তবে লোম বাছতে গিয়ে কম্বল উজার হয়ে যাবে যে?

১৫ ই মে, ২০২৫ দুপুর ১:০৫

অপলক বলেছেন: দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল...আমি কষ্ট করে ইনকাম করবো, আর হ্যায়েনার মত থাবা দিয়ে নিয়ে যাবে, বলবে উমুক রাজনৈতিক দলের নেতা আমি। সেটা সহ্য হয় না।

২| ১৫ ই মে, ২০২৫ বিকাল ৪:০৯

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে কেবল রাজনীতি করবে এনসিপি আর শিবির : " স্লোগান দিবে গোলাম আযমের বাংলায় আওয়ামী লীগ-বিএনপির ঠাই নেই " । :)

১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০১

অপলক বলেছেন: হা হা হা... হাসালেন কুতুব ভাই...

৩| ১৫ ই মে, ২০২৫ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: জামাত শিবিরকে চিরতরে বিলীন করে দিতে হবে।

১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:০৬

অপলক বলেছেন: হবে হবে করলে হবে না রাজীব ভাই... করে দেখান। কথা দিলাম, সাকসেস হলে আপনার প্রশংসায় ১ মাস ধরে পোস্ট দিব...

৪| ১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২১

মেঠোপথ২৩ বলেছেন: বিএনপি আসলে এখন পুরাপুরি লীগের দখলে। পিনাকি ভট্টাচার্যের ভিডিওগুলো দেখলেই বুঝবেন।

১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৩২

অপলক বলেছেন: ঘটনা সত্য তবে আংশিক। কারণ লীগের পোলা পান গুলা বেশির ভাগ ব্যানার চেন্জ করে ফেলছে। আর এ দলের নেতারা বি দলের পরামর্শক আর শেয়ার হোল্ডার হয়ে গেছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.