নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

দিশাহারা জীবনের নাবিক

২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫


আমার আমিতে মাঝে মাঝে,
খুঁজে পায়--
অজানা কিছু জীবনের প্রতিচ্ছবি।

কিছু হারানো মুখের-
দিলছেড়াঁ মায়ার টান।

একেই কি বলে, জীবনের মানে?
জানি না আমি।

হঠাৎ করেই-
হৃদয়ের গহীনের ঝড় আকুতি করে-
তাকে যেন ঠাঁয় দেয় আমার স্থির বন্দরে।

কিভাবে বুঝায় -
আমার আমিতে মাঝে মাঝে,
খুঁজে পায়--
অজানা কিছু জীবনের প্রতিচ্ছবি।

আমিতো নিজেই
অস্থির ঝড়ে ছিন্ন হওয়া খড়।
কিছু হারানো মুখের-
দিলছেড়াঁ মায়ার টানে
দিশাহারা জীবনের নাবিক।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২০

কানিজ রিনা বলেছেন: বন্দরে বন্দরে দিলছেড়া মুখচ্ছবি
জীবনের নাবিক দিশেহারা।
বুঝিবে সে কিসে কভু আশিবিশে।
স্হির ঠাঁয় কোন বন্দরে। সুন্দর

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৩

ফেনা বলেছেন: অনেক অনেক বেশি ধন্যবাদ মন্তব্যের জন্য।
ভাল থাকবেন বইনে।

২| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৫

যবড়জং বলেছেন: আমিতো নিজেই
অস্থির ঝড়ে ছিন্ন হওয়া খড় ............।

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৪

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৩| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৩

স্রাঞ্জি সে বলেছেন: আহা বিরহ।

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৫

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো ছিল কবিতাটি। সুন্দর লিখেছেন।।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৫

ফেনা বলেছেন: অনুপ্রানিত করার জন্য অনেক ধন্যবাদ।

৫| ২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.