নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ফেনার বিচ্ছিন্ন কাব্য - ৬

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

১৪

বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে ফারাক
শুধু মাত্র-
একটা দীর্ঘশ্বাঃস ।

১৫

বিশ্বাসের মৃত্যু হয়
অবিশ্বাসের শিরোনামে।
আর-
অবিশ্বাসের মৃত্যু হয়
বিশ্বাসের শিরোনামে।

১৬

ভালবাসা মানে হল বিশ্বাস,
আর বিশ্বাসের অভাবেই হয় ভালবাসার মৃত্যু।

১৭

বিশ্বাসের কান্নায়
হ্রদয় থেকে ঝড়ে রক্ত।
কিন্তু-
আমার হ্রদয়ের কান্নায়
মরে সেই বিশ্বাস।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: ১৭
ক্রন্দন থেকে কান্না শব্দ টা বেশি ভালো লাগে।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৯

ফেনা বলেছেন: আপনার সম্মানে পরিবর্তন করে দিলাম।

২| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪১

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

ফেনা বলেছেন: ধন্যবাদ।

৩| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮

আল ইমরান বলেছেন: ভালো!!

ফেনা ভাই, আমাকে চেনেন কি?

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

ফেনা বলেছেন: জি জনাব।খুব ভাল করেই চিনি। কেমন আছেন? ব্লগেত খুব একটা আগের মত দেখি না....

৪| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

স্রাঞ্জি সে বলেছেন: হৃদয় বানানটা এমনি হবে মনে হয়।

বিশ্বাস মানুষ কে বাঁচতে শিখায়। আবার এই বিশ্বাসও মরতে দেরী করে না।

প্রীশু নিয়েন।

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

ফেনা বলেছেন: ধন্যবাদ। হৃদয় বানানটা আমার কীবো্ডে লখতে পারছিলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.