নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

পুলিশ কোন চ্যটের বাল

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৯


ছাত্রদের রক্তে আজ বিদ্রোহের গন্ধ
বাতাসে গন্ধ বারুদের
ঐ শুয়রের বাচ্চা কি বুঝে-না
দেশে আজ জোয়ার লেগেছে
রক্তে দাবানল অগ্নির।

ওরে ওই কুত্তার বাচ্চা-
দাতঁ কেলায়ে হাসলেই কি হবে??
ভোটের দাম কি পারবি দিতে?
পারবি দিতে মাসুম শিশুর রক্তের দাম!!!

রাজপথ তোর বাপের বানালি
টাকার মেশিন পুতে-
সেই মেশিনই আজ
কবজ করল দেশের ভবিষ্যত।

কিন্তু এখন-
জবাব কি তোর?

এখন ঝংকার উঠবে জনতার
ঝংকার উঠবে ছাত্র শক্তি আবাল বনিতার
ধেয়ে আসছে-
রক্তে দাবানল অগ্নির।

রুখবি কিসে?
পুলিশে!!!
তোদের দালালদের আর ভয় করে না কেউ-
হুংকার দিয়ে স্লোগান তুলে-
"আমার ভায়ের রক্তে লাল,
পুলিশ কোন চ্যটের বাল।"

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৪৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩

ফেনা বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৩

জগতারন বলেছেন:

আচমত খাঁ মোক্তারের ছাওয়াল 
দানব শাজাহান খাঁ এবার লও ঠেলা।
ধমক আর অপমান কত প্রকার ও কি কি ?

খালুর বসত বাড়ী জবর দখল করেছো !
খালাতো ভাই বোনেরা আজ বাস্তুহারা !!
১৯৭৯ সালে তরুন মেধাবী ছাত্র নেতা
হেলালুল ইসলাম (রাংগু)-কে
সর্বহারার গুন্ডা দিয়া গুলি করে মেরে
পথের কাঁটা সরাইয়ে নেতা হয়েছিলে !!!
এবার সেই সব স্বেচ্ছাচারির মুখে চপেটাঘাত !!!!

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৪

ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:


এটা অভদ্রতা!

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯

ফেনা বলেছেন: পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন সব ঠিক???
আর ওরা যখন গালি দেয়, মানুষ মারে ধর্ষণ করে তখন অসভ্যতা হয় না।
আমরা আমজনতা জানোয়ারকে জানোয়ার কইলেই অসভ্যতা!!!!

৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৪৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ফাটাফাটি স্লোগান। B-))

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:০৭

ফেনা বলেছেন: আমি সাথে আছি তাদের(বাচ্চাদের)।

৫| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:৫৮

ভ্রমরের ডানা বলেছেন:




পুলিশের সবাইকে উদ্দেশ্য করে এমন কথা আপনি বলতে পারেন না। পুলিশে কি ভাল মানুষ নেই? অদ্ভুত আপনাদের মানসিকতা!।

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:১২

ফেনা বলেছেন: শুশীল সমাজের ভদ্র লোকদের জন্যই আজ আমাদের দেশে এত অন্যায়। আপনি খেয়াল করে দেখেন গালি কিন্তু পুলিশকে শুধু দেইনি, যোচ্চোর নেতা, দূর্নীতিবাজ নেতাদের দিয়েছি। আর একটা কথা মনে রাখবেন এক দুইজন ভাল পুলিশকে দিয়ে সবাইকে বিচার করবেন না। এই ছোট্ট বয়সে যত পুলিশ দেখেছি (পদে ছোট কিংবা বড়) কাউকেই ঘুষ আর গালি ছাড়া কথা বলতে দেখিনি। এইটাই সত্যি।
মনে রাখবেন - "পুলিশ যদি শুধরে যায় শুধরে যাবে গোটা বংলাদেশ।"

৬| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: আমি পুলিশ হলে এদের কানটা টেনে ছিড়ে দিতাম। রাস্তা আটকানো কোন আন্দোলন নয়! অসুন্দর অশ্লীলতাতে দিয়ে জীবনেও কোন আন্দোলনে সফল হবে না। যেহেতু একাডেমিক তাই বিপুল সংখ্যায় বেরিয়ে আসাতে একটি বৃহৎ শক্তি হিসেবে রাজপথ দখল করেছে তারা। কিন্তু তাদের বুদ্ধি এবং বোধগম্যতা তো অবশ্যই পরিপক্ক নয়।

০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:১৬

ফেনা বলেছেন: ভাল কাজে পরিপক্কতা লাগে না।

"কৃষ্ণ করলে লীলা খেলা
আমি করলেই দোষ।"

৭| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

নাহিদ০৯ বলেছেন: নিরাপদ সড়ক চাই আন্দোলনে সরকার ধন্যবাদ পেতেই পারে

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

ফেনা বলেছেন: কেমতে???

৮| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:
পুলিশ শুধরানো আগে নিজে শুধরাই চলেন!

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৯

ফেনা বলেছেন: আমি প্রস্তুত আছি। চলেন বদলে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.