নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
বাংলা ভাষার জন্য যুদ্ধ করে শহীদ হওয়ার পর অর্জিত হয়েছিল বাংলায়, মায়ের ভাষায় কথা বলার অধিকার। কিন্তু দুঃখের বিষয় নানা অজুহাত আর রাষ্টীয় অনাগ্রহ এবং অবহেলার কারনে বাংলা মাতৃভাষা দিবসটি বাংলাতে বলতে পারিনি। মাতৃভাষা দিবস বলতে আজও আমাদের ২১ শে ফেব্রুয়ারী বলতে হয়। ৮ই ফাল্গুন বলতে পারিনা। আফসুস বাংলার জন্য যুদ্ধ করে বাংলাকে অবহেলা।
ইদানিং আবার নতুন একটা অজুহাত-
এটা তো এখন আন্তর্জাতিক দিবস, কিছু করার নাই। ভাই এই কারনেই আমাদের দাসত্ত করা লাগে। আমাদের সত্তা কেন বিসর্জন দিব!!!
আসুন আজথেকে বদলায়, বলি-
৮ ই ফাল্গুন হল বাংলা মাতৃভাষা দিবস।
২১ শে ফেব্রুয়ারী হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যা বাংলা মাতৃভাষা দিবসের অনেক পরে সীকৃতি পেয়েছে।
আমরা শুধু মাত্র কথার এবং দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করি, তাহলেই আমাদের সত্তায় কোন প্রকার আঘাত আসবেনা।
যুদ্ধ করে লাভ কি যদি নিজেই নিজেকে শ্রদ্ধা করতে না পারি!!!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৭
ফেনা বলেছেন: আসলেই ঠিক। তবে বাংলা যেহেতু হয়েছে বাংলাতেই সব কিছু করা উচিত।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাইলেতো ভা্ই
২৫মার্চ স্বাধীনতা দিবস
১৬ ডিসেম্বর বিজয় দিবস
নতুন করে হিসাব কষতে হব।
এমন কিছু সময় দিন মাস
ক্ষণ আছে যা আমাদের জাতি
সত্বার কাছে খাপ খাইয়ে নিয়েছে।
এখানে নতুন করে বিতর্ক সৃষ্টি করা
ঠিক হবেনা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৯
ফেনা বলেছেন: ভুল হয় তাই বলে কি ভুল সংশোধন করব না!!!!
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫
আর্কিওপটেরিক্স বলেছেন: ফেব্রুয়ারি বানান ভুল
দাসত্ব বানান ভুল
এ বছর একুশে ফেব্রুয়ারি কয় তারিখ বাংলায়?????
৯ ফাল্গুন হবে......
International দিবস গুলো সবই ইংরেজি তথা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে.......
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৫
ফেনা বলেছেন: কোনটা ভুল আর কোনটা টাইপিং মিসটেক সেটা মনে হয় বুঝতে পারেননি।
আর ভাই এই বাংলিশ বাংলায় বানান ..... সেটাত হাস্যকর।
গণণা সাল ইংরেজীকে কেন ভিত্তি হিসাবে ধরেন!!! বাংলায় কি গণণা সাল নাই???
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো কথা মনে করিয়ে দিয়েছেন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৫
ফেনা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
শাহারিয়ার ইমন বলেছেন: ইংরেজি বা বাংলা যেটাই হোক ,এটাকে ইস্যু না বানিয়ে আগে সঠিক ভাষা শিক্ষা জরুরী ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৭
ফেনা বলেছেন: আগে ত নিজের ভাষার সঠিক অস্তিতকে খুজে পাই তার পর না হয় সঠিক ভাবে ভাষা শিখব।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফেনা ভা্ই
শিরোনামের ফেব্রুয়ারি বানান
ঠিক করে দিন।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৮
ফেনা বলেছেন: জি।
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩
কিশোর মাইনু বলেছেন: তার আগে কয়জন বাংলা বার মাসের নাম বলতে পারবে সেটা দেখেন ভাইয়া।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৩
ফেনা বলেছেন: না শিখালে শিখবে কিভাবে। সবাই যেখানে ইংরেজী ভাষার পা চাটছেন তাতে ত বার মাসের নাম বলতে না পারারই কথা।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫
সনেট কবি বলেছেন: দিবসের হিসেব সাধারণত ইংরেজীতেই হয়।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭
ফেনা বলেছেন: কেন বাংলাই করেন না???? বাংলাতে কি গণণা সাল নেই!!!! আর আমাদের নিজেদের ঐতিহ্য অনুষ্ঠান কেন আমরা ভিন্ন দেশের ভাষাতে বা তাদের বলে দেওয়া সালে পালন করব!!! তাই যদি করতে হয় তাহলে কিসের আবার বাংলা ভাষা, কিসের ভাষা দিবস, কিসের মাতৃভাষা!!!! উর্দুই ছিল ভালা।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: কিসের আবার বাংলা ভাষা, কিসের ভাষা দিবস, কিসের মাতৃভাষা!!!! উর্দুই ছিল ভালা।
কুল ম্যান !! সম্ভবত আপনার বোঝার ভুল আছে, আবেগ দিয়ে সব কিছু হয়না। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ (সঃ) জন্ম তরিখও(২৯ আগস্ট ৫৭০খ্রীস্টাব্দ) কিন্তু আরবীর সাথে ইংরেজী সনের হিসেবে করা হয়। তাতে কি তার জন্ম তারিখ অশুদ্ধ হয়ে যাবে?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪
ফেনা বলেছেন: জনাব তখন কিন্তু আরবি গণনা সাল ছিল না। নবী(সঃ) হিজরত করার পর থেকে আরবি গণনা সাল শুরু করা হয়। যার ফলে খ্রীস্টাব্দ কে গ্রহণ করা হয়ে থাকতে পারে। কিন্তু আমাদের বাংলা ভাষার জন্য যখন যুদ্ধ হল তখন কিন্তু আমাদের একটা গণনা সাল ছিল এখনো আছে তাহলে সেইটাকে আমরা গ্রহণ না করে কেন খ্রীস্টাব্দ-কে গ্রহণ করলাম!!!! এইটা কি বাংলার জন্য যুদ্ধ করে প্রান দিয়ে বাংলাকে অবমাননা নয়???? তাহলে ভাষা দিবস বলে এই সব নাটকের মানে কি????
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৬
চাঁদগাজী বলেছেন:
বৃটিশ থেকে বের হওয়ার পর, দেশের রাস্ট্রীয় ভাষা ইংরেজী থাকাই উচিত ছিলো; উর্দু বা বাংলাকে রাষ্ট্র ভাষা করার কথা যারা বলেছিলেন, তারা বুদ্ধিমান ছিলেন না।