নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা কাকে বলে?

১২ ই জুন, ২০১৮ দুপুর ১:০৫

বালিকা-
কখনো কি মধ্যরাতে আয়না দেখতে মন চায়?
যখন চায়বে-
একটু খেয়াল করে তোমার মনের আয়নাতে
চোখ তুলে চেয়ে দেখ,
দেখবে- আমার মুখখানি,
তোমার প্রতি আমার আকুতি
আমার চোখ দুটি চেয়ে আছে অপলক,
ঠিক তখন প্রচন্ড গরমেও অনুভব হবে-
শীতল অনুভতি।
অপরাজিতা প্রিয়াশ্বরী-
একেই কি ভালবাসা বলে??

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: তেজি এবং জ্বালাময়ি কবিতা লিখুন।

১৩ ই জুন, ২০১৮ দুপুর ১:২৮

ফেনা বলেছেন: এত তেজ এবং জ্বালা কই পামু?
মাঝে মাঝে তেজহীন এবং প্রেমময়ী হতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.