![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
কি করে ভালবাসব তোকে,
ঠিকানা বদলে ফেলে
গড়েছি নতুন করে।
থাকার জন্য বাসা চাই,
মনের জন্য চাই- ভালবাসা
সেই ভালবাসা সুইটএবল করতেই;
ঠিকানা বদলে ফেলা।
বল না তুই -
কি করে ভালবাসব তোকে
আমি তো নেই আগের ঠিকানা ধরে।
কি করে ভালবাসব তোকে
ঠিকানা বদলে ফেলে-
গড়েছি নতুন করে।
আমি এখন আর নেই আগের ফেনা-
বদলে হয়েছি অনেক ফেনীল
মন শুধু চঞ্চল, পিছু ছুটে প্রাঞ্জল
অঞ্চল আর অঞ্চল, চারিদিকে সবুজ মাঠ
মনে পড়ে তাকে উদাস হাওয়া
আমার তো শেষ হয় না এই পথ চাওয়া।
আমার মন ছুটছে যাযাবর, প্রাণ চঞ্চলা
বল- আমার সময় কই তোমাকে ভালবাসার!!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪
ফেনা বলেছেন: তাই তো খেয়াল করিনি।
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: হতাশা গ্রস্থ কবিতা।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
ফেনা বলেছেন: হুম। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮
সনেট কবি বলেছেন: দুঃখ জনক
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬
ফেনা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । কবিতার বক্তব্যের সাথে একমত ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
ফেনা বলেছেন: আপনাকে অনেকধন্যবাদ নীলপরি।
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এর নামই ভালোবাসা
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫২
ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
বাকপ্রবাস বলেছেন: আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু'জনে বসে পাশাপাশি.............
-
গানটার কথা মনে পড়ে গেল যদিও আপনার কবিতার উল্টো সুর।