নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

ফেনা › বিস্তারিত পোস্টঃ

বোকা সরকার

১৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:০৩



রাজনীতিতে বর্তমান আওয়ামীলীগের মত এত নির্বোধ (বেক্কল) রাজনৈতিক দল দেখিনি। এই ইস্যুকে কেন্দ্র করে আমার মনে হয় কম পক্ষে চার থেকে পাচঁ কোটি পরিবার আওয়ামীলীগের বা বর্তমান সরকারের বিপক্ষে গেল। মনে হয় না তারা আর জীবনে কোন দিন আওয়ামীলীগকে সমর্থন করবে। রাজাকারকে যেইভাবে ঘৃণার চোখে দেখা হয় তাদেরকেও এমন ভাবেই দেখা হবে।

বাস্তবতা অনেক দূর। উপর ওয়ালার লীলা খেলা বুঝা বড় দায়। এই দেশের শাসকদের ইতিহাস খুব একটা ভাল না। তাদের শেষ খুবই খারাপ হয়েছে।

দেখা যাক এইবার কি হয়।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:২০

কামাল১৮ বলেছেন: যারা আওয়ামী লীগের বিপক্ষে চলে গেছে তারা কোথায় যাবে।তারা কি সতন্ত্র থাকবে নাকি জামাত বিএনপির পক্ষে যাবে?আপনি যখন খবর রাখেন তবে এই খবরটিও নিশ্চয় আপনার কাছে আছে।

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৬

ফেনা বলেছেন: বুঝলেন ত এইবার?? কই গেল তারা। আপনিও কি এই দলেরই নাকি?

২| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:৪২

নতুন বলেছেন: অহংকার পতনের মুল।

এরা মনে করেছিলো পোলাপাইনরে দুইটা মাইরা দিলেই তো ক্যাম্পাস ছেড়ে চলে যাবে।

যারা জামাতে অপছন্দ করে তারা বিএনপিকেও সমর্থন করবেনা। তারা চায় আয়ামীলীগ ক্ষমতায় থাক।

কিন্তু দূনতির বন্ধ করুক, ছাত্রলীগের লাগাম টানুক।

কিন্তু এই ছাত্রলীগের হামলা এই প্রযন্মের চোখে শেখ হাসিনার সন্মান শেষ করে দিলো।

এখন কাল সরকার আরো শক্তি দেখাবে এবং আরো লাশ পড়বে। :(

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৭

ফেনা বলেছেন: শেষ রক্ষা ত আর হল না।

৩| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:০০

আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: মানুষ যাবে কোথায়? এই সরকার যদি তাত্ত্বিকভাবে পতন হয়, কোন রাজনৈতিক দল কি আমাদের ভালো কোন পরিস্থিতির স্বপ্ন দেখাতে পেরেছে?
দেশের মানুষের চিন্তার ধরণে পরিবর্তন আনা জরুরী। যে দেশে বেশীরভাগ মানুষ দুর্নীতিকামী সে দেশে শাসক পরিবর্তনে লাভ নাই। প্রচলিত বড় দল যা আছে তা দিয়ে অন্তত দেশে সুশাসন হবে না।

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৮

ফেনা বলেছেন: কথা সঠিক।

৪| ১৮ ই জুলাই, ২০২৪ রাত ৯:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নিতি নৈতিকতা হরণ করে যে নামই দারণ করে না কেনো সুবিধা হবে না মনে হয়। বিচার একদিন নিতে হবেই। সে দিনের জন্য সবাই অপক্ষমান।

০৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০৮

ফেনা বলেছেন: পনার কথাও সঠিক। সহমত।

৫| ২০ শে জুলাই, ২০২৪ রাত ১:৪৩

আলচুদুরওয়ালবুদুর বলেছেন: এদের আসলেই মাথায় কিছু নাই। আরে ক্ষমতায় থাকবি থাক, পাবলিকরে খেপাস ক্যান?

চুরি চামারি করবি কর, একটু রয়ে সয়ে কর, অন্ততপক্ষে পোলাপাইনদের চাকরি বাকরির বারটা না বাজাইয়া কর।

লুটে পুটে খাবি, খা, কিন্তু খাওয়ার পর একটু হলেও দেশের জন্য কিছু কর, অন্ততপক্ষে চায়না-মায়না থেকে হাত পা ধইরা ইনভেস্টর আনা, ঘুষমুষ লইয়া দেশে বিজনেস খুলা, খুলে পাবলিকদেরও কিছু চাকরি-বাকরি, পয়সা-পাত্তি কামানোর ব্যবস্থা করে দে। কিন্তু না, কিছুই করবোনা, চুরি চামারি করবি, লুটে পুটে খাবি, আবার যাগো লুটে পুটে খাবি তাগো জীবন অতিষ্ট কইরা ছাড়বি, এদের মাথায় আসলেই ঘিলু-মিলু কিছু নাই। যেমন কিছুদিন আগেই হুদাই হুদাই মোদীরে তেল মারতে গিয়া ইন্ডিয়া গেল, গিয়া এদিকে চায়নার সাথে রিলেশন খারাপ করে নিয়ে আসলো। এদের মাথায় সমস্যাটা কি?

আমি প্রধানমন্ত্রী হইলে এগুলা কিছুই হইতনা, নিজের শালা-সন্মন্দিরেও খাওয়াইতাম, পাব্লিকরেও খাওয়াইতাম। আর ইন্ডিয়া বাদ দিয়া পুরা চায়না আর রাশিয়ার চামচা হইয়া যাইতাম। চায়নার সব প্রডাকশন এসেম্বলি দেশে আইনা বসাইতাম। ইন্ডিয়ার কি আছে? না আছে টাকা, না আছে ব্যবসা-বাণিজ্য, না আছে ইন্ডাস্ট্রি, কিছুই নাই। কিন্তু কেন জানি আওয়ামী লীগ কোন ভাবেই ইন্ডিয়ার চামচামি ছাড়তে পারে না, এক আজব নেশা।

৬| ০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৩

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগ নিজের ঘরে ডাকাতী করেছে, সেটার ক্ষতিপুরণ গুনছে সাধারণ জনতা।

০৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫৭

ফেনা বলেছেন: " বাস্তবতা অনেক দূর। উপর ওয়ালার লীলা খেলা বুঝা বড় দায়। এই দেশের শাসকদের ইতিহাস খুব একটা ভাল না। তাদের শেষ খুবই খারাপ হয়েছে। "

১৮ জুলাই এই কথা বলে দিয়েছি অল্প কথায়। এই দেশের শাসকদের ইতিহাস ভাল না। আপনি এখনো এই গার্বেজ নিয়ে পরে আছেন। পারলে ভাল কিছু পরামর্শ দেন। দেন দিকনির্দেশনা। তবে তা অবশ্যই শালীন ভাষায়। নম্রতার সাথে।

ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.