| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ফেনা
	মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
আমি-
নীশিতে নিঃস্বার্থ ভাবে ভালবাসতে পারি তোমাকে।
প্রশ্ন করতে পার-
দিনে নয় কেন?
দিনের অপরাধ?
আমি ঠিক তোমাকে বুঝাতে পারবনা।।
আসলে তুমি কল্পনাও করতে পারবেনা-
দিনে আমি কতটা অসহায় থাকি!!
কত গুলো কষ্ট আর যন্ত্রনাকে আমি
সেবা দিয়ে থাকি!!
অনেকটা ডে-কেয়ার সেন্টারের মত।
আর পর্দার পেছন থেকে ক্যামেরা ধরে থাকে কিছু-
ভীবৎস অসহায়ত্বে বেড়ে উঠা
তরতাজা সাদাকাল বেকার জীবন।
তাদের সাথে একাত্মা প্রকাশ করে জ্বলন্ত বেনসন।
দিনের জমানো কষ্টগুলোকে
অল্প অল্প করে পুরে-
সময়ের শেষে তৈরী করে ছাঁই।
আর-
নিকোটিন যুক্ত ধোঁয়াকে পাঠানো হয় ভ্রাম্যমান আদালত করে,
অন্তর পরিদর্শনে।
সারাটা দিন ব্যাস্ত থাকি-
ঐ আদালতের প্রয়োগকৃত শাস্তি ভোগ করতে।
বুঝতে পারছ সাবাহ্??
আমি আসলেই দিনে সময় পাইনা।
তাই-
রাতের সময়টা তোমাকে উৎসর্গ করলাম।
 
২৭ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৬:৩৭
ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ নুরু ভাই। 
আপনাদের উতসাহই আমার অনুপ্রেরণা।
২| 
২৮ শে মে, ২০১৮  সকাল ১০:৫০
রাজীব নুর বলেছেন: আমি কবিতার মাঝে বাক্য খুঁজি
বাক্যের ভেতর শব্দ খুঁজি
শব্দের সঙ্গে বর্ণ খুঁজি
বর্ণের গভীরে আঁচড় খুঁজি।
 
২৮ শে মে, ২০১৮  সকাল ১১:১৭
ফেনা বলেছেন: 
  ![]()
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৮  সন্ধ্যা  ৬:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দিনে মুখটাকে আড়াল করা যায়না
রাতের আধারে কালো মুখ দেখেনা কেউ
তাই রাতে ভালোবাসতে পারে পতিত পুরুষ!!
সুন্দর লিখেছেন ফেনা ভাই
ভালো লাগলো কবিতা