নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ফেনার বিচ্ছিন্ন কাব্য - ৪

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২২


ক্লান্ত কাক

কত নিষিদ্ধ পথে হাত বারিয়েছি,
গলিয়েছি নিজের নাক।
সুখ সুখ করে কত পথ ঘুরে
হয়েছি আমি ক্লান্ত কাক।

১০
অচেনা জীবন

আমি এখন আমার জীবন
ভাসিয়েছ নদীর জলে।
পোষ্টারের ছবির মত সুযের আলো,
নদীর জলে একলা খেলে।
আমি তো বন্ধু নইকো-
পরসিচরণ।
আমার তো এখন খেয়ালি মনের-
অচেনা জীবন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৭

কাইকর বলেছেন: সুন্দর

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪১

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩১

বাকপ্রবাস বলেছেন: সুন্দর, দু'একটা ফিংগার মিসটেক আছে মনে হচ্ছে

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৬

ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩| ২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: "দীপ নিবেছে নিবুক নাকো
আঁধারে তব পরশ রাখো"......

২৩ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৫

ফেনা বলেছেন: হুম। আইচ্চাতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.