![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!
বাংলাদেশপন্থীরা ভারত ও পাকিস্তানপন্থীদের হাউকাউতে অতিষ্ঠ। ভারত ও ভাদা রা মনে করে ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ হয়েছিলো। ভারত বাংলাদেশ কে স্বাধীনতা এনে দিয়েছে। গুগলে সার্চ করলেও এমন কিছুর নমুনা পাওয়া যায়। এদিকে যারা এন্টি-ভারতীয় যেমন: ব্যারিস্টার ফুয়াদের মতো লোকেরা ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস মানতে নারাজ। তারা নতুন বিজয় দিবস সন্ধানে করছে। তারাও মনে করে ১৬ই ডিসেম্বর ভারত জয়ী হয়েছে বাংলাদেশ নয় !
সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধে অহেতুক উত্তেজনা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। জুলাই অভ্যুত্থানের পর এন্টি ভারতীয় সেন্টিমেন্ট তুঙ্গে থাকায় বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেছে পাকিস্তানের সু-সম্পর্ক রাখা উচিত নিজেদের নিরাপত্তার স্বার্থে। পাকিস্তানও খুব আগ্রহ নিয়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে চেয়েছে বলে প্রতীয়মান হয়। ভিসা ফ্রী, জুলাই আহতদের চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে মনে হয়েছিলো পাকিস্তান-বাংলা সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানের দিকে যাচ্ছে। পাকিস্তান হয়তো একাত্তর সালে বাংলাদেশ সৃষ্টির বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে বাংলাদেশ কে সহায়তা করবে। কিন্তু আসল বাস্তবতা পুরোপুরি ভিন্ন।
ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে। ভারতের প্রধান নরেন্দ্র মোদি ভাষণ দিয়েছেন। পরদিন পাকিস্তানের প্রধান শাহবাজ শরীফ ভাষণ দিয়েছেন। শাহবাজ শরীফের ভাষণে পুনরায় ১৯৭১ সালের বক্তব্য উঠে আসায় বাংলাদেশ পন্থীরা অবাক হয়েছে। পাকিস্তান নাকি ভারতের সাথে যুদ্ধ যুদ্ধ খেলা করে ১৯৭১ সালের প্রতিশোধ নিয়েছে। ভারত বেলুচিস্তান স্বাধীনতার পিছনে মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান।
পাকিস্তান আজ ২০২৫ সালে দাঁড়িয়েও মনে করে তারা ১৯৭১ সালে ভারতের কাছে হেরেছে বাংলাদেশের কাছে নয়। ভারত যদি মুক্তিযোদ্ধাদের ট্রেনিং না দিতো পাকিস্তান সেনাবাহিনী পরাজিত হতো না। পাকিস্তানের আসল মনোভাব খুব দ্রুতই প্রকাশ পেয়েছে। পাদা রা এখন মুখ লুকানোর জায়গা খুজছে। জুলাই অভ্যুত্থানের পর যারা প্রমাণ করার জন্য মরিয়া ছিলো যে ভারত আমাদের সবচাইতে বড়ো দুশমন আর পাকিস্তানই আমাদের সবচাইতে বড়ো ইয়ার দোস্ত তাদের এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না। পাকিস্তান যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিতে চায় না এর চেয়ে বড়ো প্রমাণ আর কি হতে পারে ?
ভারত তাদের দেশে জঙ্গী এট্যাক করার পিছনে পাকিস্তানকে দায়ী করে হামলা করেছে। পাকিস্তান তার পাল্টা জবাব দিয়েছে। পুরো যুদ্ধটা ভারত-পাকিস্তানের অমীমাংসিত ইস্যু নিয়ে হয়েছে। কিন্তু পাকিস্তানের শাহবাজ শরীফ ১৯৭১ সালের প্রসঙ্গ টেনে এনে বাংলাদেশের স্বাধীনতা কে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সময়ের যুদ্ধের অনুষঙ্গ হিসাবে অন্তর্ভুক্ত করে দিচ্ছেন। পাকিস্তানের এমন কর্মকান্ড দেখে বারবার মনে পড়ে কাক্কুর সেই আমোঘ বানী :
১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
সৈয়দ কুতুব বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে চাকুরির পরীক্ষায় শেখ হাসিনার সিলেক্ট করা বই পড়েছি। আমাদের ইউনিভার্সিটি সম্পূর্ণ অরাজনৈতিক ইউনিভার্সিটি ছিলো। সেনাবাহিনী রাজনীতি করলে বহিস্কার করতো। জুলাই অভ্যুত্থানে প্রতিটি ক্লাশে গিয়ে আন্দোলনে না যেতে থ্রেট করা হয়েছে। তবুও গিয়েছিল অন্য ব্যানারে। ইয়ামিন নামে একজন মারা গেছে।
২| ১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫১
যামিনী সুধা বলেছেন:
১৯৫৮ সালে পাকিস্তানী মিলিটারী দেশ দখল করার পর, ওরাই নিজেদের পছন্দের লোককে ক্ষমতায় আনছে। পাকিস্তানে যে, ২/৪ জন উপযুক্ত মানুষ নেই, তা'নয়; কিন্তু মিলিটারী তাদেরকে এনে নিজেদের জন্য সমস্যার সৃষ্টি করবে না।
১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
সৈয়দ কুতুব বলেছেন: সেটা পাকিস্তানের মাথাব্যথা !
৩| ১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫
যামিনী সুধা বলেছেন:
বাংলাদেশে আমেরিকান "ক্যুগুলো"র পেছনে পাকিস্তানের ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নেয়াই বড় কারণ।
১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
সৈয়দ কুতুব বলেছেন: পাকিস্তান ভারতের বিরুদ্ধে ৭১ সালের প্রতিশোধ নিয়েছে বলেছে। বাংলাদেশের উপর প্রতিশোধ নেয়ার কথা বলেনি।
৪| ১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬
কামাল১৮ বলেছেন: আগের পোষ্টটি সরিয়ে নেবার কারণ কি?
৭১ রে ভারত পাকিস্তান যুদ্ধ ঘোষনা দিয়েই হয়েছে।দশ দিনের যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়েছে।পাকিরা ভারতিয় সৈন্যদের কাছেই আত্মসমর্পন করেছে।ওসমানীর কাছে নয়।বন্ধী করে তাদেরকে ভারতেই নিয়ে যাওয়া হয়।আত্মসমর্পণ করে জাতিসংঘের নিয়ম মেনে।
১৫ ই মে, ২০২৫ রাত ৮:০৬
সৈয়দ কুতুব বলেছেন: ভারত-পাকিস্তান রিসেন্ট যুদ্ধে বাংলাদেশ প্রশ্ন অপ্রাসঙ্গিক !
৫| ১৫ ই মে, ২০২৫ রাত ৮:০০
কামাল১৮ বলেছেন: পাকিদের অত্যাচার আমরা নিজের চোখে দেখেছি।তারা ছিলো অসভ্য জানোয়ার।অনেকটা আজকের জুলাই আন্দোলনের নেতাদের মতো।
১৫ ই মে, ২০২৫ রাত ৮:০৯
সৈয়দ কুতুব বলেছেন: সব কিছুর মধ্যে জুলাই কে টেনে না আনলে ঘুম হয় না নাকি? জুলাই নেতারা যাদের বিরুদ্ধে লড়েছে উহারা নিষ্পাপ শিশু ছিলো !
৬| ১৫ ই মে, ২০২৫ রাত ৮:২৭
যামিনী সুধা বলেছেন:
আপনার উত্তরগুলো প্রাূয়ই সঠিক হচ্ছে না।
১৫ ই মে, ২০২৫ রাত ৯:০৪
সৈয়দ কুতুব বলেছেন: কিংবা সঠিক উত্তর দিতে ইচ্ছা করছে না।
৭| ১৫ ই মে, ২০২৫ রাত ১১:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: শুন বন্ধু আমার কেউ নাই, ধর বন্ধু আমার কেউ নাই। একাত্তরে ভারত পাকিস্তানের আয়তন কমিয়েছে পাকিস্তান এটাই মনে করে, তারা আমাদের স্বাধীনতাকে সম্মান করে না। ভারত যে অখন্ড ভারতের স্বপ্ন দেখে তাতে পাকিস্তানের অস্তিত্ব হারালে বাংলাদেশের অস্তিত্বও হয়ত থাকবে না। কারণ অখন্ড ভারতের জন্য বাংলাদেশের অস্তিত্ব থাকার কথা না।নিজেদের অস্তিত্বের জন্যই এখন আমাদের পাকিস্তানের অস্তিত্ব থাকা কাম্য।
১৫ ই মে, ২০২৫ রাত ১১:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: কোথাও কেউ নেই। সঠিক বলেছেন ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৭
যামিনী সুধা বলেছেন:
আপনি নিজে মুক্তিযুদ্ধ সম্পর্কে এখন কিছু জেনেছেন কিনা? আপনার ক্লাশের কতজন ছাত্র ইংরেজী, অংক, পদার্থ বিজ্ঞান, কেমেষ্ট্রি বুঝতো? আপনার মাষ্টার্স অবধি আপনার সাথের কোন ১ জন ছাত্র রাজনীতি বুঝে বলে আপনি বিশ্বাস করতেন?