নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

কবিতার কবি (প্রতিউত্তর)

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮


ছবিঃ গুগুল

তুমি চাইলেই শব্দের মাদল বাজাই আমি!!!
অবাক হলাম- শিখা।
তুমি চাইলে শব্দের মাদল বাজাই না,
আমি নিজেই বেজেঁ উঠি,
এক অজানা মাদকতার নেশায়।

তোমার অঙ্গে অঙ্গে নেশার ঘ্রান
শরীরের প্রতিটা ভাজেঁ জ্বলন্ত আগুনের শিখা,
উড়ন্ত চুলে যেন দূরন্ত ঘোড়ার ছুটে চলা।
আমি নিজে তখন ভাষ্কর্য হয়ে থাকা;
এছাড়া আর উপায় কি??

ভাবনার প্রজাপতিদেরত শুধু তোমার আঙ্গিনায় বসবাস
আর -
আমি তো তোমার ভাবনার এক প্রতিচ্ছবি।
স্বপ্নের জীবনে রঙ্গিন ফেনার রংধনু,
সবই তুমি চাইলে।

আমার অস্থিত্তে তুমি জ্বলন্ত শিখা
জলে সুনামির আগ্রাসী ভালবাসা
ধানফুলের পরম মমতায়
আমার নিঃশ্বাসের বেচেঁ থাকার বিশ্বাস।


উৎসর্গঃ কবি শিখা রহমান।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯

শিখা রহমান বলেছেন: মুগ্ধ ও অভিভূত হলাম কবি। ঠিকই বলেছেন যে আপনার শব্দের মাদল আপনি বাজে। কি দুর্দান্ত কবিতা!! শেষের স্তবকটা খুব খুব ভালো লেগেছে।

কবিতায় আমার নাম দেখে ভালোলাগারা প্রজাপতির ডানা মেললো।আমাকে বা আমার নাম নিয়ে কেই বা কবে কবিতা লিখেছে!!

কবিতায় লাইক ও অবশ্যই প্রিয়তে নিলাম।

এত্তো ধন্যবাদ ও ভাললাগা কবি। শুভকামনা সতত!!

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩০

ফেনা বলেছেন: আসলে আপুনি আপনার এই কবিতাটা আমার মনের মধ্যে দাগ কেটেছে। অনেক সুন্দর ভালবাসার কবিতা।
তাই ইচ্ছে হল প্রতিউত্তর কিছু লিখতে।

দোয়া দরখাস্ত।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০

হাবিব বলেছেন: বেশ উত্তর কাব্য...........
চলুক অবিরত

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩১

ফেনা বলেছেন: কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২২

বাকপ্রবাস বলেছেন: দারুণ+++++++++

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।

ভাল থাকবেন সতত।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! চমৎকার প্রতিমন্তব্যে কবিয়াল। ভবনায় মুগ্ধতা । আর যথার্থই উৎসর্গ বটে ।

অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় কবিভাইকে।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

ফেনা বলেছেন: অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ প্রিয় পদাতিক চৌধুরিকে।

ভাল থাকুন সতত

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১

ফেনা বলেছেন: অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯

নজসু বলেছেন:


দারুণ!

০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১

ফেনা বলেছেন: ধন্যবাদ

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

জাহিদ অনিক বলেছেন:

আপ্ননিই তবে সেই কবি, ভাষ্কর, চিত্রকর -----
সুন্দর

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৫

ফেনা বলেছেন: হা হা হা হা হ .......
কেমন আছেন জাহিদ অনিক ভাই?

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+ উৎসর্গ ভালো হয়েছে। তিনি দারুন সব কবিতা লিখছেন। শিখা রহমান যেন কবিতার বহ্নিশিখা।। :)

০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

ফেনা বলেছেন: আসলে কবিতাটি লিখা হয়েছে শিখা রহমানের "কবিতার কবি" পড়ে মুগ্ধ হয়ে তার প্রতি উত্তর হিসাবেই। তার আমার এই কবিতাটি উতসর্গও করেছি কবি শিখা রহমানকে।

অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সতত।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টই কবি শিখা রহমানের ।দারুন তো। কতো কবিতা মাঠে মারা যায়।যাকে নিয়ে লেখা তার আসার খবর নেই। আপনার কবিতায় মুগ্ধ হয়ে দারুন কমেন্ট করেছেন শিখা রহমান। কত জন নারী পারে কবিতা হতে??? সংখ্যাটা খুব নগন্যই হবে। :)

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩

ফেনা বলেছেন: নিজেকে আজ অনেক ধন্য মনে হচ্ছে। মনে হয় আর কবিতা না লিখার চেষ্টা করলেই হবে। এমন মন্তব্যে আমি সার্থক।

অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৩

বলেছেন: দারুণ কবিতা +++

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২০

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ জনাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.