নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

আবারও চলে আসল ভাউতাবাজির বাজেট- "বাজেটের টাকা কোথা থেকে আসবে, কোথায় যাবে!!!""

০৭ ই জুন, ২০২৪ বিকাল ৪:৫৮



"চলতি ২০২৩–২৪ অর্থবছরে ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষিত হলেও সংশোধিত বাজেটে তা কমে ৭,১৪,৪১৮ কোটি টাকায় দাঁড়ায়। আগামী ২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আয়–ব্যয়ের চিত্র (কোটি টাকা)।" - প্রথম আলো

"বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : সিপিডি" - ইনকিলাব


বাংলাদেশের বাজেট বরাবরই আমার কাছে ভাঊতাবাজি ছাড়া আর কিছুই মনে হয় না। তারা বাজেট এমন ভাবে সাজায় যাতে টাকা মারতে সুবিধা হয়। অর্থের নিয়ন্ত্রণ তাদের নিজেরদের হাতে থাকে। শিক্ষা, চিকিতসা আর বেকার সমস্যা যেখানে প্রথম সারিতে রেখে বাজেট করা উচিৎ সেখানে কি করতে চাইছে তারা উপরওয়ালাই ভাল বলতে পারবেন।

দেশ চালাচ্ছে তারা কি দেশের সামনে আগত অন্ধকার আগামী দেখতে পায় না!!!!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৩২

কামাল১৮ বলেছেন: অনেকের পকেটে যাবে।টাকা যত হাতবদল হবে, ততই অর্থনীতির গতি বাড়বে।

০৭ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

ফেনা বলেছেন: গতি বাড়ত যদি তা দেশের আপামর জনগণের মাধ্যমে হাত বদল হইত। তাও আবার বৈধ পদ্ধতিতে।

২| ০৯ ই জুন, ২০২৪ দুপুর ১২:০১

নতুন বলেছেন: আমার চাচা একটা কথা বলতেন। : পিঠা খাই মিঠার লোভে...

রাজনিতি করছে সবাই টাকা পয়শার লোভে, দেশপ্রেম একটা টাইটেল মাত্র।
ভন্ডামী সবার মনের ভেতরে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.