| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
ফেনা
	মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
 
(স্থীর চিত্র মডেলঃ লেখিকা তসলিমা নাসরিন, গুগুল মামার উপহার) 
এক কোটি বছর আগে তোমার দেওয়া অনুভূতি
আমার দেহে পিল পিল করে অনুভূত হয়।
আমার মনের জমিতে-
তুমি পূর্ণ নারী ছিলে বলেই
গড়েছিলে বুঝি নিরব এক কামনার বাড়ী।
আমি ভালবাসি নারী তোমায়
বোধয় ভালবাসি!
তোমার নোংরা পুকুরে গোসল করেছি অনেকবার
আজো মাঝে মাঝে; মাঝ রাতে
ঐ পুকুরে ডুব দিতে ইচ্ছে হয়।
ইপ্সিত ইচ্ছাকে ইচ্ছে করেই চপেটাঘাত করে বলি-
ঐ পুকুরে আর আমার নয়; তা এখন
অন্য এক পুরুষের। সে ইজারা নিয়েছে
আজ অনেক দিন।
ইজারার কথা শুনলে; এই বুকে কষ্ট হয়।
আমি ভালবাসি নারী তোমায়
বোধয় ভালবাসি!
সম্ভবত-
এক কোটি বছর আগে তোমার দেওয়া অনুভূতির জন্য
সম্ভবত-
তুমি পূর্ণ নারী ছিলে বলে
সম্ভবত-
তোমার নিটল দুটো স্তনের জন্য।
সম্ভব আর অসম্ভবের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে
তোমার পুকুরের ইজারাটুকু হারিয়েছি আমি।
ইজারা হারানোর কষ্ট আমাকে পীড়া দেয়না।
এক কোটি বছর আগে তোমার দেওয়া অনুভূতি
আমার দেহে পিল পিল করে অনুভূত হওয়া।
সম্ভবত-
সেই অনুভূতিই আমাকে পীড়িত করে।
পীড়াগুলো আমার রক্তের- অনুচক্রিকা,
হিমোগ্লোবিনকে আকড়ে ধরে শরীরের
প্রতিটা অঙ্গে ছড়িয়ে যায়।
আমি সম্ভবত তোমাকে ঘৃণা করি
নাকি-
তোমাকে ভালবাসি তোমার পুকুরের কামনায়।
 
২১ শে জুলাই, ২০১৮  দুপুর ১:০৩
ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। 
জি ঠিক করে দিলাম।
২| 
২১ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:৫৬
জাহিদ অনিক বলেছেন: 
ভালো লাগছে।
 
২১ শে জুলাই, ২০১৮  দুপুর ১:০৪
ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয়।
৩| 
২১ শে জুলাই, ২০১৮  দুপুর ১:০৩
এ.এস বাশার বলেছেন: পুকুর একদম ফেনায় ভরপুর........................................  
  
  ![]()
 
২১ শে জুলাই, ২০১৮  দুপুর ১:০৫
ফেনা বলেছেন: হা হা হা হা ......... তাই নাকি??!!!
মন্তব্যের জন্য ধন্যবাদ। 
৪| 
২১ শে জুলাই, ২০১৮  দুপুর ১:৪৭
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: বুঝবে হয়তো আগে আর পরে। এ পার কিংবা ওপারে। নুংরামি শেষ আছে।
 
২১ শে জুলাই, ২০১৮  দুপুর ২:০৯
ফেনা বলেছেন: শেষ হবার কি লক্ষণ আছে???
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| 
২১ শে জুলাই, ২০১৮  দুপুর ২:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন কাব্য কথায়,
মনে হয় ভালোই বাসি
 
২১ শে জুলাই, ২০১৮  দুপুর ২:১১
ফেনা বলেছেন: ভালবাসা সুন্দর পবিত্র। অন্যথায় .......
ভাল থাকবেন সবসময়।
৬| 
২১ শে জুলাই, ২০১৮  বিকাল ৩:৩৮
এখওয়ানআখী বলেছেন: সত্যিই তাই !! ভালবাসা এমনি বোধহয় ? ভালবাসা রইল কবি
 
২১ শে জুলাই, ২০১৮  বিকাল ৩:৪১
ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে কবিতা পড়া এবং মন্তব্যের জন্য।
ভাল থাকবেন সতত।
৭| 
২১ শে জুলাই, ২০১৮  বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: কোনো মন্তব্য করবো না।
 
২১ শে জুলাই, ২০১৮  বিকাল ৪:৫৭
ফেনা বলেছেন: মন্তব্য না করার কারণ - পজেটিভ নাকি নেগেটিভ?
৮| 
২১ শে জুলাই, ২০১৮  বিকাল ৫:১২
লোনার বলেছেন: মনে হচ্ছে, প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ্ আপনার কন্ঠে কথা বলেছেন!
 
২১ শে জুলাই, ২০১৮  বিকাল ৫:১৭
ফেনা বলেছেন: রুদ্র আমার প্রিয় কবির একজন। 
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৯| 
২১ শে জুলাই, ২০১৮  বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন: 
ভালো লাগেনি, কবিতা হয়নি
 
২১ শে জুলাই, ২০১৮  বিকাল ৫:৩৪
ফেনা বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০| 
২১ শে জুলাই, ২০১৮  বিকাল ৫:৪১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @লোনারবলেছেন: মনে হচ্ছে, প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ্ আপনার কন্ঠে কথা বলেছেন!
.... (প্রথম অংশটা ভুলে গিয়েছি)
তোমার দাদার সাঁতার কাটার পুকুর খুঁড়েছি,
পুকুর পাড়ে কি??
তোমার দাদার ঘোড়ার জন্য দুর্বা বুনেছি!!![]()
![]()
পুনশ্চঃ
এই পুকুর সেই পুকুর না রে পাগলা!!![]()
 
২১ শে জুলাই, ২০১৮  বিকাল ৫:৫০
ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১| 
২১ শে জুলাই, ২০১৮  রাত ১০:১৬
শৈবাল আহম্মেদ বলেছেন: শরীরের ধাতুর সাথে জ্ঞানের মিল সবসময়,সবক্ষেত্রে মানুষ সঠিকভাবে বুঝতে ও করতে পারেনা।
 
২২ শে জুলাই, ২০১৮  সকাল ১০:১৬
ফেনা বলেছেন: ঠিক।
১২| 
২২ শে জুলাই, ২০১৮  সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মন্তব্য না করার কারণ - পজেটিভ নাকি নেগেটিভ? 
আমার দিক থেকে পজেটিভ, আপনার দিক থেকে নেগেটিভ।
 
২২ শে জুলাই, ২০১৮  সকাল ১০:২০
ফেনা বলেছেন: পথিবীর সমস্ত সুন্দর এবং কল্যাণ নেগেটিভ ছাড়া হয়নি। সুতরাং জয় নেগেটিভের জয়।
১৩| 
২২ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: চুরাশী লক্ষ পুকুর ভ্রমণ শেষে মানব জন্মে পুনরাবর্তন হয়!
আপনার আগের জন্মের পুকুর স্মৃতি মনে আছে- মানে আপনি জাতিস্মর! ![]()
হা হা হা
কবিতায় ভাললাগা
+++
 
২২ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:২৩
ফেনা বলেছেন: চুরাশী লক্ষ পুকুর ভ্রমণ শেষে মানব জন্মে পুনরাবর্তন হয়! ---  
 
জানা ছিল না।
ধন্যবাদ প্রিয়।
১৪| 
২২ শে জুলাই, ২০১৮  বিকাল ৩:০৩
চাঁদগাজী বলেছেন: 
"নারীকে পুরুষের ইজারা নেয়া" ইত্যাদি খারাপ ধারণা; কবিতা মানে পদ্য লেখা নয়, কবিতা মানে মানবিক ধারনা, স্বপ্ন, ভাবনা
 
২২ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:০১
ফেনা বলেছেন: জনাব চাদঁ গাজী সাহিত্য হল সমাজের দর্পন। সেটা মথায় রাখা উচিত। সমাজে যা ঘটে তাই উঠে আসে। আমিও তাই করলাম।
১৫| 
২২ শে জুলাই, ২০১৮  বিকাল ৫:০৫
রাসেল ০০৭ বলেছেন: কোটি বছরের পুরনো পুকুর । 
হজিয়া মজিয়া পচিয়া দুর্গন্ধ ছড়াইতেছে ।
 
২২ শে জুলাই, ২০১৮  সন্ধ্যা  ৭:২৯
ফেনা বলেছেন: ময়লা পরিষ্কার করেন না হলে নাকে কাপড় দিয়ে হাটেন।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৮  দুপুর ১২:৫৬
দি এমপেরর বলেছেন: পুকুড় শব্দটা ঠিক করে দিন।