| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Akm Khokon
অপ্রাপ্তিতেই পূর্ণতা পাক বিষম জ্বালা। বরং দূরেই থাকি, নীরবে দেখি লুকোনোই থাক ভালবাসা।
কিছু মানুষ পুষে রাখা কষ্টগুলোকে আপনার কাছে বলে একটু স্বস্তি নিতে চাই। কারন, প্রতিটা মানুষই খুব একা কিছু স্মৃতি নিয়ে, কিছু অতীত নিয়ে। কিছু মানুষ মিথ্যা বলে আপনাকে হাঁরানোর ভয়ে। কিছু মানুষ মিথ্যা বলে আপনার কাছে ছোট না হওয়ার জন্য। কিছু মানুষ মিথ্যা বলে আপনাকে বড় করার জন্য। কিছু মানুষ মিথ্যা বলে আপনার মুখে হাঁসি ফোঁটার জন্য। এগুলো মিথ্যা না, এগুলো কিছু মানুষের সুখ, কিছু মানুষের স্বপ্ন। কেউ মানুষটাকে বুঝে, কেউ বুঝে না।
হৃদয় ছুয়ে যাওয়া তোমার চাহনি, সবসময় হৃদয় ছুয়ে যায়। হোক না শতমানুৃষের ভীড়!
কিছু স্মৃতি চোঁখের সামনে ভাঁসতে থাকে। এই স্মৃতি এবং কষ্টগুলো ভূলার জন্য বার বার মানুষটা আপনার কাছে চলে আসে। আপনাকে বলতে পারে না চিৎকার করে আমি নিষ্পাপ, বলতে পারেনা আমি ভূল করিনি, তোমাকে অনেক বেশী ভালবাসি। তুমি হয়তো আমাকে অনেক কাছ ঘৃনা করো, আমি তোমাকে দূর থেকে দেখতে চাই, দূর থেকে তোমাকে শুনতে চাই।
কখনো প্রয়োজন মনে হলে চোখটা বন্ধ করে চিন্তা করো, আমি চলে আসবো। কারন, আমি ঐখানেই থাকি সবসময়। প্রতিটা মূহূর্ত, প্রতিটা ক্ষন, প্রতিটা সময় তোমাকেই ভাবতে ভাললাগে। কেন জানি, বার বার মনে হয় তোমার কাছেই চলে যায়...!!!
২১ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৯
Akm Khokon বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৬
কানিজ রিনা বলেছেন: বেশ ভাল