নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
ভর দুপুরে রাস্তায় দাড়িঁয়ে উদাস ফকির
উপরে তাকিয়েছে বার কয়েক
অশ্রু সিক্ত আখিঁ।
হবে হয়তো-
জমা হিসাবের; হিসাব দিচ্ছিল
হিসাব- জমেছিল বুঝি শ’খানেক?
মাঝে মাঝে ভাবি-
আমি আমারই কথা-
কি অভলীলায় খুলি অপরের অপরাধের খাতা।
কিন্তু নিজে আমি অতি অধম
হিসাব হাজারো-
হয়েছি জখম।
কি হিসাব দিব তাকে!!
অপরাধের ভারে-
তুলতে পারিনা মাথা তার দিকে।
ক্ষমা কর প্রভু আল্লাহ
আমায় ক্ষমা কর তুমি।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৭
ফেনা বলেছেন: এমন বোধ সবার মধ্যে জেগে উঠুক অবলীলায়।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫১
সাইন বোর্ড বলেছেন: সুন্দর অনুভব এবং প্রার্থনা ।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৭
ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৩
রাকু হাসান বলেছেন: পড়লাম ....শুভকামনা থাকলো ফেনা ভাই ।
২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৫
ফেনা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৪| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: অবশ্যই আল্লাহ আমাদের ক্ষমা করবেন।
২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫১
ফেনা বলেছেন: আমিন।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৫
এখওয়ানআখী বলেছেন: কনফেসিং কবিতা ভাল লেগেছে। এমন বোধ সবার মধ্যে জেগে উঠুক অবলীলায়।