নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
অতপর-
আমার অনুভুতি ভরা চিঠিটা লিখেই ফেললাম,
তোমাকে জানাব বলে।
এই চিঠিতে আমার বুক ভরা ভালবাসার সাথে-
তোমার প্রতি আমার হ্রদয়ের স্পন্দনের স্পর্শ লিখেছি।
প্রতিটা শব্দের মাঝে আমার বেচেঁ থাকার কারণ বলেছি,
বলেছি; তুমি আমার প্রতিটি শ্বাসের উৎসের কথা।
প্রিয়, তুমি কি জান-
এই চিঠিটা আমার সমস্ত জীবনের বেচেঁ থাকার প্রকাশ।
কারণ-
এই চিঠিটা পড়ে তোমার হ্যাঁ বা না বলাটাই;
আমার জীবনের গতিপথ মুহুর্তেই বদলে দিতে পারে।
একটা হ্যাঁ অথবা না-ই-
আমার জীবনটাকে স্বার্থক বা অনর্থক করে দিবে।
বুঝতে পারছ প্রিয়- এই চিঠিটা আমার কাছে কতটা গুরুত্তপুর্ণ??
একটা অনুরুধ প্রিয়-
তুমি আমার এই ভালবাসা মাখা চিঠিটা-
শুধু- একবার পড়ে নিও।
শুধু একবার।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭
ফেনা বলেছেন: পড়ার জন্য এবং উতসাহ দিবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
২| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:০২
শামচুল হক বলেছেন: দারুণ কবিতা।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৭
ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব।
৩| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:১৭
শাহরিয়ার কবীর বলেছেন: চিঠি ভালো হয়েছে +
২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৮
ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:২০
সিগন্যাস বলেছেন: শুধু চিঠির গুণগান লিখেছেন পোষ্টে।চিঠিটা কোথায়?
২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৩
ফেনা বলেছেন: ভাই চিঠিটা আসবে পোষ্ট হিসাবে।
সাথে থাকুন।
অনেক অনেক ধন্যবাদ পোষ্ট পড়ার এবং মন্তব্য করার জন্য।
৫| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:৪৮
রাজীব নুর বলেছেন: প্রথম লাইন 'অথপর' হবে না। হবে অতপর। নাকি?
২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:৫২
ফেনা বলেছেন: ভূল দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজীব ভাই।
কেমন আছেন আপনি।
২৯ শে জুন, ২০১৮ দুপুর ১:৫৪
ফেনা বলেছেন: বানান ঠিক করে দিলাম।
৬| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৪২
রাকু হাসান বলেছেন: অতিগুরুত্বপূর্ণ চিঠি ! ফেনা , বাাঁচ মরার সন্ধিক্ষণ । এই প্রথম মনে হয় আপনার লিখা পড়লাম .....নতুন তো আমার ব্লগে নিমন্ত্রণ দিয়ে গেলাম ..আর আমি অতিথির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন আসবে সেই অতিথি .....অনেক বেশি ভাল থাকবেন
ফেনা
২৯ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৪
ফেনা বলেছেন: আমার লখা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার ব্লগে যাওয়ার নিমন্ত্রন গ্রহন করলাম। এবং আপনাকে ব্লগে স্বাগতম।
৭| ২৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৫
কাইকর বলেছেন: পড়লাম।ভাল লাগলো
২৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৮
ফেনা বলেছেন: ধন্যবাদ জনাব কাইকর।
কেমন আছেন?
৮| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
লাবণ্য ২ বলেছেন: চমৎকার!
৩০ শে জুন, ২০১৮ সকাল ১০:১১
ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৩
ভ্রমরের ডানা বলেছেন:
দারুণ তো কবিতাটা! আমি এমন লেখতে পারি না!