নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

আপনাদের মতামতের আশায়......

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫১

বাংলাদেশে অনলাইন পত্রিকার বর্তমান ও ভবিষ্যত এবং সম্ভাবনা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। অনেক দিন ধরেই আমি একটা অনলাইন পত্রিকা নিয়ে বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করতেছি। এই মুহুর্তে শুভা্কাংখীদের দামী মতামত আশা করছি।

অনলাইন পত্রিকার লিংক - www.janaoo.com



মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো হয়েছে। বস্তুনিষ্ঠ, নির্ভুল তথ্য উপস্থাপন করতে পারলে পাঠক পাবেন। ডিজাইন ভালো হয়েছে। নিজে করেছেন?

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৩

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। চেষ্টা করছি ভাল কিছু করার জন্য।

২| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯

শফিউল আলম চৌধূরী বলেছেন: বাংলাদেশের অনলাইন নিউজের ভবিষ্যৎ কি জানি না; তবে যারা নিউজের নামে আউল ফাউল জিনিষ প্রকাশে বেশী ব্যস্ত, তাদের ধরে গদাম সহ সাইট বন্ধ করে দেওয়া জরুরী বলে মনে করি।

আপনার সাইটের দিকেই তাকান না; প্রথম তিনটা নিউজের মধ্যে দুইটাই ফাঊল জিনিষ পত্র। নিউজ সাইট হওয়া উচিৎ নিউজ সাইটের মত; কার কোন অঙ্গ নরম আর কার দিকে মেয়েরা আকৃষ্ট হয় এধরনের জিনিষ পত্র নিউজ পোর্টালের গভীরে মানায়, প্রথম পেজ এ না! :/

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৬

ফেনা বলেছেন: অনেক সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
"নিউজ সাইট হওয়া উচিৎ নিউজ সাইটের মত; কার কোন অঙ্গ নরম আর কার দিকে মেয়েরা আকৃষ্ট হয় এধরনের জিনিষ পত্র নিউজ পোর্টালের গভীরে মানায়, প্রথম পেজ এ না! :/ "
আপনার এই মতটা আমার অনেক ভাল লেগেছে। সামনে থেকে খেয়াল রাখব।
ভাল থাকবেন সব সময়।

৩| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৩

মনের রঙিন স্বপ্নগুলো বলেছেন: গতকাল দেখলাম জাগো নিউজ ও ৩ বছর আগের নিউজ প্রচার করছে। বস্তুনিষ্ট সংবাাদ প্রচার করুন,আপনার প্রচেষ্ঠা সফল হোক এই কামনা করি। ভাল থাকবেন। আমার ব্লগ ভিজিটের নিমন্ত্রন রইল

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৭

ফেনা বলেছেন: ইনশাল্লাহ চেষ্টা করব সবসময় যেন বস্তু নিষ্ট সংবাদ সরবরাহ করতে পারি।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২১

Mohammad Israfil বলেছেন: ডিজাইন আরো উন্নত মানের হওয়া উচিত। ওয়েব সাইট এর ডিজাইন নিয়ে প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিল। তারপর কালার, ফন্ট এসব ঠিক করুন। বিজয় ফ্রন্ট ব্যবহার করুন।
অন্যান্য টপ লেভেল ওয়েব সাইট থেকে আইডিয়া নিন। তাদের গুলো দেখুন, পর্যবেক্ষণ করুন। তারপর তাদের থেকেও ভালো কিছু করার চেষ্টা করুন।

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২

ফেনা বলেছেন: আপনাকে অনেকধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ভাল থাকবেন সবসময়।

৫| ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

মোঃ ইউসুফ তালুকদার বলেছেন: theme nilen sahifa theke.. r bollen Designed & Developed by ADSolutionBD. ei sob bal choda web development company er jonno real developer ra dam pai na

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৮

ফেনা বলেছেন: ভাই আমরা ত ওয়েভ ডিজাইনার না। সুতরং আপনারা যা বলেন আমরা তাই বিশবাস করি। টাকা ত আর কম দিচ্ছি না।

* আপনি কি একজন ডেভলপার???

৬| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালই লাগলো।

সত্য ও সাহস আর ন্যায়ের পথে থেকে তুলে ধরুন পৃথিবীকে।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২

ফেনা বলেছেন: ইনশাল্লাহ। ভাল কিছুর প্রত্যয়ে আছি।

৭| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭

নতুন নকিব বলেছেন:



ঘুরে এলাম আপনার জানাও ডট কম। সত্য-সুন্দরকে তুলে ধরুন। আশা করি অনেক দূর যাবেন।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩

ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে উতসাহ দেওয়ার জন্য।
ভাল থাকবেন সব সময়।

৮| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার কবিতাও পড়লাম জানাওতে।
জানাও ডট কমে কোন লেখা পাঠাতে চাইলে কোন ঠিকানায় পাঠাবো ?

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

ফেনা বলেছেন: আপনাকে সবাগতম।
[email protected]
এই ঠিকানায় মেইল করে দিলেই হবে।

৯| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন: অনলাইন পত্রিকার ভবিষ্যত কি তাতো জানি না, তবে আপনার পত্রিকায় এখন থেকে লগইন হবো - আশা করবো ভালো কিছু খবর থাকবে, সুযোগ থাকলে নিজেও লেখা পাঠাবো - যদি ছাপা হয়, কোনো একদিন যদি দাওয়াত কার্ড চলে আসে !!! বলা তো যায় না ???

সম্মানিয় লেখক ঠাকুরমাহমুদ সাহেব,
আমাদের জানাও অনলাইন পত্রিকা থেকে নববর্ষের শুভেচ্ছা নিন, এবং আসছে পহেলা বৈশাখে আমাদের পত্রিকার পক্ষ থেকে বৈশাখী রেষ্টুরেন্টে দই কলা চিড়া খাবার জন্য - - - - - - - -

হতেও পারে !!!

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩১

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ সাথে থাকার আশা প্রকশের জন্য।
আপনার বা আপনাদের মূল্যবান লখার আশায় থাকলাম।
লেখা পাঠানোর ঠিকানা-
[email protected]

১০| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পত্রিকাটি ভালো হয়েছে।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩

ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি সাথে থাকবেন। যে কোন বিষয়ে আপনার মূল্যবান লেখা পাঠাতে পারেন।
ইমেইল করুন- [email protected]

১১| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: মতামত দিতে পারবো না। স্যরি।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১৬

ফেনা বলেছেন: আপনাকে এই মন্তব্যের জন্যই ধন্যবাদ।

১২| ২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১০

হাবিব বলেছেন: প্রিয় ভাই, লেখা পাঠিয়েছি। কেমন হলো জানাবেন। আর প্রকাশ করা যাবে কিনা তাও জানাবেন আশা করি।

২৭ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪০

ফেনা বলেছেন: জি ধন্যবাদ লেখা পঠানোর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.