নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একা একা করি কাজ হারি জিতি নাহি লাজ

Ahsan mir

মীর হাছানী

Ahsan mir › বিস্তারিত পোস্টঃ

সেই মেয়েটি গল্প নয় সত্যি

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

রমজান মাস ইফতারের সময়।সবাই ইফতার শুরু করে দিলো।পাশে একটি ছেলে দারিয়ে আছে আমাদের কাছে আসছে না।বয়সটা ৭-৮ হবে। আমি তাকে ডাকলাম এদিকে আয়।সে আসলো বল্লাল ঐখানে দারিয়ে আছিস কেন আমাদের সাথে ইফতার কর।
আমরা চারপাঁচ জন ছিলাম সেখােন একজন একটু রাগ হয়ে বল্লো তুই এখানে এসেছিস কেন যা এখান থেকে।ছেলেটি ভয়ে চলে গেলো।আমি বল্লাল ছুট বাচ্চা এইরকম ব্যবহার করা উচিৎ হয়নি।
ইফতার শেষে মসজিদে চলে গেলাম।মসজিদ থেকে ফিরে এসে দেখলাম ছেলেটি মাঠের একপাশে দারিয়ে আছে।
তাকে ডেকে বল্লাল তোমার বাড়ি কোথায়।সে বল্লো ঐযে বাড়িটা দেখা যায় ঐটা আমাদের বাড়ি।তারপর বাপের নাম জিজ্ঞাসা করলাম।সবেই বল্লো।
আমি বল্লাল বাড়িতে যাও তোমার মা তোমায় খুজবে।
আমি খেয়াল করলাম তার নয়নে টলমলে পানি।জিজ্ঞাসা করলাম।
কিছু খাওনি?। না।
কেন? বাড়িতে কোন খাওন নাই।ইফতার করার লাইগা ও কিছু নাই এর লাইগা বাজারে আইছি।
তাহার এই কথাটা মনের মধ্যে দাগ কাটলো।তাহার পরিবারের অবস্থা দেখতে মন চাইলো।
তারপর আমি বল্লাল আমার সাথে এসো।কিছু চনা বোট পেয়াজো এবং কয়েকটা জিলাফি নিয়ে। তাকে সঙ্গে নিয়ে তার বাড়ির দিকে চল্লাম।
রাস্তায় কিছু লোক আমার দিকে তাকিয়ে আছে।আমি কিছু কেয়ার না করে তাদের বাড়িতে গেলাম।
যাওয়ার পর দেখলাম তাহার মা বাপ দুজনেই খুব অসুস্থ। গড়ে ১৬-১৭ বছরের একটা মেয়ে আছে।
আয় রোজগার করার মতো কেউ ছিলো না।তাহার পিতা কোন কাজ কর্ম করতে পারেনা। ইজমা রুগি।শাস টানতে টানতে ধম যায় যায় অবস্তা।
তাহার মায়ের হালটা বাবার চেয়েও খারাপ।
মেয়েটা আমায় আগে থেকে চিনতো।কিন্তু আমি তেমনটি খেয়াল করিনি।বসার জন্য আমায় একটা মুরা দিলো।পরিবারটির সাথে কিছুক্ষণ আলাপ করলাম।

কিছুক্ষণ পর মেয়েটি আমায় ডাক দিয়ে বল্লো ভাই এদিকে আসেন। আমি গেলাম।
আমার ভাই আপনাকে কিছু বলেছে।
কই নাতু কিছু বলেনি।
তাহলে আপনি এখানে আসলেন যে। আমি গঠনা কিছু না বলে চুপ রইলাম।আর ভাবলাম মনে হয় কোন ব্যপার আছে।
মেয়েটি বল্লো আপনি চুপ কেনো।
না এমনি।
মেয়েটি বল্লো দেখেন ভাই আমার পরিবারে আয় করার মতো কেউ নেই।এক বছর আগে স্কুল ছেরে দিয়েছি।আমি ছারা আমার পরিবারকে দেখার মতো কেউ নাই।আমিই বা কি করবো তাই ভিন্ন পথ বেছে নিয়েছি।
ভিন্ন পথ মানে?
সে বল্লো দেহ ব্যপসা।
আমি নির্বাক হয়ে গেলাম।
মেয়েটি আমায় বল্লো আপনাকে আমি চিনি। আপনার সম্পর্কে আমি ভাল করে যানি।আপনি এখানে কেন।

আমি তখন লজ্জা কোথায় রাখবো কোন দিশা পাচ্ছিনা।তখন আমি নিচু কন্ঠে বল্লাল। আসলেই আমি এই ব্যপারে কিছুই জানিনা।আপনার ভাই আমায় বল্লো ঘড়ে কোন খানাপিনা নাই সবাই না খেয়ে আছে তাই আমি দেখতে এখানে এসেছি।অন্যকিছু আমি জানিনা।
আর রমজার মাস মনে করলাম যদি আমার দ্বারা কারো কোন উপকার হয় তাহলে নিজের লাভ।
আমি এই মনেতে এখানে এসেছি।
তখন মেয়েটি বল্লো কিছু লোক আমার এখানে প্রায়ই আসা যাওয়া করে।আজ কয়েকদিন যাবত কেউ আসেনা।সেই জন্যে ঘড়ে কোন খাবারের ব্যবস্থা নাই।আমার এই ছুট ভাইটাও না খেয়ে আছে।মা বাপ কোন সময়যে দুনিয়া ছেরে বিদায় নেই তাও জানিনা।আমি নিরোপায়।আমার কিছুই করার নেই।
আপনি এখান থেকে চলে যান কেউ দেখলে আপনাকে ও সন্দেহ করবে।কারো উপকার করতে এশে বদনামে পরেন আমি চাইনা।
আমি বল্লাল উপকারের কথাটি যখন এসেছে উপকার করেই যাবো ইনশাআল্লাহ।
আপনি আজ থেকে কোন খারাপ কাজ করতে পারবেন না। যদি আমার এই কথায় আপনি ওয়াদা বদ্ধ হতে পারেন তাহলে আপনার উপকার আমি করবো।
সে আমার সাথে ওয়াদা করলো আর কোনদিন কোন খারাপ পথে পা দিবে না।

তারপর আমি চলে আসলাম।
পরের দিন দুপুর বেলা তাদের বাড়িতে গেলাম।
ডাক দিলাম বাড়িতে কেউ আছেন।মেয়েটি বাহিরে আসলো।
বল্লাম গতকালের কথা মনে আছে।
হা আছে।
তাহলে নিজের উপর আস্তা হারাবেন না।আমি স্কুলের স্যারের সাথে আলাপ করেছি।আগামীকাল থেকে স্কুলে যাবেন।আর এই নেন কিছু টাকা আপাতত এই দিয়ে কস্টকরে হলেও চলেন ।আপনার নিয়ত ঠিক থাকলে আল্লাহ পাক ব্যবস্থা করবেন।

এক সপ্তাহ পর আবার তাদের বাড়িতে গেলাম।
তাহার বাবা উঠোনে রুদ পোহাচ্ছে।
বল্লাল চাচা কেমন আছেন।
আমাদের আর থাকা এই আছি আর কি।
চাচা এভাবে বলতে নেই আল্লাহ আপনাকে যেভাবেই রাখেনা কেন শুকুর আদায় করলে আল্লাহ পাক আপনার রিজিক বারিয়ে দিবে।

তারপর বল্লাম আমাদের বোনটাকে ডাকেনতো।
ডাকলে সে আসলো।একটু হাসি মুখে।
বল্লাল কিরে কেমন আছিস।
হা ভাই আলহামদুলিল্লাহ ভাল।
একটা কাজ করতে পারবি।
একটু ভয়ে ভয়ে বল্লো কি কাজ ভাই।
তেমন কিছু না।দুইটা ছেলে মেয়েকে সকাল বিকাল দুই বেলা পড়াশোনা করাতে পারবি।
তখন হাসি মুখে বল্লো হা ভাই পারবো।
তাহলে আগামীকাল হতে শুরু করেদে।আর এইনে কিছু টাকা।পরিবারের জন্যে খরছ করিস।

মেয়েটা ছাত্রী হিসাবে খুবেই ভাল ছিলো।তারপর সে নিজেই আরো কিছু টিওশনি শুরু করলো।
তারসাথে নিজের পড়াশোনা ঠিকমতোই চলছে।

তারপর ২০০৮ সালে মেট্রিক পাশ করেছে। আমি তখন দেশের বাহিরে। শুনেছি বিয়ে হয়েছে একটা সন্তানও আছে।একদিন ফোনে আলাপও করেছি।
আলহামদুলিল্লাহ ভাল আছে।

অসহায়ের প্রতি সহানুভূতির হাতটা একটু বারালে তাহার সারাটা জীবন সহায় হয়ে যাবে।আসুন আমরা সবাই নিজেদের একটু কস্ট হলেও নিজের জন্যে যা ভালো অন্যের জন্যে তাই দেখি।।।।।।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: খুব ভাল!
সাহসী উদ্যোগ!!

তবে বানানের ব্যাপারে আরো অনেক মনোযোগী হতে হবে।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

Ahsan mir বলেছেন: ধন্যবাদ ভুল দরিয়ে দেয়ার জন্য
মোবাইল টাইপ সমস্যা হয়

২| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: মোবাইলে রিদ্মিক ব্যবহার করেন নাকি??

প্রভাত লে আউট ব্যবহার করবেন।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

Ahsan mir বলেছেন: ধন্যবাদ
দেখবো।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

বিবেকবান জড় বলেছেন: ভালো কাজ। আল্লাহ আপনার সহায় হোন।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

Ahsan mir বলেছেন: আমিন

৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

রানার ব্লগ বলেছেন: এই ব্লগে টাইপো সবথেকে আমার বেশি হয় কারন আমি বানান নিয়ে সচেতন নই, ভাই আপনি তো আমাকেও ছাড়িয়ে গিয়েছেন। আপনি মনে হয় ফেইসবুকে লেখেন, ভাল, কিন্তু এক কাজকরেন ব্লগের অন্যান্যদের লেখা ফলো করেন দেখবেন আপনার লেখাও বেশ হবে। আঞ্চলিকতা মুখে শুনতে বেশ লাগে কিন্তু লেখার ভাষায় নয়। অকারনে উপদেশ দিলাম বলে ক্ষমা চেয়ে নিচ্ছি।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

Ahsan mir বলেছেন: পরামর্শ না পেলে শুদ্ধ হবে কি করে ভাই

৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১

হাবিব বলেছেন: ভালো লাগলো...........

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

Ahsan mir বলেছেন: শুকরান

৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: গ্রেট।
এইভাবে দেশের উন্নতি সম্ভব।
আপনাকে ধন্যবাদ।

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

Ahsan mir বলেছেন: ধন্যবাদ আপনাকে ও

৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সত্যি ঘটনা হয়ে থাকলে খুবই ভালো কাজ করেছেন। তবে লেখাটায় দৃষ্টিকটু ছিল বানান ভুলের ব্যাপারটা। আশা করি সামনে থেকে খেয়াল করবেন। শুভকামনা রইল।

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

Ahsan mir বলেছেন: ধন্যবাদ

৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

নীল আকাশ বলেছেন: সত্যি ঘটনা হয়ে থাকলে খুবই ভালো কাজ করেছেন।
নিশ্চয় রোজ হাসরের দিন আপনি সরাসরি আল্লাহর কাছ থেকে এর পুরষ্কার পাবেন।
আল্লাহ আপনার উপর খাস রহমত নাজিল করুন, ছুম্মা আমীন।
আপনার লেখাটা পড়ে আমার মনটা একদম অন্য রকম হয়ে গেল।
পৃথিবীতে তাহলে এখনো কিছু ভালো মানুষ আছে.....
শুভ কামনা রইল!

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

Ahsan mir বলেছেন: আমিন ছুম্মা আমিন।জাযাকাল্লাহ খাইর

৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

খায়রুল আহসান বলেছেন: গল্প সত্য হলে বলতেই হয় যে আপনি খুব ভাল একটা কাজ করেছেন। তবে ঐ ব্যবসায় গিয়ে মেয়েটা খুব খারাপ একটা কাজ করে ফেলেছিল, যা থেকে আপনি তাকে উদ্ধার করেছেন। ঐ ব্যবসাটি ছাড়াও আরো অনেক কিছু করেই পরিস্থিতি মোকাবিলা করা যেত।

২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:০০

Ahsan mir বলেছেন: ফাঁদে পরেছিলো।।
একটু চেস্টা করলে কিছু করা যায় এটা বুঝলাম
ধন্যবাদ ভাই

১০| ২৭ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৭

জগতারন বলেছেন:
বাংলা বানান !
সচেতন হওয়া দরকার।

২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০

Ahsan mir বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.