নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

সরম আলাপন

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯



আদুরে বুক নিয়ে
জানালাটার পাশে
রয়েছি অপেক্ষায় তোমার
আনমনে-কামুকি মন-
সারাক্ষণ।

এলোমেলো বাতাসটা যখন
শাড়ির আচলে তোমার
স্পর্শের অনুভূতি
না জানলে কেউ-সবই সুখ
জানলে সরম আলাপন।

আদুরে বুক কম্পমান
জানালাটার পাশে দাড়িঁয়ে তুমি
কামুকি দৃষ্টি-আমার আগমন।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২০

হাবিব বলেছেন: জানালার পাশে কে ওটা?

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

ফেনা বলেছেন: আমার মনের সম্পদ। হা হা হা হা ----

কেমন আছেন ভাই?
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সরম আলাপনে শরম লাগল ;)

না জানলে কেউ সবই সূখ, জনলে শরম আলাপন! কথা সইত্য বটে :)

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সতত।

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

হাবিব বলেছেন: আমাকে সৃষ্টিকর্তা ভালো রাখছেন......আপনি কেমন আছেন?

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮

ফেনা বলেছেন: জি আলহামদুল্লিলাহ। আমি ভালই আছি।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

শিখা রহমান বলেছেন: ফেনা আবেগী কবিতাটা ছুঁয়ে গেলো। শব্দ চয়ন, বিশেষ করে আনমনে-কামুকি-মন আর কবিতার নির্মাণ ভালো লেগেছে।

কবিতাটা উন্মনা করে দিলো। কারো জন্যে এমন অপেক্ষা করতে ইচ্ছে করছে।

শুভকামনা কবি।

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয়। আমার মনত আপনার মন্তব্যে ছুঁয়ে গেলো।
ভাল থাকবেন সতত।

৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

ফেনা বলেছেন: ধন্যবাদ।

৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: সরম টা কি?

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

ফেনা বলেছেন: লজ্জা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

নুরনবী হোসেন বলেছেন: এমন কিছু আবেগ আছে যে গুলোতে আমার মন ছুয়ে ‍যায় তার মধ্যে কবিতা ।
এই কবিতার মাঝে যে কি আছে আমি জানি না কিন্তু কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে ।

বোন ফেনা আপনার কবিতাটা আমার মন ছুয়ে গেছে এতটা আবেগ আছে এই কবিতাটিতে। যেটা আমার অনেক ভালো লেগেছে!!!

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
জনাব আমার নাম অরণ্য খায়েশ ফেনা।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

কিরমানী লিটন বলেছেন: আবেগী কবিতায় অতল ছুঁয়ে গেলো, নান্দনিক ভালোলাগা ....

২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ জনাব কিরমানী লিটন।
ভাল থাকবেন সতত।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

জাহিদ অনিক বলেছেন: বাহ - ভাল লেগেছে সরম আলাপন

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.