নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

ক্ষোভের দাবানল

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০


ঝঙ্কার উঠেছে আজ;
নাচছে খঞ্জন অবিরাম।
সাবধান থেক তব তুমি-
যে ভাব নিজেকে রাজার নীতিতে আসীন।

সাক্ষী আসমান জমিন
সাক্ষী হল বুকের চাপা ক্ষোভ।
ছারখার করে দিব ক্ষোভের আগুনে,
যে বানাবে বাংলার মানুষকে ভোগ।

রাজার বেশে শয়তানের পাল
জনতা আজ ধরছে দেশের হাল।
ভাল করে তাকিয়ে দেখ
খঞ্জনের অবিরাম নাচ।
কি করে পালাবি-
দেখেনে তোদের মৃত্যুর সাঁজ।

অভিমানী, শান্তির পিপাসায় তৃষ্ণার্ত জনতা আজ
জেগে উঠেছে মনুষ্যত্ব দাবানল।
ঝঙ্কার উঠেছে আজ;
নাচছে খঞ্জন অবিরাম
রুদ্ধ হল আজ-
তোদের বাঁচাবার সব দার।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জনতা আজ ধরছে দেশের হাল।
ভাল করে তাকিয়ে দেখ
খঞ্জনের অবিরাম নাচ।
কি করে পালাবি-
দেখেনে তোদের মৃত্যুর সাঁজ।

................................................................................
জনতার ক্ষোভ যুগে যুগে এভাবেই আসে ..........!

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

ফেনা বলেছেন: "আবার আসিব ফিরে শঙ্খচিল শালিকের বেশে"
সবপ্ন নয় সত্যি, আমাদের ছিল শাহীন পুকুর।
আর এখন আছে ভন্ড রাজনৈতিক নেতা।
কারণ ছাড়াই মারবে।
মরার পর আবার শঙ্খচিল বা শালিক হয়ে যাতে পারি।

অনেক ধন্যবাদ।

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
***********
সুন্দর লেখা।
পড়ে খুবই ভালো লাগলো।
শুভ কামনা।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

ফেনা বলেছেন: নেক সুন্দর মন্তব্য। অনুপ্রানিত হলাম।

ভাল থাকবেন সতত।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

সাজসাজু বলেছেন: সত্য হোক সকল আসা
আপনার জন্য রইল একরাশ ভালবাসা ।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ।
আপনার জন্যও ভালবাসা রইল।

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

হাবিব বলেছেন: সুন্দর লেখা। ক্ষোভ যুগে যুগে এভাবেই আসে

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

ফেনা বলেছেন: ক্ষোভ আবার ফিরে আসুক।

ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

ফেনা বলেছেন: ধন্যবাদ প্রিয় রাজীব ভাই।
কেমন আছেন?

৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:


বিদ্রোহী একটা ভাব আছে । দারুন হয়েছে । নজরুল ভক্ত বলে এই ধরনের কবিতা বেশি ভাল লাগে ।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১০

ফেনা বলেছেন: অনেক বেশি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন। অনেক অনুপ্রানিত হলাম।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন: “সাক্ষী আসমান জমিন
সাক্ষী হল বুকের চাপা ক্ষোভ।
ছারখার করে দিব ক্ষোভের আগুনে,
যে বানাবে বাংলার মানুষকে ভোগ”


- খু্উব ভালো লেগেছে, খু্উব ।

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

ফেনা বলেছেন: খুবই সুন্দর মন্তব্য।
অনেক অনেক ভালবাসা জানবেন প্রিয়।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কবিতাটি অনেক ভালো লাগলো। কেমন আছেন জনাব?

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

ফেনা বলেছেন: কেমন আছ পনা???
যদিও বয়স খুব একটা হয়নি তার পরও নিজেকে বুড়া ভাবতে ভাল লাগে। মাথার যা কয়েকটা চুল পাকছে সাথে আরো কিছু সাদা রঙ করে রাখি। যাতে সবাই মনে করে আমার বয়স অনেক। হা হা হা হা ......
তা নাতনী আমি যান তোমার কি হয়ই????

৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি একটা মন্তব্য করলেন জানাও ডট কম না কি সম্পর্কে । এটা কি ব্লগ? নাকি? জানালে জানতাম। জানার ইচ্ছা ছিলো

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

ফেনা বলেছেন: এইটা একটা নিউজ পোর্টাল। তবে আমরা উন্মুক্ত সাংবাদিকতায় আস্থা রাখি। মোট কথা এই টা একটা মুক্ত প্লাটফর্ম।
লিঙ্কঃ জানাও ডট কম
দেখে আসুন।

ভাল থাকবেন।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনি আমাকে নাতনী কইয়াছেন, তার মানে আপনি আমার দাদাজান অথবা নানাজান হন। এখন কি হবেন সম্পর্কে আমার সেটা আপনার উপরই নির্ভর করে। ;)

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১২

ফেনা বলেছেন: নানা থেকে দাদা-ই বেশি ভাল লাগে। তাহলে দাদা-জা-ন ই চলতে থাকুক।
ঠিক আছে পনা???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.