নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

এই তো জীবন

১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩


ছবিঃ গুগুল


শেষ বিকেল
সীমাহীন গন্তব্যের রাস্তায়,
সূর্যাস্তের সৌন্দর্যে প্রকৃতির অলংকরণ।

একা আমি নিরব হেটে চলি
মাঝে মাঝে ক্লান্ত দেহটাকে
রাস্তার পাশে কিলোমিটার লেখা ফলকে
থামিয়ে দেই।

বুক ভরে নিঃশ্বাস নিয়ে
আস্তে আস্তে চোখ খুলে
দৃষ্টি বড় করি- তাকিয়ে থাকি-
নুইয়ে পড়া সূর্যের সৌন্দর্যের দিকে।

সমস্ত ক্লান্তি, অবসাদ, দুঃখ, কষ্ট এবং দুঃচিন্তা-
এক সাথে হারিয়ে যায়।
চনমনে ভাললাগা; বিদ্যুৎ গতিতে
রেস এর ময়দানে উতরে যায়।
দুষিত ইট কাঠের শহর থেকে দূরে-
এই তো জীবন।
এই তো প্রাণের বেচেঁ থাকা।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শহর থেকে দূরে শান্তি খুঁজে পাওয়া যায়, কিন্তু একান্ত প্রিয়জন যদি কোন শহরে থাকে তাহলে সেই শহর যতই নিজের কাছে অপছন্দনীয় হোক সেই প্রিয়জনের জন্যই তখন অপ্রিয় শহরকে ভালো লাগে।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

ফেনা বলেছেন: তা ঠিক। তবে কি জানেন একটা পরিশুদ্ধ জীবন পেতে হলে ইট কাঠের দুষিত নগর থেকে প্রকৃতির কাছে যেতে হবে।

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

নীলপরি বলেছেন: একেবারেই । সজীবতার কাছে যেতে ভালো লাগে । কবিতা ভালো লিখেছেন ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

ফেনা বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে অনেক খুশি হলাম।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

রাজীব নুর বলেছেন: খুব বেশী শীত পড়ে নাই । আমি তো সারাদিন পাতলা একটা গেঞ্জি পরেই থাকি ।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

ফেনা বলেছেন: কেমন আছেন বাংলার বাহুবলী???

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: মন চায় খোলা আকাশের নিচে শুয়ে দূর আকাশের গুছ গুচ্ছ মেঘের উপর ছেয়ে যাওয়া রক্তিম সূর্যের আলোয় নিজেকে হারিয়ে ফেলি।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

ফেনা বলেছেন: সামনের বছর ব্লগারদের নিয়ে এমনি কিছু চিন্তা আছে।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।ধন্যবাদ

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৮

ফেনা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.