![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]
আমি এই ব্লগে আছি ১৪ বছর হয়ে গেল। ব্লগের লেখাগুলি পড়ি বেশি। নিজে পোষ্ট করা বা মন্তব্য করি কিন্তু অতটা না। কাজের ফাকে মাঝে সাঝে সময় হলে এক দুইটা আর কি। আমার লেখাতেও তেমন একটা মন্তব্য আসে না। খুবই কম। আমি জানি আমি লিখি শখের বসে। লেখার মান খুবই খারাপ। দুই বা তিনশর বেশি ভিউ বা পড়াও হয় না।
যাই হোক, আজ অনেক দিন পর ব্লগে ইন করে কিছুক্ষণ পড়লাম। তার পর অনেক দিন থেকেই চিন্তা করা শিক্ষা ব্যবস্থার উপর একটা লেখা পোষ্ট করলাম। কিন্তু অবাক করা বিষয় হল ঘন্টা কয়েক পরেই আমার লেখার দেখাচ্ছে - ১০০০ বার পঠিত। আমি ত অবাক। বলে কি!!! এইটা নির্ঘাত ব্লগের টেকনিক্যাল এরর।
তার কিছুক্ষণ পর আমার ব্লগের অন্য লেখাগুলি দেখা শুরু করি। অবাক হওয়া ত আমার পিছুই ছাড়ছে না। আমার অনেক লেখাই হাজার ছাড়িয়ে গেছে। এমন কয়েকটা লেখা আছে যেগুলি ত ৪-৫ হাজার বার পঠিত দেখাচ্ছে।
আমার বিশ্বাস হতে চাইছে না..
এখন আমার প্রশ্ন হল-
১। এইটা ব্লগের টেকনিক্যাল এরর?
২। ব্লগের রোবট এরর?
৩। না কি ঘটন্য সত্য???
আশা করি যাদের বিষয়টা জানা আছে বা বুঝেন তারা আমাকে জানাবেন।
ধন্যবাদ।
৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫৯
ফেনা বলেছেন: হুম জানতে চাই। আসল ঘটনা কি??
শেষে আবার মূলা দেখাচ্ছে না ত???? হা হা হা
২| ৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: সামুর কাছে জানতে চাই ।
৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:০০
ফেনা বলেছেন: ইয়েস ইয়েস জনতে চাই।
৩| ৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:০৮
সুলাইমান হোসেন বলেছেন: একজন যদি একহাজার বার লোড করে,তাহলে একহাজার পঠিত দেখাবে।আপনি নিজে ১০০০ বার লোড করলেও
৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৮:১৪
ফেনা বলেছেন: হুম বুঝোলাম। কিন্তু আমি নিজেই অনেক দিন পর ব্লগে এসেছি। তা এত অবাক হবার কারণ।
৪| ৩০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩
রূপক বিধৌত সাধু বলেছেন: অথচ আমার পোস্টে ভুলেও এমন হয় না
৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২৫
ফেনা বলেছেন: উউঅ অ অ
৫| ৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৮:১৬
মিরোরডডল বলেছেন:
ব্লগে ১৪ বছর, অথচ এই কয়েক লাইনের এক পোষ্টে অসংখ্য বানান ভুল।
পোষ্ট দেবার আগে নিজে একবার পড়ে দেখবে নাহ কি দিচ্ছে!!!!
সম্ভব হলে বানান ঠিক করে নিবে।
৩০ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫৩
ফেনা বলেছেন: ধন্যবাদ আপনাকে। সামনে থেকে আরো সতর্ক থাকব ইনশাল্লাহ।
৬| ৩১ শে আগস্ট, ২০২৫ রাত ২:১৩
ক্লোন রাফা বলেছেন: বিরাট জনপ্রিয়তা অর্জন হইছে/ এক হাজার ক্রস হয়নি মনে হয় কোনও লেখা আমার এই ব্লগে। এনজয় ইউর সাক্সেস!
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: আমিও সেইম সিচুয়েশন ফেইস করি । বিশেষ করে লেখক নাহল তরকারি পড়ার পর লেখার ভিউ বেড়ে যায় ।