নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

উৎসর্গকৃত জীবন

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

আমি-
নীশিতে নিঃস্বার্থ ভাবে ভালবাসতে পারি তোমাকে।
প্রশ্ন করতে পার-
দিনে নয় কেন?
দিনের অপরাধ?
আমি ঠিক তোমাকে বুঝাতে পারবনা।।
আসলে তুমি কল্পনাও করতে পারবেনা-
দিনে আমি কতটা অসহায় থাকি!!
কত গুলো কষ্ট আর যন্ত্রনাকে আমি
সেবা দিয়ে থাকি!!
অনেকটা ডে-কেয়ার সেন্টারের মত।
আর পর্দার পেছন থেকে ক্যামেরা ধরে থাকে কিছু-
ভীবৎস অসহায়ত্বে বেড়ে উঠা
তরতাজা সাদাকাল বেকার জীবন।
তাদের সাথে একাত্মা প্রকাশ করে জ্বলন্ত বেনসন।
দিনের জমানো কষ্টগুলোকে
অল্প অল্প করে পুরে-
সময়ের শেষে তৈরী করে ছাঁই।
আর-
নিকোটিন যুক্ত ধোঁয়াকে পাঠানো হয় ভ্রাম্যমান আদালত করে,
অন্তর পরিদর্শনে।
সারাটা দিন ব্যাস্ত থাকি-
ঐ আদালতের প্রয়োগকৃত শাস্তি ভোগ করতে।
বুঝতে পারছ সাবাহ্??
আমি আসলেই দিনে সময় পাইনা।
তাই-
রাতের সময়টা তোমাকে উৎসর্গ করলাম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দিনে মুখটাকে আড়াল করা যায়না
রাতের আধারে কালো মুখ দেখেনা কেউ
তাই রাতে ভালোবাসতে পারে পতিত পুরুষ!!

সুন্দর লিখেছেন ফেনা ভাই
ভালো লাগলো কবিতা

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ নুরু ভাই।

আপনাদের উতসাহই আমার অনুপ্রেরণা।

২| ২৮ শে মে, ২০১৮ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: আমি কবিতার মাঝে বাক‍্য খুঁজি
বাক‍্যের ভেতর শব্দ খুঁজি
শব্দের সঙ্গে বর্ণ খুঁজি
বর্ণের গভীরে আঁচড় খুঁজি।

২৮ শে মে, ২০১৮ সকাল ১১:১৭

ফেনা বলেছেন: B:-/ B:-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.