| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজানিতা
তোমার পারে বাজ্ল কখন আমার পারের ঢেউ,অজানিতা! কেউ জানে না, জানবে না ক’ কেউ।
তালপাতার ঘরে অপেক্ষারত আমার বাবুই,
দেখিস কোন একদিন তোর কোলে মাথা রেখে ভোর হওয়া দেখবো!
রাত্রির গভীরতা কমে গিয়ে চিকচিকে তারাগুলো
তখন হয়ে যাবে শিউলি ফুল।
আর বাতাসে দোল খাবে
মিঠে রোদে ভেসে যাওয়া আমাদের সংসার!
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০৩
অজানিতা বলেছেন: আপনার মন্তব্য সবসময় উৎসাহের! অনেক ধন্যবাদ ভালোলাগা জানানোর জন্য!
ভালো থাকবেন।
২|
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর স্বপ্ন। সত্যি হলে খুবই ভাল। লেখাটা সুন্দর হয়েছে।
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫২
অজানিতা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। সবার স্বপ্ন সত্যি হোক ![]()
৩|
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১৫
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: হুম ! সুন্দর সংসারের জল্পনা
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৩
অজানিতা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৪|
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:৩৬
ওমেরা বলেছেন: সুন্দর !!
২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১
অজানিতা বলেছেন: ধন্যবাদ আপু! ![]()
৫|
২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:৩০
জাহিদ অনিক বলেছেন: বাহ! মিঠা কবিতা
২১ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:৫৪
অজানিতা বলেছেন: ধন্যবাদ ভাইয়া! ![]()
৬|
২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩
জুন বলেছেন: কবিতাটি ছোট হলেও ভালোলাগায় একটি বড় অংশ জুড়েই থাকলো অজানিতা ।
+
২১ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
অজানিতা বলেছেন: ধন্যবাদ আপু! জেনে ভালো লাগলো আমার। ![]()
৭|
২২ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৬
মিথী_মারজান বলেছেন: কি সুন্দর দৃঢ় বিশ্বাস!
এমন ভালবাসার কাছে সাফল্য না এসে থাকতেই পারবে না।
রোমান্টিক, মিষ্টি কবিতা।
মনটাই ভাল হয়ে গেল। ![]()
২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৮
অজানিতা বলেছেন: আপু আপনার মন্তব্যে আমারও মন ভালো হয়ে গেল! ![]()
অনেক অনেক ভালো থাকবেন! ![]()
৮|
২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৮
শামচুল হক বলেছেন: ভালো লাগল।
২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:০২
অজানিতা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য! অনেক ভালো থাকবেন।
৯|
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৯
মনিরা সুলতানা বলেছেন: মিঠু মিঠু লেখা !!!!
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৭
অজানিতা বলেছেন: শুভ রাত্রি আপু ![]()
১০|
০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৮
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা
আপনাকে ও শুভ রাত্রি অজানিতা
১৭ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬
অজানিতা বলেছেন: আবারো,..শুভ সকাল আপুউ ![]()
১১|
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চমৎকার লাগলো কাব্যখানি।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৬
অজানিতা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। অনেক ভালো থাকবেন।
১২|
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৫
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: অজানিতা অনেক ভালো লাগা।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
অজানিতা বলেছেন: ধন্যবাদ আপু! অনেক ভালো থাকবেন। ![]()
১৩|
০১ লা জানুয়ারি, ২০১৮ রাত ২:০৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: 
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:২৭
অজানিতা বলেছেন: অনেক ভালো থাকবেন।
১৪|
০১ লা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
তামান্না তাবাসসুম বলেছেন: আহা !!
মিষ্টি পংতিমালা !!
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ২:২৬
অজানিতা বলেছেন: ধন্যবাদ আপু। শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
মলাসইলমুইনা বলেছেন: আগের অজানিতাকে পাওয়াগেলো খানিকটা দারুন ভাষায়, দারুন মেটাফোরে| কিন্তু কবিতায় মুগ্ধ ভালোলাগা আগের মতোই |অল্পই বললেন কিন্তু ভালোলাগাটা থাকবে অনেক্ষন | এই চাওয়াগুলো পেলেই কি, না পেলেই কি কখনো কি আর কমে ? না হারায় ? বিউটিফুল !