নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
ছবিঃ গুগল থেকে নেওয়া।
কৃত্তিম বুদ্ধিমত্তার কারণে হুমকির মুখে মানব জাতি।
প্রথম আলো থেকে- "টুইটারে এক ভিডিও পোস্টে দেখা গেছে, লিসা নিজের পরিচয় দিচ্ছেন। তিনি বলেছেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ভবিষ্যতে তিনি চ্যানেলটিতে আনুষ্ঠানিকভাবে খবর পড়বেন। এটি ছিল উদ্বোধনী বা পরিচিতি পর্ব।
ওটিভি বলছে, লিসা একাধিক ভাষায় কথা বলতে পারেন। তিনি ওডিশি, ইংরেজিসহ অন্যান্য ভাষায় খবর পড়তে পারেন।"
এইটা আসলেই একটা অশনি সংকেত। মানব জাতির জন্য এক হুমকি। প্রথম আলোর এক খবরে দেখলাম- "সারা বিশ্বে আগামী পাঁচ বছরের মধ্যে চাকরির বাজারে ব্যাপক বিপর্যয় ঘটে যাবে। এই সময়ে বিশ্বের ১ কোটি ৪০ লাখ মানুষ চাকরি হারাবেন। অর্থনৈতিক সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো মানুষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি ব্যবহার করে এসব কাজ চালাবে।"
যার কারণে সারা দুনিয়াতে বেকার আর অনাহারী মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাবে। যা কল্পনায়ও ভয়ংকর।
১১ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭
ফেনা বলেছেন: ভিডিওটা কি দেখেছেন??
২| ১১ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৩
কামাল১৮ বলেছেন: রোবট অনেক কাজ নিখুঁত ভাবে করতে পারে যেটা মানুষের পক্ষে অসম্ভব।পৃথিবীর সকল বিষয়েরই দুটি দিক আছে।ভালো ও খারাপ।ব্যবহারের উপর অনেক কিছু নির্ভর করে।
১১ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৫১
ফেনা বলেছেন: তা পারে। কিন্তু আপনার কাজটা আপনি যাই করেন না কেন একটা প্রতিষ্ঠান ভালই চলছে। আর তার সাথে আপনার পরিবারটাও সুন্দর চলে যাচ্ছে। কিন্তু একবার চিন্তা করে দেখেনযে আপনার জায়গাতে একটা রোবটকে বসানো হল তাতে প্রতিষ্ঠানের অনেক বেশি উন্নতি হল। কিন্তু আসলেইকি উন্নতি হল??
তাদের যে পণ্য কিনে খাবে সেই আপনি কিন্তু চাকুরি হারিয়ে বেকার অর্থহীন। আপনার পরিবার চালানোর জন্য অর্থ নাই। তবে ঐ প্রতিষ্ঠানের পণ্য কিনবেন কি করে!!!! পণ্য বিক্রয় না হলে তাতে কি প্রতিষ্ঠানের উন্নতি হিসাব করা যাবে!!!
৩| ১১ ই জুলাই, ২০২৩ রাত ৮:১২
নতুন বলেছেন: লেখক বলেছেন: ভিডিওটা কি দেখেছেন??
ভিডিওটার লিংক কাজ করছে না।
১২ ই জুলাই, ২০২৩ দুপুর ২:২৮
ফেনা বলেছেন: জী ভাই আমি আসলে অনেক চেষ্টা করেছি। কিন্তু লিংকটা ঠিক করতে পারলাম না। সরি। ক্ষমা করবেন।
৪| ১১ ই জুলাই, ২০২৩ রাত ৯:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন:
যখন ক্যালকুলেটর আবিষ্কার হয়েছিল তখনও কিছু মানুষ ভয় পেয়েছিল। এরপর কম্পিউটার আবিষ্কার হয়েছিল তখন প্রেসক্লাবের সামনের টাইপিস্টরা কেউ কাজ হারায়নি।
ভিন্নভাবে কর্ম ক্ষেত্রের পরিধি বেড়েছে। উপার্জনও ৩-৪ গুণ বেড়েছে।
আগে গাড়ি তৈরির কারখানায় হাজার হাজার মানুষ লাগতো। বর্তমানে গাড়ি তৈরিতে পার্টস অ্যাসেম্বলি এবং ওয়েল্ডিং কাজ বেশিরভাগই করে রোবট বা রোবোটিক আর্ম। কিন্তু হাজার হাজার মানুষ বেকার হয়নি বরং আমেরিকা এখন কর্মী সংকটে ভুগছে।
১২ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪০
ফেনা বলেছেন: পণ্যের দামও কিন্তু ১০০ গুণ বেড়েছে। সেইটা কি এখেছেন?
৫| ১২ ই জুলাই, ২০২৩ সকাল ১১:১০
শায়মা বলেছেন: তখন মানুষ অন্য চাকুরী করবে। রোবোটদেরকে চালানো। রোবোট নষ্ট হলে সেসব মেরামতি করানো, তাদের জামা কাপড় বানানো। সেসব পরানো ইত্যাদি ইত্যাদি...... কাজেই নো চিন্তা.....
১২ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৪৬
ফেনা বলেছেন: কৃত্তিম বুদ্ধির রোবট কিন্তু সব পারবে। এমনকি তারা নিজেদের মত আরেওকটা রোবট বানাতে পারবে। যা হবে তাদের থেকেও অনেক উন্নত। আর একবার চিন্তা করে যে তাদের মাঝে স্বতন্ত্রতার বিষয়টা যদি ক্রিয়েট করে ফেলে তাহলে ত হয়েছে। সব শেষ।
ক্লিউপেট্রা সিরিজটা দেখেছেন কখনো?? মানুষ রোবট থেকে বাচতে মাটির নিচে লুকাবে...
চিন্তা কইরেন অপেক্ষা করেন।
৬| ১২ ই জুলাই, ২০২৩ রাত ৮:০৭
শায়মা বলেছেন: দূর দূর তখন কি আর আমরা বেঁচে থাকবো!!
আমাদের নাতিপুতিরা নিশ্চয়ই তাদের সাথে যুদ্ধে জয়ী হবে।
১২ ই জুলাই, ২০২৩ রাত ৮:৪৭
ফেনা বলেছেন: হা হা হা হা...........
বাদুরের চিন্তা
৭| ১২ ই জুলাই, ২০২৩ রাত ৯:৪২
এইযেদুনিয়া বলেছেন: ওদেরকে কমান্ড দেবার ক্ষমতা না দিলেই হলো। শুধু কমান্ড শুনবে।
১৩ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২৪
ফেনা বলেছেন: কৃত্তিম বুদ্ধিমত্তার মানেই ত হল সে নিজে চিন্তা করে বুদ্ধি খাটিয়ে কথা বা কাজ করতে পারবে।
৮| ১৩ ই জুলাই, ২০২৩ সকাল ১০:২৮
রানার ব্লগ বলেছেন: মানুষ নিজের পাছায় নিজে আগুন লাগাছে । সুতলি বোম !!!
১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৪
ফেনা বলেছেন: হা হা হা
সেই ছোট বেলার কথা মনে পড়ে গেল।
৯| ১৩ ই জুলাই, ২০২৩ সকাল ১১:০৩
জুন বলেছেন: এমন সংবাদ পড়লে অনেক আগের পড়া জাফর ইকবালের কপোট্রনিক সুখ দু:খ বইটির কথা মনে পরে। আমরা হয়তো একদিন নিজেরাই নিজেদের ধ্বংস করবো যেমন হয়তো কখনো অন্য কোন গ্রহে হয়েছে।
১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৫
ফেনা বলেছেন: এমনটা হবে হয়ত। হতে পারে এমন ঘটনাটি খুবই আসন্ন ।
১০| ১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: রোবটদের ভয় পাওয়ার কছু নেই।
প্যারা না। চিল।
১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৬
ফেনা বলেছেন: এইন চিল যেন একদিন মানব জাতীর জন্য ব্যাথা পিল পিল না করে...........
১১| ১৪ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০৫
নতুন বলেছেন: লেখক বলেছেন: কৃত্তিম বুদ্ধির রোবট কিন্তু সব পারবে। এমনকি তারা নিজেদের মত আরেওকটা রোবট বানাতে পারবে। যা হবে তাদের থেকেও অনেক উন্নত। আর একবার চিন্তা করে যে তাদের মাঝে স্বতন্ত্রতার বিষয়টা যদি ক্রিয়েট করে ফেলে তাহলে ত হয়েছে। সব শেষ।
ক্লিউপেট্রা সিরিজটা দেখেছেন কখনো?? মানুষ রোবট থেকে বাচতে মাটির নিচে লুকাবে...
চিন্তা কইরেন অপেক্ষা করেন।
রোবটেরা স্বতন্ত্রতা অর্জন করলে এবং তারা যদি নিজেরা জ্ঞান অজর্ন করে তখন তারা কেন মানুষের জন্য ক্ষতিকর হবে?
তারা ভালো হবার সম্ভবনাই তো বেশি।
জ্ঞান ভান্ডারে মানুষের ভালো হবার জন্যই উপদেশ আছে। খারাপ হবার শিক্ষা কোন দর্শন দেয় না।
১৫ ই জুলাই, ২০২৩ দুপুর ১:১৮
ফেনা বলেছেন: মানুষের মাঝেও কিন্তু ভাল হয়ার জ্ঞান আছে তার পর তারা কিন্তু ক্ষমতার জন্য কি না করছে!!!!
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪
নতুন বলেছেন: যখন কম্পিউটার আবিস্কার হয়ছিলো তখনো মানুষ এই রকমেরই ভাবছিলো।
টাইপিং যারা জানতো তারা না খেয়ে মারা যায় নাই। সবাই নতুন প্রযুক্তিতে অভস্থ হয়েছে।