![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত অবস্থা যা দাঁড়িয়েছে তাতে ভলোবাসা ছাড়া উপায় দেখি না। -নির্মলেন্দু গুণ। থাকি রাজশাহীতে। ফেসবুক: www.facebook.com/ajom4u
আপনি কোন মোবাইল অপারেটরের ইন্টারনেট চালাচ্ছেন? আপনার ইন্টারনেট স্পিড ও অন্যান্য বিষয় সম্পর্কে একটু আলোচনা করি। কারণ এটা জনস্বার্থমূলক আলোচনা হতে পারে। আপনার অভিজ্ঞতা অন্যদের খুব কাজে লাগবে।
আমি রাজশাহীর জেলার একটি উপজেলায় বসবাস করি। আগে মবিডাটা এজ মডেম দিয়ে গ্রামীণফোন ইন্টারনেট চালাতাম। অন্যসব জিএসএম অপারেটরের থেকে এটা অনেক ফাস্ট ছিলো। কিন্তু এখানে ইদানিং এটা স্লো কাজ করে। ডাউনলোড স্পিড প্রায় ৮-৯ কেবি। কিন্তু একটেল (রবি) ইদানিং ৩০-৩৫ কেবি দেয়। আর এখন চালায় সিটিসেল জুম (আমাদের এখানে আল্ট্রা সার্ভিস নেই)। এটাকে ভালো পাই। ১৬-২০ কেবি স্পিড দেয়। তবে মাঝে মাঝে সমস্যা হয়। ০কেবি তে গিয়ে থেমে যায়। ডিসকানেক্ট করে আবার চালাতে হয়।
আপনারটা বলবেন? কি চালাচ্ছেন? কেমন চলছে?
০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৪৪
আজম মাহমুদ বলেছেন: আপনার জন্য পরামর্শ আপনি একবার একটেল সিমটা ব্যবহার করে দেখুন। ওদের ২৭৫/- টাকা ১জিবি। আমাদের এলাকায় কিন্তু এটা অনেক ফাস্ট প্রায় জিপির চেয়ে ৩গুন ভালো কাজ করে। তবে প্রায় ৬মাস আগেও আমাদের এখানে একটেল খুব খারাপ ছিলো। ফলে আপনি একবার ওদের মিনিপ্যাক নিয়ে টেষ্ট করে দেখুন।
২| ০২ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:১০
অংকন কুরী বলেছেন: জিপি টা ভাল কোন মোবাইলের দ্বারা চালান, আমি নকিয়া ৫১৩০ চালাই স্পীড হল ১৬-৩০ কেবি
০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
আজম মাহমুদ বলেছেন: আপনার কপাল ভালো। আপনার এলাকায় জিপির ইন্টারনেট ভালো কাজ করে। তবে অধিকাংশ এলাকায় এতোটা ফাস্ট নয়। এটা অনেকের অভিজ্ঞতার কথা।
৩| ০২ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:১০
সাঈফ শেরিফ বলেছেন: সিটিসেল জুম আল্ট্রা, পি-৬, ৩০০ কে বি পি এস, ১.৫ জিবি, ভ্যাট সহ ৯০০ টাকার মত প্রতি মাসে
ঢাকার বাইরে মফস্বলে সুবিধা: সিটিসেলের পুরো নেটওয়ার্ক পেলে খুবই ভাল গতি পাই। ডাউন লোড স্পিড ২৫ থেকে ৪৫ পর্যন্ত উঠা নামা করে। মফস্বলে গ্রাহক কম বিধায়, পুরো নেটওয়ার্কে কাজ করে আরাম।
অসুবিধা: অজ মফস্বলে ঘরের ভিতরে সিটিসেলের নেটওয়ার্ক থাকেনা।
ঢাকায় পিক আওয়ারে সন্ধ্যার পর, যেমন ধরুন ঢাবি-বুয়েট-মেডিক্যাল এলাকায় পূর্ণ নেটওয়ার্ক নিয়েও সামান্য ব্রাউজ করাই অসম্ভব হয়ে দাড়ায়। গ্রাহক প্রচুর, খুবই স্বাভাবিক।
ঢাকায় থাকলে বাংলা লায়ন এবং ঢাকার বাইরে নেটওয়ার্ক থাকার ভিত্তিতে সিটিসেলের জুমই সেরা! জিপি গ্রাহকদের অন্তহীন অভিযোগের কারণে সেটা ব্যবহার করার সাহস হয়নি।
০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫০
আজম মাহমুদ বলেছেন: আপনার কথাগুলো একদম ঠিক। সাধারণ ব্যবহারকারীগণ এটা ফলো করে লাভবান হতে পারেন।
আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ০২ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:১৭
বাবুনি সুপ্তি বলেছেন: এখন জিপি তে আসি। প্রথম খুব ভালো ছিল।কিন্তু এখন মহা বিরক্ত লাগে।
০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫১
আজম মাহমুদ বলেছেন: হ্যাঁ ভাই, বিশেষ করে জিপির দেয়া মডেমগুলো খুব বাজে। আর ওদের প্রধান সমস্যা ইউজার সংখ্যা বেশি। একবার একটেল টেস্ট করে দেখবেন?
৫| ০২ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:১৮
মহাপাগল বলেছেন: জিপি চালাই, স্প্রীড জঘণ্য রকমের খারাপ কয়েকদিন যাবত। ইহা ছাড়া উপায়ও নাই
০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫১
আজম মাহমুদ বলেছেন: অন্য নেট মাঝে মধ্যে ট্রাই করে দেখা দরকার। এতো জিপি প্রেম ভালো হচ্ছে কি?
৬| ০২ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:২২
ঊন্মাদ বলেছেন: জুম আল্ট্রা। মন্দের ভাল।
০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৩
আজম মাহমুদ বলেছেন: সহমত।
৭| ০২ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:২৬
স্বপ্নচর বলেছেন: জিপি লইয়া খুব বিপদে আছি ভাই
০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৫
আজম মাহমুদ বলেছেন: তারপরও জিপি চালাচ্ছেন কেন? কিছু এ্যাডভ্যান্স ট্রাই করে দেখেন (ইন্ডিয়ান এ্যাড)।
৮| ০২ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:৪১
মোহন কাজী বলেছেন: http://www.banglaradio.org.au/wax/19Jul10.mp3
০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৫৯
আজম মাহমুদ বলেছেন: এরা তো ভিক্ষুদের দল। জেলা প্রপারগুলোতেই কভারেজ দিতে পারে নাই। উপজেলাবাসীদের জন্য কোন সুখবর নাই।
৯| ০২ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:৫৮
অরিত্রো বলেছেন: ব্রডব্যান্ডে আসেন। অনেক শান্তি পাবেন
০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০২
আজম মাহমুদ বলেছেন: সবাই কি পৃথিবীর সবকিছু পায়?
বাংলাদেশের অধিকাংশ উপজেলাগুলোতে ব্রডব্যান্ড শুধুই স্বপ্ন।
১০| ০২ রা এপ্রিল, ২০১১ দুপুর ২:০০
sohagamin বলেছেন: জিপিতে আছি, প্রথমে ভালো চলতো, এখনতো ১ ঘণ্টায় ৩ বার লাইন ড্রপ করে, বিরক্তিকর, আর সন্ধার পর হলে তো কথায় নেই। সিটিসেল এর রেট বেশি, গরিব মানুষ!!!! তাই বাধ্য হয়ে জিপি.................
০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৭
আজম মাহমুদ বলেছেন: আপনাকেও আবার বলি, সম্ভবত একটেল তাদের নেটওয়ার্ক আপগ্রেড করেছে ফলে আমি একবার ১জিপি নিয়ে দেখতে পারে আবার ৩জিবির জন্য ৫১৮/- (ভ্যাটসহ) নিয়ে দেখতে পারেন। না চললে পরে বাধ্য হয়ে জিপি।
তাছাড়া আপনার ওখানে একটেল ভালো হবে কিনা জানি না, আমাদের এখানে ভালো তাই বললাম। আর সিটিসেল জুম (আল্ট্র ছাড়া) এর খরচ তো কম।
১১| ০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৬
নীরব একজন বলেছেন:
বিটিসিএল ব্যবহার করছি। এটা ১০০০ টাকা, কাগজে কলমে ২৫৬ এর দাম তবে পাই ৫১২র স্পীড প্রায় ৬০-৬৫কেবি স্পীড থাকে এভারেজ। কি কারনে লিমিট করতে পারেনাই জানিনা বাট আমারি লাভ
০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৯
আজম মাহমুদ বলেছেন: বিটিসিএল বলে কথা, তাই হয়তো লিমিট করতে পারেনি। ভালো, শুনে ভালো লাগলো, চালাতে থাকেন। আমি আগেও শুনেছি, বিটিসিএল ইন্টারটাই হয়তো ভালো।
১২| ০২ রা এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৮
নীরব একজন বলেছেন: এদের সুবিধা হচ্ছে, যে স্পীডের জন্য দাম দেবেন তা পাবেনি, বেশি পেলে পেতে পারেন, কখনই কম পাইনি
০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১০
আজম মাহমুদ বলেছেন: ভালো তো।
১৩| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২৪
sohagamin বলেছেন: গ্রামীন এর মডেম দিয়ে কি একটেল ইন্টানেট ব্যবহার সম্ভব? ও ভাই জানা থাকলে একটু আওয়াজ দিয়েন এই অধম রে.................
০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৩
আজম মাহমুদ বলেছেন: গ্রামীন এর মডেম দিয়ে সকল জিএসএম (একটেল (রবি), বাংলালিংক, টেলিটক, এয়ারটেল) ইন্টারনেট চালানো সম্ভব।
আপনি এই লিংকে গিয়ে ভালো করে দেখুন, না পারলে আমাকে মেইল করুন। আমার ইমেইল আমার প্রোফাইলে দেয়া আছে।
Click This Link
১৪| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২৮
মো: মুসফিকুর রহমান (পরাগ) বলেছেন:
ব্রডবেন্ড
০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৫
আজম মাহমুদ বলেছেন: খুব ভালো। আপনার সৌভাগ্যকে স্যালুট।
১৫| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২৯
কাঠের খাঁচা বলেছেন: আগে জুম ইউজ করতাম (জুম আল্ট্রা না নরমাল টা) ব্রাউজই করতে পারতাম্না জঘন্য স্পীড ছিল। তবে একটা ভাল দিক ছিল রিলায়েবিলিটি। এক বাংলাদেশের ফাইবার অপটিক লাইন কাটা যাওয়া ছাড়া ২ বছরে কখনো ডিসকানেক্টেড হইনাই।
এখন টেস্ট চেঞ্জ + পুরা বাসা ওয়াইফাই করার জন্য কিউবি নিসি। ১০ জিবি (২৫৬ কেবিপিএস) ব্রাউজিং স্পীড ভালো, ডাউনলোড স্পীড ৩৩ kBps পাই আইডিএম দিয়া। ১ মাসের মধ্যে ২ দিন লাইন কাটা ছিল (মেজাজ বিলা
) তবে উপজেলায় ওয়াইম্যাক্স যাইতে যাইতে মনে হয় আপনার নাতী পয়দা হয়ে যাবে
০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৩২
আজম মাহমুদ বলেছেন: উপজেলায় ওয়াইম্যাক্স যাইতে যাইতে মনে হয় আপনার নাতী পয়দা হয়ে যাবে...
আপনার কথা একদম ঠিক।
কিন্তু আমাদের মতো হতভাগা দেশের জনগণ যাদের দেশের মন্ত্রনালয়গুলো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের এই পরিস্থিতিই যথেষ্ট।
১৬| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩১
সুমন আজাদ বলেছেন: আমার অবস্থা!
০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৫
আজম মাহমুদ বলেছেন: আপনি কি প্যারিসে থাকেন? তাহলে আপনার সাথে এ বিষয়ে কোন আলোচনাই চলে না। আপনি তো স্বর্গে আছেন।
১৭| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৩৬
জুয়েল বলেছেন: গ্রামীনের P6 ব্যবহার করছি। স্পিড ভালোই। এভারেজ ২২-২৫ kBps ডাউনলোড স্পিড পাই। ব্রাউজিং স্পিডও ভাল। তবে খরচটা একটু বেশি মনে হয়।
০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৫
আজম মাহমুদ বলেছেন: হ্যাঁ আপনার এলাকায় গ্রামীণফোন ভালো সার্ভিস দিতে পারছে, এটাই চালান। আর খরচটা একটু বেশি এটা বিবিআরসিকে জানান। ওরা যদি চায় তাহলে সব হবে, কিন্তু ওরা চাইবে না, কা-র-ণ আ-ছে....
১৮| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: gp p6 use kori, all time 200+kbps paai.
০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৮
আজম মাহমুদ বলেছেন: বুঝতে পারলাম দেশের আর কেউ জিপি চালিয়ে ২০০+কেবি পায় না আর আপনি? ভাই আপনি কি জিপি'র হেড অফিসে কাজ করেন....?
নাকি এটা আপনার শুধুই আক্ষেপ...
পরিস্কার হলো না।
১৯| ০২ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
আকিল- বলেছেন: Gp te 25-35 pai. 10-12 thakey start hoi (within 1min 25 kbps up hoi) R 25 er niche namayi na. Majhay majhay 35-36 thake. Tobe aktel, Airtel eigula neya r dhora khaite chaina. Aktel 1yr age use kortam, tokhon 6 kb er upor othoi na. R airtel 4 kb er upor uthaina. 2 din gali disee salar airtel k!!!
০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৮
আজম মাহমুদ বলেছেন: Gp te 25-35 pai. মোটামুটি ভালোই তো। কিন্তু আমার এখানে ১২ এর উপরে উঠেই না।
আর ৬মাস আগেও তো আমাদের এখানে একটেল খুব স্লো ছিলো। প্রায় ২ মাস থেকে এটা খুব ভালো কাজ করছে প্রায় ৩০-৩৫ কেবি। আমি একটেল কে অনেক গালি দিয়েছিলাম।
২০| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ৮:১৯
ওবায়েদুল আকবর বলেছেন: আচ্ছা রাজশাহীতে নাকি বাংলালায়ন গেছে। নেটওয়ার্ক কভারেজ আর স্পীড কেমন জানেন। ওয়াইম্যক্স বা ব্রডব্র্যান্ডকে উৎসাহিত করুন এই মোবাইল হারামীগুলা তালেই থাকে আমাদের মারা দেয়ার জন্য।
০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৭
আজম মাহমুদ বলেছেন: রাজশাহীতে বাংলালায়ন খুব খুব ফাস্ট কিন্তু এটার নেটওয়ার্ক শুধুমাত্র রাজশাহী শহরে, তাও পুরোটা শহরেও পাওয়া যায় না।
এগুলো উপজেলায় যেতে যেতে.... সে অনেক দূরের পথ।
২১| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ৮:২১
আকাশ চৌধুরী বলেছেন: থাকি রাজশাহীতে । ৪-৫ বছর আগে জিপি ব্যবহার করতাম স্পিড পেতাম ২০-৩০ KB/S । জিপির স্পিড কমে যাওয়ায় বাংলালিংক ইউজ করতাম ৮-৯ মাস আগে । স্পিড পেতাম ২৫-৩০ KB/S । আমার এখানে যখন বাংলালিংক এজ চালু করে তখন রাজশাহীর সাহেব বাজারেও বাংলালিংকের এজ পুরোপুরি চালু হয়নি । এখন চালু হয়েছে । ৫-৬ আগে একটেল মিনি প্যাক ইউজ করে ধরা খেয়েছি । এজ থাকলেও স্পিড ভাল পাইনি । আমার এখানে বাংলা লায়নের কাভারেজ-এর আওতায় আসে নি । সিটিসেল জুম আলট্রার স্পিড মোটামোটি ভাল পাওয়া যায় । আমি এখন ইউজ করি বিটিসিএল এর এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট । অনেকের কাজে শুনি প্যাকেজের থেকে স্পিড বেশী পায় । আমি অবশ্য প্যাকেজের যে স্পিড তাই পাই । আনলিমিটেড ডাউলোড হওয়ায় আমি সন্তষ্ট বিটিসিএল-এর ইন্টারনেট ব্যবহার করে ।
আমার মতে বিটিসিএল এর ডিজিটাল টেলিফোন লাইনের সুবিধা থাকলে সবচেয়ে ভাল হল বিটিসিএল এর ব্রডব্যান্ড কানেশন ।
০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৮
আজম মাহমুদ বলেছেন: বিটিসিএল কি কখনও কখনও ডিসকানেক্ট হয়ে যায় কিংবা কখনও লাইন থাকে না এরকম হয়? যদি এসব না হয় তাহলে তো সোনায় সোহাগা। কারণ প্রতিটি উপজেলা প্রপারে অন্তত এটার লাইন আছে আর এর মডেম খরচও কম। কিন্তু ওয়ারলেস না হওয়ায় ল্যাপিতে কিছুটা সমস্যাই বটে।
যাক আপনার মন্তব্য খুব কাজের হয়েছে। ভালো লাগলো।
২২| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ৮:২৩
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: হারামীর ফোন সকাল থেকে কমপক্ষে ১৫ বার লাইন ড্রপ করেছে ! আনলিমিটেড ব্যবহার করি । স্পিড খুব খারাপ !
০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৬
আজম মাহমুদ বলেছেন: তারপরও কেন হারামীর ফোন চালাচ্ছেন। তবে একটা কথা যদি আপনার এলাকায় অন্য অপারেটর চালিয়ে শেষ পর্যন্ত এখানে ফিরে আসা ছাড়া উপায় না থাকে তাহলে অন্য কথা। একবার অন্য কিছু ট্রাই করে দেখেন, তবে বাংলালিংক ও এয়ারটেল ছাড়া। বিশেষ করে একটা টিপস বলি-
যদি আপনার এলাকায় জিপিআরএস হয় তাহলে তা স্লো হবেই আর যদি এজ হয় তাহলে ফাস্ট হওয়ার কথা। এটা আপনি এজ সাপোর্ট কোন মোবাইলে ইন্টারনেট চালানোর সময় দেখবেন জি নাকি ই কোন অক্ষরটি মোবাইলে উঠছে। যদি ই (ইজ) উঠে তাহলে আপনার এলাকায় এজ সাপোর্ট রয়েছে। তারপর সেই অপারেটরের ইন্টারনেট কম্পিউটারে চালিয়ে দেখতে পারেন।
২৩| ০২ রা এপ্রিল, ২০১১ রাত ৮:৪৫
আকাশ চৌধুরী বলেছেন: @ sohagami আপনি জিপি মডেম দিয়ে একটেল(রবি) , বাংলালিংক, ওয়ারিদ(এয়ারটেল) এর ইন্টারনেট ব্যবহার করতে পারবেন । জিপি মডেম কোড দিয়ে লক করা থাকতে পারে । সেক্ষেত্রে কাস্টমার কেয়ারের(যেখান থেকে মডেম কিনেছেন) সাথে যোগাযোগ করতে পারেন । জিপি মডেম দিয়ে কিভাবে অন্য অপারেটরের ইন্টারনেট ব্যবহার করা যায়, তার উপর অনেকগুলো পোষ্ট জিপিতে হয়েছে । সেগুলো খুঁজে পড়ুন সমাধান হবে । আপনার জন্য ফরহাদুল কবির ভাইয়ের একটা পোষ্ট দিলাম । Click This Link
@ ওবায়েদুল আকবরঃ রাজশাহীতে বাংলা লায়ন আমার পরিচিত যারা ব্যবহার করছে, তারা সবাই ভাল বলছে । রাজশাহী শহরের প্রধানকেন্দ্রেই শুধু তাদের কাভারেজ আছে । আরো বিস্তারিত ভাবে জানার জন্য নিচের লিংক গিয়ে রাজশাহী টাবে ক্লিক করে দেখুন ।
http://www.banglalionwimax.com/coverage.php#
০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৭
আজম মাহমুদ বলেছেন: আকাশ চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমিও ১০০% সহমত।
২৪| ০৩ রা এপ্রিল, ২০১১ সকাল ৭:৩২
আমি রুবেল বলেছেন: বিটিসিএল ব্যবহার করছি। এটা ১০০০ টাকা, কাগজে কলমে ২৫৬ এর দাম তবে পাই ৫১২র স্পীড প্রায় ৬০-৬৫কেবি স্পীড থাকে এভারেজ। কি কারনে লিমিট করতে পারেনাই জানিনা বাট আমারি লাভ।
রিজার্ভ ব্যান্ডউইথ থেইকা দিতাসে, ভালা সার্ভিস দেখানোর লাইগা। সেইটা দেইখা গত মাসখানেক ধইরা আমিও বিকিউব-এ আছি। ভালাই আছি(কতদিন থাকুম,জানিনা)।
০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৮
আজম মাহমুদ বলেছেন: দোয়া করি আপনি সারাজীবন ভালাই থাকুন। এদেশে এভাবেই ভালো থাকতে হয়। নায্য কিছু পাওয়া না গেলে উপরি পাওনায় বড়ই সুখ বোধ হয়।
২৫| ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৪
স্পেলবাইন্ডার বলেছেন: এতদিন গ্রামীণ ব্যবহার করতাম... এখন থেকে একটেল ব্যবহার করব....দেখি কি অবস্থা!
০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৪
আজম মাহমুদ বলেছেন: আপনার জন্য পরামর্শ- প্রথমে একটেল (রবি) এর একটি মিনি প্যাক চালু করে ফেলেন, যদি ডাউনলোড স্পিড ভালো হয় তাহলে ব্যবহার করবেন।
২৬| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৪:২৪
শায়েরী বলেছেন: Amarto zero
০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:০৮
আজম মাহমুদ বলেছেন: দুঃক্ষিত, এই মুহুর্ত্বে আপনার ডায়ালকৃত নম্বরটিতে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না...
২৭| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:২৪
শিবলী বলেছেন: জুম আলট্রা। ভাল পাচ্ছি।
০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৪
আজম মাহমুদ বলেছেন: জুম আল্ট্রা খুবই ভালো। তবে খরচটা একটু বেশি।
২৮| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪০
নিক্সন১৩৩৩ বলেছেন: suru korechilam gp diye..... all time 30-40 thakto rate 45........ 6 month por hota dekhi speed 2-3.... .... porer mase prothomk 10 din thik abar ek obosta. ovijog dilam... ora bole ekhn unlimited(postpaid) e naki 5 gb limit
.. mejaj kharap hoye gelo....... rag kore nilam banglalink...... 16-22 thakto.... ekhn banglalion ymax e asi 256 unlimited.......... happy......... gp sucks...... oder paile juta pita kortam.......... :@
০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৬
আজম মাহমুদ বলেছেন: হাঁ হাঁ হাঁ, দেখেছেন যদি কেউ সুবিধা দেওয়ার মতো থাকতো তাহলে এই ঠকবাজ মোবাইল অপারেটরদের কি অবস্থা হতো। যা ইচ্ছে তাই করে খাচ্ছে ভাই, দেখারও কেউ নেই, বলারও কেউ নেই।
২৯| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪২
অদ্ভুতুরে বলেছেন:
০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৮
আজম মাহমুদ বলেছেন: বুঝলাম, চালিয়ে যান।
৩০| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪২
মদন বলেছেন: Click This Link
০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১১:৫১
আজম মাহমুদ বলেছেন: খুব ভালো বিষয়, রাজশাহী শহরের জন্য বাংলালায়ন নেটআশির্বাদ স্বরূপ।
৩১| ০৩ রা এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪৫
জাহাজী পোলা বলেছেন:
আমি মালায়সিয়ান সিম আর চাইনিজ মোডেম ইউজ করি, থ্রি জী নেট থাকলে এই অবস্থা থাকে
০৪ ঠা এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৩
আজম মাহমুদ বলেছেন: বিদেশের এই গতি দেখে বাংলাদেশের ইউজাররা একটু শান্তি পেলো।
৩২| ০৩ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:১৯
শরীফ উদ্দীন বলেছেন: ঢাবি ক্যাম্পাসে যারা থাকেন তাদের তো কোন সমস্যাই নাই। প্রায় অনেকগুলো হলেই ওয়াই-ফাই নেটওয়ার্ক আছে। পুরা ফ্রি। আর স্পিড ফাট্টাফাট্টি......। ডাউনলোড মোটামুটি পিক আওয়ারে ৪৫ কেবিপিএস থেকে ৮০ কেবিপিএস থাকে। তবে টি.এস.সি-তে এমন স্পিড পাওয়া যায়না। কারণ ওইখানে ইউজারের চাপ অনেক অনেক বেশি।
০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৩
আজম মাহমুদ বলেছেন: আহা এমন ফ্রি যদি পাইতাম! তবে শান্তনা এই ফ্রি জিনিস ভালা না।
৩৩| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৯:৪১
িনদাল বলেছেন: @শরীফ উদ্দীন: ভাই আপনি কোন হল থেকে ইউস করেন ?
হল এর নাম আর পাসওয়ার্ড টা বলেন। টেস্ট করে দেখি
০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৪
আজম মাহমুদ বলেছেন: ওহ! এটা আমার জন্য নয়।
৩৪| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১২:১০
আকাশ চৌধুরী বলেছেন: আমি প্রায় তিন মাস থেকে বিটিসিএলের ব্রডব্যান্ড করছি । এর মধ্যে কানেকশন কখনও ডিসকানেক্ট হয় নি । তবে মাসে ৪-৫ দিন মাঝে মধ্যে ৩০-৪০ সেকেন্ডের জন্য স্পিড ০ হয়ে যায়, কিন্তু ডিসকানেক্ট হয় না । আমি গত তিন মাসে গড়ে ৪৫ জিবি ডাউনলোড করেছি ।
মডেমে পাওয়ার লাগে । তাই বিদ্যুৎ চলে গেলে ল্যাপটপে ইউজ করতে পারবেন না । ওয়ারলেস রাউটারযুক্ত মডেম বা মডেম কিনে পরে ওয়ারলেস রাউটার কিনলে বাড়িতে বা ছোট অফিসে নেট ইউজ করতে পারবেন । এজন্য প্রায় ২০০০-৩০০০ টাকা বেশী খরচ হবে ।
০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৮
আজম মাহমুদ বলেছেন: আপনার আগের মন্তব্যটি ছিলো (অনেকের বোঝার জন্য এই কাজ করা হলো)-
থাকি রাজশাহীতে । ৪-৫ বছর আগে জিপি ব্যবহার করতাম স্পিড পেতাম ২০-৩০ KB/S । জিপির স্পিড কমে যাওয়ায় বাংলালিংক ইউজ করতাম ৮-৯ মাস আগে । স্পিড পেতাম ২৫-৩০ KB/S । আমার এখানে যখন বাংলালিংক এজ চালু করে তখন রাজশাহীর সাহেব বাজারেও বাংলালিংকের এজ পুরোপুরি চালু হয়নি । এখন চালু হয়েছে । ৫-৬ আগে একটেল মিনি প্যাক ইউজ করে ধরা খেয়েছি । এজ থাকলেও স্পিড ভাল পাইনি । আমার এখানে বাংলা লায়নের কাভারেজ-এর আওতায় আসে নি । সিটিসেল জুম আলট্রার স্পিড মোটামোটি ভাল পাওয়া যায় । আমি এখন ইউজ করি বিটিসিএল এর এডিএসএল ব্রডব্যান্ড ইন্টারনেট । অনেকের কাজে শুনি প্যাকেজের থেকে স্পিড বেশী পায় । আমি অবশ্য প্যাকেজের যে স্পিড তাই পাই । আনলিমিটেড ডাউলোড হওয়ায় আমি সন্তষ্ট বিটিসিএল-এর ইন্টারনেট ব্যবহার করে ।
আমার মতে বিটিসিএল এর ডিজিটাল টেলিফোন লাইনের সুবিধা থাকলে সবচেয়ে ভাল হল বিটিসিএল এর ব্রডব্যান্ড কানেশন ।
আমার জানতে চাওয়া ছিলো-
বিটিসিএল কি কখনও কখনও ডিসকানেক্ট হয়ে যায় কিংবা কখনও লাইন থাকে না এরকম হয়? যদি এসব না হয় তাহলে তো সোনায় সোহাগা। কারণ প্রতিটি উপজেলা প্রপারে অন্তত এটার লাইন আছে আর এর মডেম খরচও কম। কিন্তু ওয়ারলেস না হওয়ায় ল্যাপিতে কিছুটা সমস্যাই বটে।
যাক আপনার মন্তব্য খুব কাজের হয়েছে। ভালো লাগলো।
আপনার কথা থেকে বুঝতে পারলাম, বিটিসিএল খুব ভালো, এইটুকু সীমাবদ্ধতা ছাড়া।
৩৫| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১২:৪২
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ভাই ফান বা আক্ষেপ করছি না। সত্যি। আমি জিপিতে চাকুরি করি না, তবে জিপির হেড অপিসের সাথে আমার অফিসিয়াল কারনে দিনে কয়েকবারই যোগাযোগ করতে হয়। অনিবার্যকারনে আমার লোকেশন বলা সম্ভব নয়। লোকেশন বললে আপনি বুঝতে পারতেন, স্যরি !
০৪ ঠা এপ্রিল, ২০১১ দুপুর ১২:০০
আজম মাহমুদ বলেছেন: আপনি যে ব্যাপারে লিখেছিলেন-
gp p6 use kori, all time 200+kbps paai.
বুঝতে পারলাম দেশের আর কেউ জিপি চালিয়ে ২০০+কেবি পায় না আর আপনি? ভাই আপনি কি জিপি'র হেড অফিসে কাজ করেন....?
নাকি এটা আপনার শুধুই আক্ষেপ...
পরিস্কার হলো না।
আপনার এই মন্তব্য থেকে বিষয়টি পরিস্কার হলো।
৩৬| ০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৮
আকাশ চৌধুরী বলেছেন: @ লেখকঃ মেঘনা পাড়ের ছেলে বলেছেন: gp p6 use kori, all time 200+kbps paai. অথ্যাৎ মেঘনা পাড়ের ছেলে 25KBPS + পায় । kbps এবং kBps এর মধ্যে পার্থ্যক আছে । বড় হাতের B হল বাইট এবং ছোট হাতের b হল বিট । আট বিটে এক বাইট হয় । সুতরাং ২০০ কিলোবিট পার সেকেন্ড হল ২৫ কিলোবাইট পার সেকেন্ড । ব্যান্ডউইথের বহুল ব্যবহৃত রুপ হল বিট পার সেকেন্ড ।
০৪ ঠা এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৬
আজম মাহমুদ বলেছেন: বিষয়টি আমার সহ অনেকের জানা ছিলো না। খুব উপকার করে গেলেন। ধন্যবাদ।
৩৭| ০৪ ঠা এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৮
ইবনে 'উমার বলেছেন: একটেল চালাচ্ছি ভাল স্পীড্ ২০-২২ কেবি
০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৯
আজম মাহমুদ বলেছেন: হ্যাঁ ভাই কোথাও কোথাও এর স্পিড ভালো পাওয়া যাবে। আবার কোথাও জুম, আবার কোথাও জিপি। তাই আমার একটাই পরামর্শ একটা নেটওয়ার্কে না থেকে টেস্ট করে দেখে শুনে চালানো প্রয়োজন।
৩৮| ০৪ ঠা এপ্রিল, ২০১১ দুপুর ১:০৮
রাজ ভাই বলেছেন: সকাল থেকে কমপক্ষে ৩৫ বার লাইন ড্রপ করেছে । স্পিড খুব খারাপ !
০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১০
আজম মাহমুদ বলেছেন: Kintu kon net use korchen?
৩৯| ০৪ ঠা এপ্রিল, ২০১১ দুপুর ২:২৫
রাষ্ট্রপ্রধান বলেছেন: রবি পিপড়ায় ঠেলে ঠেলাগাড়ী
০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১২
আজম মাহমুদ বলেছেন: আপনি রবি চেঞ্জ করে অন্য কিছু ট্রাই করে দেখুন। রবি তো আর আপনাকে কিনে নেয়নি। হয়তো আপনার ওখানে রবির চাইতে জিপি বা টেলিটক (এটা আরও স্লো হতে পারে) ফাস্ট কাজ করবে।
৪০| ০৪ ঠা এপ্রিল, ২০১১ বিকাল ৫:০০
বাউন্ডুলে রুবেল বলেছেন: কিউবি রক্সক্সক্সক্সক্সক্সক্সক্সক্সক্সক্সক্সক্সক্সক্সক্স
০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৩
আজম মাহমুদ বলেছেন: কিউবি'র জন্য আবার রক্স..........
কিন্তু ওরা কি শুধু শহরেই থাকবে?
৪১| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১০:৩৩
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: @আকাশ চৌধুরি: সহমত।
বর্তমানে ২৬০kbps / ৩২ , এটা কখনও 230kbps / ২৮ এর নিচে কখনও নামে না। আর লাইন কেটে যাবার সমস্যায় কখনও পড়ি নি। আমি সন্তুষ্ট। আমি যে টাইপের কাজ করি এর বেশী আমার প্রয়োজন নেই।
০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৪
আজম মাহমুদ বলেছেন: আমিও তাই মনে করি আমাদের সাধারণ ইউজারদের বেশি চাওয়া নেই। গাড়ী যেন না থেমে যায়... এইটুকুই চাওয়া।
৪২| ০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৫
অজানা এক পথিক বলেছেন: আগে জিপি ইউজ করতাম। লিমিট ক্রস না করলে স্পিড ২০ এর মত থাকত। আমার আনলিমিটেড ছাড়া চলএ ণআ টআই ২ মাস থেকে বিটিসিএল ইউজ করছি। লাইন ড্রপ হয় মাঝে মাঝে। তাছাড়া SNR কমে গেলে মডেম রিস্টার্ট দিতে হয়। স্পিড ৫০- ২৫০ KBps আপ ডাউন করে। বেশীরভাগ সময় ৮০-৯০ থাকে। আমার ভালই চলতেছে।
০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৭
আজম মাহমুদ বলেছেন: আপনার কাছ থেকে আমাদের পূর্বের ধারনা আরও শক্ত হলো। বিটিসিএল অবশ্যই ভালো। যাদের ক্যাবল লাইনে কোন বিরক্তি বা অসুবিধা নেই তারা নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা আপনি কি থানা লেবেলে আছেন? ওদের থানা লেবেলেও কি এই রকম গতি পাওয়া যায়? পেলে খুব ভালো বিটিসিএল।
৪৩| ০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৬
শরীফ উদ্দীন বলেছেন: @িনদাল ভাই: আমি জিয়া হল ও জসীম উদ্দীনে ব্যবহার করে দেখেছি। জহুতে ইউজ করি নাই। তবে সেখানে ভাল স্পিড পাওয়া যায় আমার বন্ধু বলল। ও ওই হলে থাকে। আর নেট এক্সেসের জন্য কোন পাস লাগেনা। ল্যাপি নিয়া যেকোন যায়গায় বইসা যাইবেন আর ব্যবহার করবেন। কোন পাস নাই, ইউজার নেই। তবে জিয়া হলের চার তলায় পাবেন না। কারণ এখনো চার তলা কাভারেজের আওতায় আনে নাই।
০৭ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:৪৮
আজম মাহমুদ বলেছেন: খুব খুব খুব বহুত অচ্ছা হেয়।
৪৪| ০৬ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৩৮
শরীফ উদ্দীন বলেছেন: @িনদাল ভাই: আমি জিয়া হল ও জসীম উদ্দীনে ব্যবহার করে দেখেছি। জহুতে ইউজ করি নাই। তবে সেখানে ভাল স্পিড পাওয়া যায় আমার বন্ধু বলল। ও ওই হলে থাকে। আর নেট এক্সেসের জন্য কোন পাস লাগেনা। ল্যাপি নিয়া যেকোন যায়গায় বইসা যাইবেন আর ব্যবহার করবেন। কোন পাস নাই, ইউজার নেই। তবে জিয়া হলের চার তলায় পাবেন না। কারণ এখনো চার তলা কাভারেজের আওতায় আনে নাই।
৪৫| ০৭ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৪
অজানা এক পথিক বলেছেন: স্পিড অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনার লাইনে SNR & Attenuation ভাল থাকলে স্পিড সমস্যা করবে না। আমি ঢাকাতে ব্যাবহার করি
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১১ দুপুর ১:০৭
কোহকাফের বাসিন্দা! বলেছেন: গেরামিন। হেগর মডেম। জঘইন্য। ২/৩ দিনে রাইতে ৮/৯