নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
পৃথিবীতে আসার আগে
অন্যন সুন্দর এক মূহূর্তে-
সাক্ষাত হয়েছিল;
আমার প্রিয়তমার সাথে।
অনেক ভালবাসা জরানো কন্ঠে বলেছিলাম-
আমার মমতা আর ভালবাসা
সাথে আমার শ্রেষ্ঠ সুখ; রেখ কিন্তু বুকে আগলে,
তোমার বুকের উষ্ণতার মাঝে।
ভূল করে হলেও দিওনা যেন কাউকে
এমনকি-
কেউ হাতও যেন না দেয় তাতে।
পৃথিবীতে আসলাম আজ অনেক দিন হল।
আমি রীতিমত যুবক হয়ে প্রিয়তমাকে খুঁজছি।
কিন্তু-
কি অদ্ভুত! কোথাও নেই সে।
চাপা অস্থিরতায়-
এই মেয়ে ওই মেয়ের দিকে চেয়ে থাকি।
একটা কষ্ট; হারিয়ে ফেলার বেদনা-
শুধু আহবান করে আমায়
তার সাগরে ঝাপ দিতে।
আমার সাহস হয়না।
ভালবাসাটা আমার আমিতে ছড়িয়ে থাকায়
একটা বিশ্বাস বাসা বেধে বড় হতে থাকে-
আমার বিশ্বাস; নিশ্চয় তাকে খুঁজে পাব আমি একদিন।
২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৪৮
ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন সবসময়।
২| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৩
কাইকর বলেছেন: পেয়ে যাবেন। ভালভাবে খুঁজুন
২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৭
ফেনা বলেছেন: হা হা হা হ....ধন্যবাদ।
৩| ২২ শে মে, ২০১৮ দুপুর ১:০৪
কাইকর বলেছেন: আমিও কিন্তু রসিকতা করেই বলেছি লেখক সাহেব। ভাল হয়েছে কবিতা।লাইক দিলাম।
২২ শে মে, ২০১৮ দুপুর ১:০৮
ফেনা বলেছেন: ধন্যবাদ।
৪| ২২ শে মে, ২০১৮ দুপুর ১:১৯
পবন সরকার বলেছেন: ভালো লাগল।
২২ শে মে, ২০১৮ দুপুর ১:৩৩
ফেনা বলেছেন: ধন্যবাদ পবন সরকার ভাই।
কেমন আছেন?
৫| ২২ শে মে, ২০১৮ দুপুর ১:২২
তারেক_মাহমুদ বলেছেন: বেশ লাগলো ফেনা ভাই, কিসের ফেনা সাবানের নাকি কফির?
২২ শে মে, ২০১৮ দুপুর ১:৩৭
ফেনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
হা হা হা .....
প্রথম আলো ব্লগের সময় একবার ব্লগারদের নৌকা ভ্রমন হয়ছিল। তখনও ফেনা নামের অর্থ অনেকেই জিজ্ঞাস করেছিল।
আজ আপনি। অনেক মজা পাইলাম।
বলব এক সময়।
৬| ২২ শে মে, ২০১৮ দুপুর ১:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: আপনার বিশ্বাস সত্যি হোক।কবিতা ভাল লেগেছে।
২২ শে মে, ২০১৮ দুপুর ২:১৮
ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব।
অনুপ্রেরণাই শক্তি।
ভাল থাকবেন।
৭| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:০০
রাজীব নুর বলেছেন: এবার কি সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড হবে ??!!
গ্রীষ্মকালেই এই অবস্থা , তাহলে বর্ষাকালে কি হবে ??!!
২২ শে মে, ২০১৮ দুপুর ২:২০
ফেনা বলেছেন: ধন্যবাদ।
জনাব আমার জ্ঞানের পরিধি অনেক ছোট।
আপনার মন্ত্যবের মানে বুঝতে পারিনি।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:২৯
বৃষ্টি বিন্দু বলেছেন: কবিতা খারাপ হয়নি। আরেকটু রস দিয়েন।
সার্থকতা যেন ফুটে উঠে আপনার প্রিয়তমার সাক্ষাতে।