নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
আমরা এত নির্বোধ কেন?? খুবই অবাক লাগে। একটা জাতি এতটা নির্বোধ হতে পারে!!! নিজের ভাল বুঝার মত এতটুকুন বোধ বুদ্ধিও নেই!!! কি করে এগিয়ে যাবে এই জাতি??
ভাবতে গেলেই মাথা গুলিয়ে যায়।
১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩২
ফেনা বলেছেন: না ভাই আমাদের সময়ে সে সুযোগ তেমন ছিলনা। সব থেকে বড় কথা এইসব থেকে নিজেকেই দূরে রেখেছি সবসময়।
২| ১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:২১
সোনাগাজী বলেছেন:
আপনার ব্লগিং'এর ইতিহাস দেখে নিজকে কেমন মনে হচ্ছে?
পোস্ট করেছি: ১৯৫টি
মন্তব্য করেছি: ২০৯৬টি
মন্তব্য পেয়েছি: ২৪৩৩টি
ব্লগ লিখেছি: ১২ বছর ১১ মাস
১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৫
ফেনা বলেছেন: ভাই আমি প্রবাসী মানুষ। অন্যের চাকরী করার ফাকে ফাকে সখন সুযোগ হয় একটু ব্লগে আসি। চেষ্টা করি মনের আনন্দের জন্য কিছু লিখার।
ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
*** যখন প্রথম আলো ব্লগ ছিল তখন সেই সময়টাতে মোটামোটি নিয়মিত ছিলাম। এর পর তেমন একটা সময় দিয়ে উঠতে পারিনি।
৩| ১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৮
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: না ভাই আমাদের সময়ে সে সুযোগ তেমন ছিলনা। সব থেকে বড় কথা এইসব থেকে নিজেকেই দূরে রেখেছি সবসময়।
-তা'হলে, ১৩ বছরে আপনার পোষ্টের সংখ্যা ১৯৫টি কেন? আপনি কি লিখতে জানেন না? আপনার এই পোষ্ট ২ লাইনের কেন? ২ লাইনে কি জাতির নির্বোধতার লক্ষণগুলো তুলে ধরা সম্ভব?
১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫১
ফেনা বলেছেন: যতই দেখছি এই জাতিকে ততই অবাক হচ্ছি।
লিখতে গেলে মাথায় প্যাচ লেগে যায়, কোনটা রেখে কোনটা লিখব। ভেবে উঠতে পারিনা।
সব থেকে বড় কথা আমি এত ভাল লেখক নয়, গুছিয়ে লিখতে পারি না। মাঝে মাঝে কিছু কথা মাথায় উকি দিলে যতটুকু পানি লিখার চেষটা করি। ভাল হয় না তারপর লিখি।
ধন্যবাদ আপনাকে।
৪| ১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
সোনাগাজী বলেছেন:
জাতিকে নিয়ে লিখার সময় ভেবে দেখবেন, ৫৩ বছরে জাতি কি করেছে, একই সময়ে বিশ্ব কি করেছে; আগামী ৫/১০ বছরে কি ঘটতে পারে; বিশ্বের সাথে তাল মিলিয়ে না'চলতে পারলে জাতির ভাগ্যে কি আছে।
১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
ফেনা বলেছেন: সেই কথা ভেবেই ত কিছু লিখতে আসি কিন্তু আর পেরে উঠিনা। এত এত সমস্যা কি লিখব!!!
৫| ১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩২
নাহল তরকারি বলেছেন: জাতিকে চালাক বানাবেন কিভাবে?
১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
ফেনা বলেছেন: যে নিজের ভাল বুঝে না তাকে কি আর চালাক বানানো সম্ভব???
৬| ১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭
অস্বাধীন মানুষ বলেছেন: হুম ঠিকই বলেছেন। এই জাতির লজ্জা নাই।
১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৫১
ফেনা বলেছেন: আর কখনো লজ্জা ফিরে আসবে কিন আজানি না। দোয়া রইল দেশের জন্য।
৭| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩০
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনি প্রবাসে আছেন। আপনি আশা করি হাড়ে হাড়ে বুঝতে পারছেন আমাদের জাতি কতোটা নির্বোধ। দেশ বিদেশ যতো বেড়াবেন নিজের দেশকে ততো চিনতে সুবিধা হবে বুঝতে সুবিধা হবে। কিছু করা নেই, নিজের মা লেংড়া লুলা হলেও নিজের মা - দেশ তো মা।
১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩২
ফেনা বলেছেন: হুম ঠিক বলেছেন। সেই জন্যই ত কথা না বলে থাকতে পারছি না। যতটুকু পারি বলতে চাইছি। নিজের ভিতরের কষ্টগুলিকে বলতে চাই ভাই।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৯
সোনাগাজী বলেছেন:
স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির টেক্সট বই না'পড়ে পাশ করলে ( প্রশ্নফাঁস করলে ) জাাতি নির্বোধ হয়ে যায়।
আপনি ফাঁসকরা প্রশ্ন কিনেছিেলন?