নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

সঙ্গমঃ এই আকুতি পৃথিবীর

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২২


ফটোঃ গুগুল

সাদা শুধা গন্ধে-
সঙ্গমের আস্ফালন।
নিশ্চিত মৃত্যু জেনেও
কামনার মধুতে যাপিয়ে পড়ার আকুতি;
এই আকুতি পৃথিবীর।

সাদাতে জন্ম; সাদাতেই মৃত্যু
তবে মাঝখানের জীবন সাদা নয় কেন!!

আমাদের যাত্রা নিষিদ্ধ গন্ধমে;
শুভ্র সুন্দর বেলীফুলের দিকে নয়।

সঙ্গমের রঙ সাদা-
তবে বেলীফুলের মত শুভ্র সুগন্ধী নয়।
তারপরও; আমরা খাদ্য বা জীবনের জন্য নয়,
মনে হয় সঙ্গমের জন্যই বেচেঁ থাকি!!

হতে পারে সঙ্গমে গন্ধমের স্বাদ
আছে সঙ্গমে নতুন প্রাণের আবাদ।

সবই যাপিত জীবনের কাল্পনীক বিলাস
বাস্তবিক জীবনের সত্য রুহ নয়,
নয় কোন সঠিক গন্তব্যের দিশা।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কবিতাকে কঠিন মনে হল কেন? নাকি আমার মাথায় নির্বাচনের ভুত ভর করেছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১২

ফেনা বলেছেন: হা হা হা হা ....
দাদা মাথার তাজ কি খুলে রাখছেন নাকি??

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০

নজসু বলেছেন:



কাম শরীরের অনুভূত হয়।
ক্ষুধা অনুভূত হয় দেহে।
কাম আর ক্ষুধার চাহিদা মিটলে পৃথিবীতে এতো হানাহানি হতো না।

নারীকে পাবার লোভে যুদ্ধে লিপ্ত হয়েছে অনেকে।
এটা কাম লিপ্সা না ভালোবাসা?

বেলি ফুলের শুভ্রতা আর সঙ্গমের শুভ্রতার ভিতরে একটি ঝরে যায়।
আরেকটি গড়ে ওঠে।


কবিতায় সুক্ষ্মভাবে যেটি তুলে ধরেছেন সেটার বিষয়ে কমেন্ট লিখতে গেলে ১৮+ কমেন্ট হয়ে যাবে। :-B

তবুও দুটো লাইন লিখলাম। :)

ভালো থাকবেন কবি।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

ফেনা বলেছেন: আপনার অসাধারণ প্রতিউত্তরে আমি ধন্য।
অনেক ভালবাসা জানবেন।

ধন্যবাদ।

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩

যোখার সারনায়েভ বলেছেন: ভালো লেগেছে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

ফেনা বলেছেন: অনেক ভালবাসা জানবেন।

ধন্যবাদ।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সৃষ্টির এ এক অপার রহস্য

কামনার চাঁদরে ঢেকেছে আবাদের ভূমি!
গন্ধম দ্বন্ধে টালমাটাল চরাচর
সবশেষে তাতেই সমপর্ণ!
ইচ্ছেয় বা অনিচ্ছায়

রুহের সত্যানুভব কোমায়
মৃত্যুর ক্ষণপূর্বে ব্যাকুল আকুলতা
নিষ্ফল কান্নায় ঝড়ে পড়ে
অর্থহীন কামে ব্যায়িত জীবনের সারাৎসার!

+++

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

ফেনা বলেছেন: লা জবাব।
"লা ইন্না ফি কয়েস।
আনা মাফি দেমাগ, মাফি কয়েস।
ফুলুস, সরাপ, হাওয়া, কুল্লু মুস্কিলা"

- আমার কারাখআনাতে কিছউ ইরাকি আছে, তাদের বলতে শুনি।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

ফেনা বলেছেন: :)

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমারও কোন গন্তব্য নেই

ঘুরে বেরাচ্ছি ভবঘুরের মত ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

ফেনা বলেছেন: আপনার জন্য শুভকামনা।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২০

রাবেয়া রাহীম বলেছেন: সত্য কথন এমন করে গুছিয়ে পড়া হয়নি কখনো ।

অনেক বেশী ভালো লেগেছে

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪১

ফেনা বলেছেন: কবিতাটি পড়ার জ্য অনেক ধন্যবাদ।
আপনাকে শুভেচ্ছা।
ভাল থাকবেন সতত।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এভাবে লিখতে পারিনি এখনো।
অনেক ধন্যবাদ আপনাকে। শুভকামনা।

০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৫

ফেনা বলেছেন: উতসাহ দিবার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.