নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

আমি বন্দী

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২


উচ্চ আদালত সরকারের কাছে জানতে চেয়েছে
আমি বন্দী নয় কেন!

আমি যতবারই বলেছি-
বিশ্বাস করেনি তারা।
তারা বলেছে-
আমি রিষ্ট পুষ্ট নিরাপদ আবাস্থল পেয়েছি।

কিন্তু আমার যে দম বদ্ধ হয়ে আসে
ইটের পোড়া বটকা গন্ধে।
ঘুম থেকে উঠে পাইনা প্রকৃতির নির্মল হাওয়া
সবুজের স্নিগদ্ধতায় ভরে উঠেনা আমার চোখ জোড়া
আড়ষ্টতা ভাঙ্গার জায়গা পাইনা।

এক কাপ কফি হাতে যখন
ঐ জানালাটার পাশে এসে দাড়ায়
নিজেকে তখন জেলখানার পুরানো কয়েদীই মনে হয়।

তত্তাব্দায়ক সরকারের সময়
দুই নেত্রীকে নেওয়া হয়েছিল জেলখনায়,
তারা তো আমার থেকে ভালছিল-
থাকা-খাওয়া-যোগাযোগ সবই ছিল।

তবে কি আমি-
প্রতিনিয়ত একটা জেলখানায় বাস করছিনা!

তাহলে- সরকার কেন বলবে-
আমি বন্দী নয়।
আমি রিষ্ট পুষ্ট নিরাপদ আবাস্থল পেয়েছি।

খাক! সে আবান্থল-
ঐ সব পিপড়ের দল
আমি দাঁড়াবনা লাইনে
হাটব শুধুই ডাইনে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪০

এ.এস বাশার বলেছেন: কবিতায় ভাল লাগা.....

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন সতত।

২| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন: রাজনীতির কবিতা খুবই কম চোখে পড়ে।

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৬

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৮

কাইকর বলেছেন: ভাল ছিল

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৮

ফেনা বলেছেন: ভাল ছিল!! এখন নাই???

৪| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৭

উদাসী স্বপ্ন বলেছেন: ভাই, বানানের এই অবস্থা কেন?

অটোকারেশন চালু রেখে বাংলাটা টাইপ করেন। এলগোরিদমটা আগের টাইপিং মনে রাখে। ফলে দিন যত যায় সেটা তত সমৃদ্ধ হয় যতদিন না ফ্যাক্টরী রিসেট মারতেছেন

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪১

ফেনা বলেছেন: প্রথম কথাঃ আমি বানানে একটু কাচাঁ।
দ্বিতীয় কথাঃ আমার কী-বোর্ড সমস্যা। যার কারণে হয়ে যায় ভূল।

দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

৫| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৫

সাইন বোর্ড বলেছেন: কবিতাটির প্রথম পাঁচ প‌্যারায় কাব্যিক অাবহাওয়া বেশ ভাল ছিল, পরে এসে অনেকটা স্ট্রেইট বর্ণনা হয়ে গেছে । বাস্তব ভাবনা ভাল লাগল ।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫

রাজীব নুর বলেছেন: বিরক্তহীন কবিতা।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৫

ফেনা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.