নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
শীতের এক সকালে-
শিশিরের কোমলতা আর
সূর্যের প্রথম আলোয়
মনটা চনমন করে উঠে।
বাইরে বের হয়ে দেখি-
শুভ্র শাড়ি পড়ে কোমল চেহারার এক মেয়ে
খালি পায়ে-
ঘাসের ডগায় জমে থাকা
হিরার মত টুকরো শিশিরের জলের উপর-
অনেক সাবধানে হাটছে।
চুলে গুজে রেখেছে একটা লাউ ফুল
দুধ সাদা হাতে তার কলমি ফুল।
মনটা আমার শিহরিত হয়ে কুয়াশার মত দোল খায়।
একটু একটু করে সামনে এগিয়ে যায়
মনে হতে থাকে; সে আমার হাজার বছরের চেনা।
তাহলে কি সে-ই আমার......
সামনে এগিয়ে নিঃশব্দে দাড়িয়ে থাকি।
খুব দ্রুত চোখের পলক ফেলতে ফেলতে
আমাকে বলে-
আপনি........
আমি কি আপনাকে চিনি?!!
মনে হয়-
কিন্তু -
ঠিক মনে করতে পারছিনা।
বলেনতো আপনার সাথে আমার কোথায় দেখা হয়েছিল?
আমার ঠোঁটের কোনায় খুঁজে পাওয়ার আনন্দ।
তাকে বলি-
আমাকে ছুঁয়ে দেখ
তোমার সব মনে পড়বে।
তার দুধ সাদা একটা হাত আমার দিকে এগিয়ে আসতে থাকে
আমাকে স্পর্শ করে
প্রচন্ড অস্থিরতায় কাঁপতে থাকে সে
কাপা কাপা গলায় বলতে থাকে-
এত দিন কোথায় ছিলা!
আর সোজা হয়ে দাড়িয়ে থাকতে পারেনি
জড়িয়ে ধরে- কাঁদো কাঁদো গলায় বলতে থাকে
প্রতিজ্ঞা কর; আর হারাবেনা তুমি।।
২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৯
ফেনা বলেছেন: ধন্যবাদ।
সাথে থাকুন।
২| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০
সনেট কবি বলেছেন: ভাল
২২ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৯
ফেনা বলেছেন: পনাকে অনেক ধন্যবাদ জনাব।
৩| ২২ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার
২৩ শে মে, ২০১৮ সকাল ১১:১৪
ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব।
৪| ২৩ শে মে, ২০১৮ রাত ১২:০১
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
২৩ শে মে, ২০১৮ সকাল ১১:১৬
ফেনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয়।
কেমন আছেন জনাব?
৫| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:০১
রাজীব নুর বলেছেন: বেশ ভালো।
২৩ শে মে, ২০১৮ সকাল ১১:১৭
ফেনা বলেছেন: আপনাকে আজ একটু বেশি করেই ধন্যবাদ দিলাম।
ভাল থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৮ বিকাল ৪:২৯
কাইকর বলেছেন: আহা.....কি ভালবাসা