নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

সত্য মরে গিয়ে মিথ্যার জন্ম

০৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৫



কেউ যখন সত্যকে বিশ্বাস করে না তখন তাঁর চারপাশে সত্য মরে গিয়ে শুধু মিথ্যার জন্ম হয়। কারণ অবিশ্বাস মানুষের মনকেই মেরে ফেলে, যেখানে সত্য জন্ম নিবার কথা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১০:৫০

বিজন রয় বলেছেন: আবার মিথ্যা মরে গিয়ে শেষ পর্যন্ত সত্যের জয় হয়।

কেমন আছেন?

আপনার প্রপিকে আমরা আপনার পিছন দিক দেখি, এবার কি মুখটা ঘোরাবেন?
আমরা আপনাকে একটু সামনে থেকে দেখি!!

০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:০৬

ফেনা বলেছেন: জি আমি আল্লাহর রহমতে ভালই আছি।
আপনি কেমন আছেন।

হা হা হা---
জি ভাই ছবি পরিবর্তন করে দিব ইনশাল্লাহ।

২| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:১০

বিজন রয় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আমার অনুরোধ রাখার জন্য।

খুব খুশি হলাম।

আর আপনাতে দেখতে পেলাম।

ভাল থাকুন এই শুভকামনা।

০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩০

ফেনা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়।
ভাল থাকবেন ।

৩| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৪

মোঃ খুরশীদ আলম বলেছেন: একটা সিনেমা দেখেছিলাম “ সত্যের মৃত্যু নেই”- কথাটা কিন্তু সত্য।

০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৩৯

ফেনা বলেছেন: যে মানুষের মনে সত্য মরে যায় তাঁর মনে সত্য আর বেঁচে উঠে না।

ভাল থাকবেন সতত।

৪| ০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪১

সাইন বোর্ড বলেছেন: পৃথিবী যতটা বদলেছে, তার চেয়েও বদলে গেছি আমরা । সত্যবাদিতাকে আজ কারোর দূর্বলতা হিসেবে দেখা হয় ।

০৫ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪৩

ফেনা বলেছেন: সম্পূর্ণ সঠিক বলেছেন।

ভাল থাকুন সতত।

৫| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: মানুষ আসলে বিশ্বাস আর অবিশ্বাসের মাঝখানে থাকতে চায়।

০৫ ই জুলাই, ২০২০ দুপুর ১২:৫৭

ফেনা বলেছেন: হুম, আর তাই ত দুনিয়াতে এত সমস্যা।

৬| ০৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৩

নেওয়াজ আলি বলেছেন: জয় হোক মায়া মমতার।

০৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৮

ফেনা বলেছেন: জয় হোক মানবতার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.