নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা আজ অন্ধকারে

১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭


আচ্ছা এখানে এত অন্ধকার কেন?
আমি বাংলাদেশের স্বাধীনতা তো তাই।
বুঝলাম না ভাই!
এত দিন তো জানতাম-
স্বাধীনতা হল সূর্যদীপ্ত আলো,
স্বাধীনতা হল অন্ধকার দূর করার যাদু,
স্বাধীনতা হল ভালবাসার এক মধু চাক।
তবে ভাই এইখানে কেন এত কাল?
বুঝলেন না-
এ তো খুব সোজা।
এই দেশের নেতা আছে যত
আমায় নিয়ে তারা ব্যবসায় করে তত
আমাকে তারা তাদের ইচ্ছে মতন
ব্যবহার করে ফেলে রাখছে অযতন।
আমাকে নাকি আবার বলে-
স্বাধীনতা!!

হায়রে মানুষ, হায়রে নেতা
আমার নাম দিয়েছে স্বাধীনতা!
আমাকে নিয়ে, আমার ইতিহাস নিয়ে
তোমাদের এ কোন খেলায় মত্তা?
আমি বুঝি না।
আমি নিজেই মাঝে মাঝে পড়ে যায় সন্দিহীনতার মাঝে,
আমার নাম কি আসলেই স্বাধীনতা?

আচ্ছা ভাই তুমি তো মানুষ-
এই দেশেরই মানুষ, তুমি কি বল?
আমি কি আর বলব তোমায়
মানুষ তো আর মানুষ নাই
মানুষ এখন স্বার্থ দেখে
নেতা সেজে সব হরণ করে।
আমি তো এক দর্শক মাত্র,
আমার কথা বলা নিষেধ আছে।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৩

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।

কবিতায় ভাল লাগা। +++

দেশটা স্বাধীন হয়েও কেমন যেন পরাধীনতায় ডুবে আছে।

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫

ফেনা বলেছেন: কবিতা পড়া এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সতত।

২| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০০

এ.এস বাশার বলেছেন: ঠিক বলেছেন... আমরা স্বাধীনতার নাম ভাঙ্গিয়ে খাই.......
কবিতা সহজ সরল প্রণবন্ত হয়েছে....................

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮

ফেনা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব।

৩| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯

কুঁড়ের_বাদশা বলেছেন:


স্বাধীনতাকে দোষ দিয়ে কী লাভ ?

লিখুন,বাঙ্গালীর রক্তে কেন দোষ!!!

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২০

ফেনা বলেছেন: স্বাধীনতাকে দোষ দিচ্ছি না। আমাদের নিজেদের দোষের কথায় বলছি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৪

রায়হানুল এফ রাজ বলেছেন: একেবারে ফেনা তুলে ফেলেছেন।

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৩

ফেনা বলেছেন: হা হা হা............
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৬

কাইকর বলেছেন: চমৎকার ।++

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জনাব কাইকর।

৬| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: লুটপাটের স্বাধীনতা আর ক্ষমতা । #:-S

১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০২

ফেনা বলেছেন: জনগনের সচেতনতা জুরুরী।

৭| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

এস এফ ফারুক বলেছেন: মানুষ তো আর মানুষ নাই,
মানুষ একন স্বার্থ দেখে,
নিজের চার-ই ষোলআনা,
পরের ষোলআনা থেকে।

সয়ে যাই যা নিয়তই
চলছে-ঘটছে আগে-পাছে,
আমি এক নীরব দর্শক,
কথা বলা নিষেধ আছে।

এতটুকুনের শুধু এতটুকুই পরিবর্তন এতটুকুন কপি মারা যাবে ভাই???

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

ফেনা বলেছেন: জি জনাব। করেন কপি করেন। আমার সমস্যা নাই।

৮| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: ছবি এবং কবিতা অতি মনোরম।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ রাজীব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.