|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ফেনা
ফেনা
	মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
 
 
ছবি: গুগোল মামা
এই শুনছ- 
এখনো তোমাকে ভালবাসি
আজো তোমার স্মৃতিগুলি -আমার মনে
গ্রীষ্মের প্রচন্ড গরমের সময় 
লিলুয়া বাতাসের মত- শরীরে একটা প্রশান্তির দোল দেয়।
আরামে চোখ জোড়া বুজে আসে।
এই শুনছ-
আমি এখনো তোমাকে অনেক ভালবাসি।
শুধু ভুলে থাকার অভিনয় করে 
নিজেকে, নিজের অস্তিত্ত্বকে বাঁচিয়ে রাখি-
আবার যেন তোমার স্মৃতিগুলি 
আমার দেহ মনে অনুভব করতে পারি।
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ০১ লা মার্চ, ২০২৪  বিকাল ৪:০১
০১ লা মার্চ, ২০২৪  বিকাল ৪:০১
ফেনা বলেছেন: হবে হয়ত
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
২|  ০২ রা মার্চ, ২০২৪  সকাল ১১:১৩
০২ রা মার্চ, ২০২৪  সকাল ১১:১৩
সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর
  ০৩ রা মার্চ, ২০২৪  সকাল ৯:৪২
০৩ রা মার্চ, ২০২৪  সকাল ৯:৪২
ফেনা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
৩|  ০২ রা মার্চ, ২০২৪  সকাল ১১:১৭
০২ রা মার্চ, ২০২৪  সকাল ১১:১৭
রানার ব্লগ বলেছেন: 
শুনছো তুমি ?
শুনছো ওগো ? 
শোন কি আমার কথা ?
ছোট্ট বুকে 
তোমায় নিয়ে 
জমছে হাজার ব্যাথা ! 
  ০৩ রা মার্চ, ২০২৪  সকাল ৯:৪৩
০৩ রা মার্চ, ২০২৪  সকাল ৯:৪৩
ফেনা বলেছেন: মুগ্ধ হলাম। অসাধারণ। 
কেমন আছেন? 
৪|  ০২ রা মার্চ, ২০২৪  বিকাল ৫:৩৯
০২ রা মার্চ, ২০২৪  বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: ভালো।
  ০৩ রা মার্চ, ২০২৪  সকাল ৯:৪৪
০৩ রা মার্চ, ২০২৪  সকাল ৯:৪৪
ফেনা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা মার্চ, ২০২৪  দুপুর ২:৩৬
০১ লা মার্চ, ২০২৪  দুপুর ২:৩৬
Snowflake বলেছেন: ভুলে থাকার মাঝেই সুখ।