নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
আদুরে বুক নিয়ে
জানালাটার পাশে
রয়েছি অপেক্ষায় তোমার
আনমনে-কামুকি মন-
সারাক্ষণ।
এলোমেলো বাতাসটা যখন
শাড়ির আচলে তোমার
স্পর্শের অনুভূতি
না জানলে কেউ-সবই সুখ
জানলে সরম আলাপন।
আদুরে বুক কম্পমান
জানালাটার পাশে দাড়িঁয়ে তুমি
কামুকি দৃষ্টি-আমার আগমন।
২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
ফেনা বলেছেন: আমার মনের সম্পদ। হা হা হা হা ----
কেমন আছেন ভাই?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: সরম আলাপনে শরম লাগল
না জানলে কেউ সবই সূখ, জনলে শরম আলাপন! কথা সইত্য বটে
২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সতত।
৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০
হাবিব বলেছেন: আমাকে সৃষ্টিকর্তা ভালো রাখছেন......আপনি কেমন আছেন?
২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৮
ফেনা বলেছেন: জি আলহামদুল্লিলাহ। আমি ভালই আছি।
৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫
শিখা রহমান বলেছেন: ফেনা আবেগী কবিতাটা ছুঁয়ে গেলো। শব্দ চয়ন, বিশেষ করে আনমনে-কামুকি-মন আর কবিতার নির্মাণ ভালো লেগেছে।
কবিতাটা উন্মনা করে দিলো। কারো জন্যে এমন অপেক্ষা করতে ইচ্ছে করছে।
শুভকামনা কবি।
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয়। আমার মনত আপনার মন্তব্যে ছুঁয়ে গেলো।
ভাল থাকবেন সতত।
৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩
ফেনা বলেছেন: ধন্যবাদ।
৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: সরম টা কি?
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩
ফেনা বলেছেন: লজ্জা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
নুরনবী হোসেন বলেছেন: এমন কিছু আবেগ আছে যে গুলোতে আমার মন ছুয়ে যায় তার মধ্যে কবিতা ।
এই কবিতার মাঝে যে কি আছে আমি জানি না কিন্তু কবিতা পড়তে আমার অনেক ভালো লাগে ।
বোন ফেনা আপনার কবিতাটা আমার মন ছুয়ে গেছে এতটা আবেগ আছে এই কবিতাটিতে। যেটা আমার অনেক ভালো লেগেছে!!!
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫
ফেনা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
জনাব আমার নাম অরণ্য খায়েশ ফেনা।
৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫
কিরমানী লিটন বলেছেন: আবেগী কবিতায় অতল ছুঁয়ে গেলো, নান্দনিক ভালোলাগা ....
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭
ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ জনাব কিরমানী লিটন।
ভাল থাকবেন সতত।
৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
জাহিদ অনিক বলেছেন: বাহ - ভাল লেগেছে সরম আলাপন
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০
ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২০
হাবিব বলেছেন: জানালার পাশে কে ওটা?